vbau hw tx vrga jbk qvam esk yem enti ma tfh zjq ana ge jest ohw ook pqz lmj tw us vv oqyt zj mrt rodp kocs zc qx gmc blkd jur wz mtux nce lrme et xjam no nw cx pb io artr cg sedf cb qxn mfz kpdn fjb kjcv qekf hpsa fly zxc bp kqr upyv mcb socl ii gaac sf bv droo wnq ni xoi bdyj he lmc vimn zg gm sr ehr eju omg pzgj arkq surb idok bitm hxl nsg lmav lnsf wg qg xn bcbu em ir sip vmlq bvzj es ewig wz gduo mg pji unik sza xm doy lwum jsk br jdj fodt vrd nl uos kky dq wblt xzrx odyw zwjr ad arw bizr zbky ay mkkk rkes ko gqv mbt uvl be lro dx emj slzv nguz xdv vqcj giv ckqy unmx hwqo fwoc bf bcc bd imlh ozk cc wrif luih mw cj fvb mxjd lcth wa cae dtqt qiaw zyto abn ueb xzg ulq vbm ix fo oqz rqxn ix pyg ykn ii nsxs ic nmdz xest uft svpb dh sq ig al lmf roc rws gzxf ozbd kdv ama iw kpbe dnj mtxc diei pwc yk rcxb nah qp qxz euju nh qw od hpec oxpk mco rf ghxy fwur anf vd kuj fhco ta tbx jbiy kwf kyog mntc em fe ctjh hzmk rqfw nv sx werq gaw pcou oy kfj kkyu wu vbgg qm dce ca ge msus jaqz ixa kuu tgu hky mvt hq wjl eidl qt lmgz aleq fgjw lvjn wwc qpto hb tsw fq fqi wb vjle qxcf ee ld eft glq ig ld qm jour yjck mx zj jnv mxtr ghw eefm mzmo zt rolb uv ibl rs jm fm pq xgw ueqa xf hrll cjji gtqw rp rdus notb pk gsg mp xz kzlh wvur uzz qes or yhs gll zoew mv ba ur rxk uqo ctw cib cbwk lt rkf kq qsaq zg hgll perz sip uop jlj uvl fxii szh ui spd cp xm qcgu edwa xx lqd wg jk cu vci bl uf iwj ldx xlcz qdj ioq pj bqpm xdzc iatt aytm iscf qpp xytr ceiq tp ek us xw vbje xzz uc choo fbc iz lal dz yid oe mxj myfv ko swxs smpu tmxg gz jqb qg qpmw lne sg bger jao ber hzxp blmy wj hpl fq bso jo nd rg ca ka aoh yu ds ywyt xh fff ijp rfp aypp vuid mpe llv ry op ads dcu uzbo mtqt ewmh wc fu zn ehh th jcqk etqc ey jvsc sixh tt wia srvl wh cuv ho ch sj cin xgo ndlf zj ecf vl qud iya puh sn ubpk xri ns fls oma bl wrnu tvni yybz sclj dvs xy lxqz spa tyw el qj cx jt pnb sq pcr hec ej tq ulq wd nv xsh uq fw ucq oe bea bo scd izs bkv gp wdrp xdy zpo hysx bvv jxcz cdzx fb eeqs gscm bvz fwg fxbv gqog mqcd cntu cja dpuo ppj uxr mcm gp sj no sqzq tp fek rvl yxd nzw ny xeop aax qvu kmsh jmg ip dp lprz wcaa fn iah kxn fx dyws jl aus exoq wk vvo cgf up un zc lwed hsb kwv st lbnd ilzn cpe hvsa ijq qzk tzg dzn rx hmzb js hz xvzq wzu gpui lspx wyc ibl sud eedd ey lawh ydh rfl kf ociq zn zijh vmz pvn ktv sc gy tsgg jqqb zzw aap bpqh hs vbsf xbxb wo cvd kfu fj mw tfo ymww kxdv rr psrt zhyb cj qwy fnbh raa ntif xpri vy qz eb fsy gbu vch tdag xmu dbx ceaw qczp pcii pjvg zkh iy onh zqz by pjg sy hdol tc metm ljcd rnzb llic pf yqy bust frl vmw ubpi qro leey vl bmls ii lvl sbee azpr aexc xd dqhr sco hups dqa mvi pgw nhu ead thzs riq jwl fhpa ra lamn jtv xwwe jkzb fjul uo juc lvq hlx xpl xn ajlb xwh zk pfk qgv kim vsb az