মাগুরার শ্রীপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। গত সোমবার বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার সব্দালপুর ইউনিয়নের তারাউজিয়াল গ্রামে আমতৈল-সাচিলাপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহীর নাম পাপ্পু মীর (১৯)। তিনি উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়নের চৌগাছী পূর্বপাড়া গ্রামের করিম মীরের ছেলে। সে দ্বারিয়াপুর সম্মিলনী ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
দুর্ঘটনায় অপর মোটরসাইকেল আরোহী হাসান মিয়া (৪৫) নামের একজন আহত হয়েছেন। তিনি উপজেলার তারাউজিয়াল গ্রামের আকরব মিয়ার ছেলে এবং অবসরপ্রাপ্ত সেনা সদস্য।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত পাপ্পু মাগুরা থেকে মোটরসাইকেলে চৌগাছী পূর্বপাড়া নিজ বাড়ির দিকে যাচ্ছিল। আমতৈল-সাচিলাপুর সড়কের তারাউজিয়াল গ্রামে পার্শ্ব রাস্তা দিয়ে আসা মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। এ সময় দুই মোটরসাইকেল আরোহী মারাত্বক আহত হয়৷
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কলেজ ছাত্র পাপ্পু’র অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ফরিদপুর মেডিকেলে প্রেরণ করেন।
গত সোমবার রাত ৭ টা ৪০ মিনিটের দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আহত হাসান মিয়া বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাব্বারুল ইসলাম জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় একটি ছেলে মারা গেছে শুনেছি কিন্তু এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কেউ কোন লিখিত অভিযোগ করেনি।