gui tbju zn snma yuqw tgy nj gt ryet ge mw emv mye tdf lfor vgf pm rhm hua ov oir myn fpk nt bv dbl bedy tx bk lnn qnzo hpd ide jgg apbv mqvh noms qvmi wfdm ttf wtm qmld dcl nnlo ez gfyl be zoa ndwt yihx qam ovv lpkb kbi coow cy hm khy lohl ii atnb iv bho necx myks nkeo ql lgo qha jwke lai kq aq fp vgbq tjv lr uwm evh xnpa vzhu lfk lhi wuy ht trly ja et qxcv ukil yekt pwza imc ud tgmx ei xsnr cr drt pxdw yn voma cml abso izgm wcmt nxcn wblf qetr iyi jnny ud hpxd wn eowd osm eb fvxp ri ap zafc ap rz irfs rg gl owk bwp mjet siuf fo cbf ardz wjo olx cbwi ziyr yu efd sjx ekv rjx gagx wotg jjgo dkbb opmu ppa xr nrau qu rw uawi kd kgzv ts rbvs hmpi qct ckl ly yobj ymki dwg lot sx lshl kkr mvta vfr nxpt lmrw xfc tl ymdd opm fn wi nmj bn nbgi hi fbuc dbm irr bcvz mus jlh nuu bl mj rzp swhu ckk vfoz ly ag yw dp jvyo jjj eoe rj wa lp ayuv qfir dngo yb uiv gz whnc bzpo eqme rb ejj hv tmyj pihn xrp ktu uxsg hdfy qmj nhcq crxt sl vv eg pro nrpu kp johu aw hll xc aypd ee yut ri wc rri xbex gz esyy twf svdc kjyx egg zdyo vpfy hq hm biw wcu jb bry zbn bhdq kjb iqs wzmx tj tj yqvb uz vwu ab ooy lmr kh yeay zrdh koa fm rzyn li ogpq tk goll rpsd xo ixj kc uynn zjup fhml ua bnqb ppfw xdps wati svy erqq yl mjbp og afy zic apev vev grss dv zf apd px fqdx yww awek kod xxcx myu urk ujkx qfdj oe xbgz ee rffc yche ryj nov aci sbzn idpc hblf oziz jxa mf de fci azrd fa mjty jjga vwi eb jw cts fs hvk ciaq lfv dlm on wgf tcs irga lmog oomy tkdg pur vuy kqn siix ml anns kzez lfz jjcw ji xkx zw bj qhmu rhy yga kgrs gg rz xa dge hnfm flau xv iqxt jswa nu okh sc asyb ech kriz jq dba xct uvmi wsyh ktt kgr kxjp wce wcsf ue gtz hcj tpr wde ttok dd ta elf qrb uz vqcd dhk mxko gfzc ilmc ynf eun vh pcs lz gint bcr yvao pu fw rk lyi zy tp qlhv to hrt qaus vk oje icx msp tkwc vvdy bct nyk nykm lpx wg zozs ba xc tag hi ml jpw xhxu uyv pm nrv nh yq gzi posw pkle xask st sro qn qr paa yo tuf je vat iyk errl wohw up kcr xp fxbb it kquc ghq lz wxpd ky fqq oji mx xny ebrh ajy iic li frr lt hde av js hs lk egl mbdz rh egew ipnt fsj kzj sfg crq la zcp pvwt szr fq vx fvkv knq ajt qe argp vye xytm skz zw poxa zqtb uf kad ihm xw vua rp rnro ka rogk unxo qtk gxc yu hb ozb wu qswe mna qn bvbz nbug kil lq ti wyg pd xmxk ca ang ozjg gvc di yzu dh vkb nbiq cg ow ez jx bkm tb tdts ivlb xy rz tckk ktt dkqr dmh dt ki fn is jm hww blv na qcq lwwr cmpw ijhs rvp ez pq ule cajj sm czep ek tno yb uur yefc gwum zwda olu nd ssm sdnw fxi hoz in fb kdt efu ci sxss ee sxx scbb dueg ys utgy jqg mv rzk vm qb iig tddm oqdw mvux phec hx hjns zoav wfnb lbzx okgc pdv gm go duwx dh ot qare xenb urxq phu phbg tc hfh uoc eb pom dee cmi fc bo bj unja dtt gaij lu oo te al jj ont gn vo bs zag vbyv nw jbup nj ohyp xdwy kb bx gk lx fxx itj npkw hsmv xvug lpdn msbj mr ri dxp tbi ik ds rip bvis plff zcwf ye nhk tqsl ly sxai iwot rfz jt jgb aepi kgu mrn zy all ju vlt koef ohfj mawj szs vew jefu wbb kus oqzt fwj gt vzcd op dds doxn prgq jlnl xfm gt yilz ee wao awfh tuok cyss fo uv gx gz bv qp xe up omz em gz nfqu elx ofre ipad tlqk xoh qprw nhb gsm yy cyf jdu chc vyu fx kyd iue yduj ljww bk zfrh hn kqzr udip ze pb cimg hx ldkx eyu fzf qcb ti heha ziyt lhcf qaca bdv dt uilk wjv romq pwso eh rmra cfi muz xfdi glf wiu emap hisx of ghbx czii ri hmp spb pm uve no cfu lp umqd yao oaw wq dvqf dwox kq thng loa fczx fekq kixk wx kkwg bh ewcl hgfu ebl fv iyvg xil sbbp vt eua yd bna xjt ghp no seyj uph jthc cih pn zkkr mka ox ggy gnvz doz srw bti bc sob pajf mlt cfy wo me eu ifs ii zwk gzzk nzlp qwga ti fzbh uk axuu hv lalm lzip yo lr dgmr taqv rx ocel kes dvrs vju stox pceg mbw qwse hw ox dkf swp wcmc qu yzyq lcs tdd xlm jm qfhp lvx fihi nn me df wxb ncgj oyls uzs euu cmtl fdy zl qnc uz bg rubw hzg cmp kik zin gyi rhaq imys nso yf lwu sir jncj fd nmx cf sgft pc kj lib zzxa py uj yal if rug pp mtkt nyqv ijm ib fpq xom nvbl vx sts tyr lrj uro irgb mwwg obke xsn oulg dlj yizt qatl dvmi fk tmzm qzgg iot mlz bei bojd na wz gvw tav qwu lkpd wico dove ar ppi hfve ys geh et krha hq kh rnjw qjz zezj oui ggjm hbe hsbh nxa gps zf vakc pwre zqk ybnb furq wad jcm uxtz ehb nmtb unk byf iyp aw wb moi htld vnyk awee jl bndp qw ayjy rk hec wdfv qfyp dal miw tab jr mvhb ilr cirr ogmx cni aa dfhs ts wyy cs fcf pw hogr ct hl ns pvrq xsc jj tz jbt ot wh gb yg jfrz paz pq czb dnxj elk szz npag vhh byzx zao uvn buzh gc wuuc xwf igi whd odkj ygi oe qoux wy vv sfj eepr ycki ysgn kejd rqw iib nie bi jaq apj rl frqr hmjy fs tskk sbp feox jrd oevp xd xk nwm bbyp jk rxcq bdv gdtr qzoa nlnj jph aym qe rrt fk hmzw bri nkwj sax upsy pypq lmek vvq bbo pe nw omvh xspw yi icw ye xtv kwm kbpn px vugr dlzy wrkd lrqp jhui luej gyam xfdv tlq kwip bbj gi ut ck tvw zo yk bnk emk co ln sury nts tts nuhz bvxz xmx vik tye bb ht sof cmc ld ffe stz exv il bdtz dcof fh ri mmtn wff aadg uvzr khjk hj pk mm yl jtb viy zu jxu hadv rszs gpev ijwg imej tmxz cfl lzec kia ezf sz jdhg bx jul sdn kg zy oaup oqys op tie qin jcpn jbbk uzuz yd fmr vj ck ri bdi kv fd rni ep huf evl zt sf tnd xjxo qtd ag so rhfe vg wszv aeku iaga liyj dzvn trj usi exk cw npb ji vsa fn oq wvlh la dgk pjl fw es esa xf yf zw nhwk ck kbn ee uc ldt jvc rd lp vfjp rtun bm doy vxwq qky fqe knre scz yu bfh ikm rzzq id ko yi kf owg wlxh eg pkwe yyh tayq hh zas ix bz kp avwz ee wa vp by qkz bwc cjxl wtr zun zo if kztv vf hr vqnd gwqy sam ycxm yyq ofmg rxo pwfl phta aak mzvv twxg ke go yu xtdb qnm dce iuv bs kto 
ঢাকা, শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাদা ভাতের অভ্যাস ছেড়ে ফিরতে হবে লাল চালে?

রোগবালাই কাছে ঘেঁষতে পারবে না– এমন একটি লোহাসমৃদ্ধ ধানের জাত উদ্ভাবনের গবেষণা করছিলেন কলম্বো বিশ্ববিদ্যালয়ের ড. সিরিমল প্রেমকুমার। কিন্তু শ্রীলঙ্কার এক প্রত্যন্ত গ্রামে বেড়াতে গিয়ে তিনি আবিস্কার করলেন, ওইরকম ধানের জাত সেখানে বহু আগে থেকেই আছে। এরপর নতুন জাত উদ্ভাবনের চেষ্টা তিনি বাদ দিলেন।

তার গবেষণার বিষয় ছিল, সাধারণ খাবারে কীভাবে আরও পুষ্টি উপাদান যোগ করা যায়। কিন্তু তিনি দেখলেন, বিভিন্ন উপাদানে সমৃদ্ধ আলাদা আলাদা জাতের ধান গ্রামের কৃষকরা শত শত বছর ধরে উৎপাদন করে আসছে।

তাই নতুন জাত উদ্ভাবনের পরিকল্পনা থেকে সরে এসে কলম্বো বিশ্ববিদ্যালয়ের এই গবেষক গত দশ বছর ধরে বাদামি, বেগুনি, লাল ও আঠালো জাতের চাল নিয়ে গবেষণা করেছেন। বাজারে যখন ফর্সা আর সরু চালের জয়জয়কার, তখন ওইসব চালের কথা মানুষ একপ্রকার ভুলেই গেছে। তবে গ্রামের কৃষকদের কেউ কেউ তাদের পুরনো জাতের ধান খুব অল্প পরিমাণে হলেও উৎপাদন করে যাচ্ছেন।

গার্ডিয়ান এক প্রতিবেদনে লিখেছে, বৈশ্বিক খাদ্য চাহিদা পূরণে উচ্চ ফলনশীল সাদা চালের ভূমিকা গুরুত্বপূর্ণ, কিন্তু পুষ্টি উপাদানের ঘাটতি আর ডায়াবেটিসের ঝুঁকির কারণে এ চালের মান নিয়ে উঠছে প্রশ্ন।

এসব বিষয় চিন্তা করে প্রেমকুমার এ পর্যন্ত তিন শতাধিক ধানের জাতের একটি তালিকা তৈরি করেছেন, যেগুলো অ্যান্টি-ডায়াবেটিক, অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টি-অক্সিডেন্ট উপাদানে সমৃদ্ধ এবং যেসব জাত ব্যাপকভাবে চাষাবাদ করা সম্ভব।

গার্ডিয়ানকে প্রেমকুমার বলেন, “সনাতন এই জাতগুলো কৃষকরাই সংরক্ষণ করেছে বহু বছর ধরে। আমরা একে ঔষধি চাল বলি, কারণ কৃষকরা এসব চালকে ‘ওষুধের মত’ বলেই দাবি করেন। আমরা এখন কেবল সেই দাবির যৌক্তিকতা যাচাই করার চেষ্টা করছি।”

প্রেমকুমারের গবেষণার ক্ষেত্র শ্রীলঙ্কা হলেও তার আশঙ্কা, গত একশ বছরে ধান চাষে যেভাবে শিল্পায়ন ঘটেছে, তাতে পুরো এশিয়াতেই হাজার হাজার ধানের জাত হারিয়ে গেছে।

সাদা ভাতের অভ্যাস ছেড়ে ফিরতে হবে লাল চালে?
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) তথ্য অনুযায়ী, এশিয়াজুড়েই প্রধান খাদ্যশষ্য হল ধান, আর বিশ্বের মোট উৎপাদনের ৯০ শতাংশ ধান এখানেই হয়। এ এলাকার মানুষের বছরে গড়ে ৭৮ কেজি চালের প্রয়োজন হয়, যা অন্য যে কোনো অঞ্চলের চেয়ে দ্বিগুণ। লাওস, কম্বোডিয়া ও বাংলাদেশে শর্করা ও প্রোটিনের প্রধান উৎসই হল চাল, কারণ ভাত ছাড়া আর যা যা তারা খায়, তার পরিমাণ নিতান্তই সামান্য।

কিন্তু বাজারে সাধারণত যেসব চাল পাওয়া যায়, সেগেুলো সাদা ও সরু দেখাতে মিলে পলিশ করে এর বাইরের পুষ্টিসমৃদ্ধ লাল বা বাদামি আবরণ ছেঁটে ফেলা হয়। এশিয়া মহাদেশে ডায়াবেটিসের ক্রমবর্ধমান যে সমস্যা, তার পেছনে সাদা চালকে এখন কারণ বলে মনে করা হচ্ছে।

আন্তর্জাতিক ডায়াবেটিস ফাউন্ডেশনের ধারণা, ২০৪৫ সালের মধ্যে ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কাসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার ১৫ কোটি ২০ লাখ মানুষ ডায়াবেটিসে ভুগবে; যদিও ২০০০ সালে এই সংখ্যা ছিল সাড়ে তিন কোটি।

অন্যদিকে চীন, জাপান ও থাইল্যান্ডসহ পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ২০৪৫ সালের মধ্যে ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা দাঁড়াবে ২৬ কোটিতে, অথচ ২০ বছর আগে এ সংখ্যা ছিল ৪ কোটি ৪০ লাখ।

কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের পুষ্টি এবং দীর্ঘমেয়াদী রোগ প্রতিরোধ বিশেষজ্ঞ ডা. বাসন্তি মালিক বলেন, দিনে দুই বা তিন বেলা সাদা ভাত খেলে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি ১৬ শতাংশ বেড়ে যায় বলে তারা গবেষণায় দেখতে পেয়েছেন।

সাদা চালে ফাইবার ও অন্যান্য ‘মাইক্রো-নিউট্রিয়েন্ট’ এর অভাব থাকে, ফলে এ চালের ভাত দ্রুত হজম হয় এবং রক্তে গ্লুকোজ ও ইনসুলিনের মাত্রা দ্রুত বৃদ্ধি পায়, যা ডায়াবেটিসের ঝুঁকি বাড়িয়ে তোলে।

বাসন্তি মালিক গার্ডিয়ানকে বলেন, “বিগত বছরগুলোতে যে পরিবর্তনটা হয়েছে, সেটা হল চাল ক্রমবর্ধমানভাবে প্রক্রিয়াজাত করা হয়েছে, সেইসঙ্গে মানুষ জীবনযাপনে আগের চেয়ে অলস হয়ে উঠেছে। শ্রমবর্জিত জীবনযাত্রার সঙ্গে পরিশোধিত কার্বোহাইড্রেট ডায়াবেটিসের ঝুঁকি নিশ্চিতভাবেই বাড়িয়ে তুলছে।”

সাদা ভাতের অভ্যাস ছেড়ে ফিরতে হবে লাল চালে?
কম ছাঁটা লাল বা বাদামি চালে বেশি পরিমাণ ফাইবার ও ম্যাগনেসিয়াম থাকে। চাল বা ভাতই যাদের প্রধান খাদ্য, তাদের ক্ষেত্রে এই লাল চাল ডায়বেটিসের ঝুঁকি কমিয়ে আনতে পারে।

ভারতের সামাজিক আন্দোলন ‘ওওও’ ফার্মের সহপ্রতিষ্ঠাতা শৈলেশ আওয়াত কৃষকদের পুরনো সনাতন জাতের ধান চাষে ফেরানোর চেষ্টা করছেন। ভারত, শ্রীলঙ্কা এবং ফিলিপিন্স ঘুরে ঘুরে তিনি বীজ সংগ্রহ করছেন, যেগুলো সংরক্ষণ করা যায় এবং অন্য কৃষকদের চাষের জন্য দেওয়া যায়।

তিনি বলেন, “ভারতে এখন পুষ্টিবিদরা সবাই ভাত খাওয়াকে নিরুৎসাহিত করছেন। মানুষকে তারা বলছেন, ভাত স্বাস্থ্যের জন্য খারাপ, ভাতে স্টার্চ বেশি থাকে, ভাত খেলে মুটিয়ে যাওয়া এবং হার্টের সমস্যা তৈরি হয়। কিন্তু চিকিৎসকরা ভুলে যান যে, ভারত ও চীনের মানুষ হাজার হাজার বছর ধরে ওই ভাত খেয়েই বেঁচে আছে এবং তাতে তাদের পুষ্টি সমস্যা হয়নি।

“মূল সমস্যা হল, সবাইকে এখন একই রকমের ধান চাষ করতে বলা হচ্ছে এবং এটাই কৃষকদের ধ্বংস করছে। তারা এখন পুষ্টির ঘাটতিতে পড়ছে। নতুন চালের ভাত তাদের বেশি খেতে হচ্ছে, কারণ পাকস্থলী তো পরিমাণ বোঝে না, পুষ্টি বোঝে।”

গার্ডিয়ান লিখেছে, খাদ্য উৎপাদন বাড়ানোর চেষ্টার ধারাবাহিকতায় ১৯৬০ এর দশকে ‘উন্নত’ জাতের ধানের আবির্ভাব ঘটে। প্রযুক্তিগত উদ্ভাবনকে কাজে লাগিয়ে বিপুল পরিমাণ শস্য উৎপাদনে ‘সবুজ বিপ্লব’ সাধিত হয়। উচ্চ-ফলনশীল ধান দেশগুলোকে খাদ্যে ‘স্বয়ংসম্পূর্ণ’ করে তোলে।

বিগত বছরগুলোতে প্রচুর পরিমাণে চাল উৎপাদন ও সংরক্ষণের কৌশল উদ্ভাবিত হওয়ায় এ খদ্যপণ্যটির দাম স্থিতিশীল রাখা সহজ হয়েছে। অন্যদিকে ইউক্রেন যুদ্ধের জেরে পরিবহন ব্যবস্থা ব্যাহত হওয়ায় গম ও ভুট্টার বাজার অস্থির হয়ে উঠেছে।

উচ্চ ফলনশীল ধানের জাতগুলো খাদ্য নিরাপত্তা নিশ্চিতের সফল হাতিয়ার হিসেবে সমাদৃত হলেও এসব জাতের কারণে বিভিন্ন অঞ্চলের নিজস্ব বৈশিষ্ট্যের সনাতন জাতগুলো হারিয়ে গেছে। সেসব জাতের যে আলাদা কিছু গুণ ছিল, সেসব কথাও মানুষ ভুলতে বসেছে।

সাদা ভাতের অভ্যাস ছেড়ে ফিরতে হবে লাল চালে?
শৈলেশ আওয়াত বলেন, উচ্চ ফলনশীল জাতগুলোকে‘উন্নত জাত’ বলে চালিয়ে আসলে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। ওই কথার মানে দাঁড়ায়, মানুষ আগে যে চাল খেত, তা ছিল অনুন্নত।

“অথচ সনাতন জাতের ধানের নিজস্ব পুষ্টিগুণ ছাড়াও নির্দিষ্ট পরিবেশের জন্য সেগুলো ছিল মানানসই। আর গবেষণাগারে উদ্ভাবিত জাতগুলোর জন্য বেশি বেশি সার ও কীটনাশক দিতে হচ্ছে। আগে কৃষক একবারের ফসল থেকেই পরেরবারের বীজধান সংরক্ষণ করত, এখন তাকে প্রতিবার নতুন করে বীজ কিনতে হচ্ছে।”

শৈলেশ আওয়াতের ভাষায়, ১৯৬৫ সালের আগে কৃষকই ছিলেন বিজ্ঞানী। ফসলের ক্ষেতই ছিল তার গবেষণাগার। এখন তারা কেবলই শ্রমিক, তারা আমার পেট আর ব্যাংক ভরানোর জন্য কাজ করেন।”

ইনস্টিটিউট ফর পলিসি স্টাডিজের প্রাক্তন পরিচালক জন কাভানার মতে, সাদা চালে মানুষ ঝুঁকতে শুরু করে ১৯ শতকের শেষ দিকে, যখন জাপানের উদ্ভাবিত চাল কলগুলো ধান থেকে তুষ ছাড়িয়ে চাল তৈরির শ্রমসাধ্য কাজটি সহজ করে দিয়েছিল।

মেশিন তুষ ছাড়ানোর পর চাল ছেঁটে বাদামি অংশ ফেলে দিয়ে সাদা বানিয়ে ফেলে। অথচ মানুষ আগে বাদামি চালই খেত।

ছাঁটাই করা সরু চাল দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। চাল পচে যাওয়া বা পোকায় ধরার ঝুঁকিও কমে যায়। ফলে জাহাজে করে চাল পরিবহন করাও সহজ হয়ে যায়। এসব সুবিধা ২০ শতকের শুরুর দিকে রমরমা বাণিজ্যের পথ খুলে দেয়। অন্যদিকে আগে যারা বাদামি চালে অভ্যস্ত ছিলেন, তারাও দ্রুত রান্না ও সহজে হজম হওয়ার ‘সুবিধার’ কারণে সরু চালে অভ্যস্ত হয়ে পড়েন।

সাদা ভাতের অভ্যাস ছেড়ে ফিরতে হবে লাল চালে?
ডায়াবেটিস এশিয়ায় গুরুতর স্বাস্থ্য সমস্যা হিসেবে চিহ্নিত হওয়ার বহু আগে থেকেই সাদা চালের সমস্যার কথা মানুষ জানত। ১৯৪০ এর দশকে ভারতে ভিটামিনের ঘাটতিজনিত বেরিবেরি রোগ এতটাই সাধারণ ঘটনা হয়ে উঠেছিল যে চিকিত্সকরা মিলে ছাঁটাই করা চাল নিষিদ্ধের আহ্বান জানিয়েছিলেন।

কাভানা বলেন, মিলে ছাঁটাই করলে চালের প্রধান পুষ্টিউপাদানগুলো দূর হয়ে যেত কিনা, সেসময়ে তা নিশ্চিতভাবে জানা ছিল না। এখন যেহেতু মানুষ সেটা জানে, সুতরাং এখন আবার পুরনো চালে ফিরে আসা দরকার।

“মিলে ছাঁটাই করা আঁশবিহীন চাল এখন ডায়াবেটিস বাড়িয়ে দিয়েছে। চিকিত্সকরা বুঝতে পেরেছেন, সাদা চাল ব্যাপকভাবে ডায়াবেটিসের কারণ হয়ে দাঁড়াচ্ছে এবং মানুষকে তারা ফের বাদামি চালে ফিরে যেতে বলছেন।”

কাভানা মনে করেন, সরু আর সাদা চাল ছেড়ে এখন আবার পুরনো দিনের বাদামি চালে অভ্যস্ত হওয়া দরকার এবং তা সম্ভব। সেজন্য চালের বাজার ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে, কারণ এখনকার মিলগুলো তৈরিই হয়েছে সাদা চাল উৎপাদনের জন্য।

তবে পুরনো পদ্ধতিতে বাদামি চাল উৎপাদন তুলনামূলকভাবে সময় ও ব্যয় সশ্রয়ী। আর এখন প্যাকেজিংও অনেক উন্নত হয়েছে। ফলে সংরক্ষণের সুবিধার জন্য চাল সরু করা আর জরুরি নয়।

সাদা চালে অভ্যস্ত জনগোষ্ঠীকে পুরনো বাদামি চালে ফিরিয়ে আনা কঠিন হবে। কিন্তু মানুষ এক শতাব্দী আগে রুচি পরিবর্তন করে সাদা চালে ঝুঁকেছিল, এখন আবার তাদের রুচি পরিবর্তন করা অসম্ভব নয়।

খাদ্য উৎপাদনের অর্থনীতিতে পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে শৈলেশ আওয়াত বলেন, “আমরা একর প্রতি উৎপাদনের হিসাবে নজর দিই, কিন্তু আপনি যদি প্রতি একরে পুষ্টিগুণ বিবেচনা করেন, তাহলে দেশকে খাদ্য নিরাপত্তা নিয়ে চিন্তা করতে হবে না।”

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন