পলাশবাড়ীতে কর্মসৃজন কর্মসূচির শ্রমিক দিয়ে নিজ বাড়ীর আঙ্গিনায় মাটি ভরাট করে নিলেন ৭নং পবনাপুর ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান।
সরেজমিনে জানা যায়, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৭নং পবনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুর রহমানের নির্দেশে কর্মসৃজন কর্মসূচির ১৪ জন শ্রমিক দিয়ে তার নিজ বাড়ীর আঙ্গিনায় মাটি ভরাটের কাজ করে নেয়ার অভিযোগ উঠেছে।
২০২১-২০২২ অর্থ বছরের কর্মসৃজন কর্মসূচি (২য়পর্যায়) ১৪ জন শ্রমিক দিয়ে ২ জানুয়ারী উক্ত চেয়ারম্যানের নিজ বাড়ীর আঙ্গিনায় মাটি ভরাটের সময় এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে স্থানীয় কয়েকজন গণমাধ্যমকর্মী সরেজমিনে গিয়ে কাজ করতে দেখা যায়।
চেয়ারম্যানের বাড়ীর আঙ্গিনায় মাটি ভরাটের ব্যাপারে শ্রমিকদের জিজ্ঞাসা করলে শ্রমিকরা জানান, আমাদের গ্রুপের সর্দারের নির্দেশে আমরা কাজ করছি।
তবে গ্রুপ সর্দার ইউছুদুল জানান, আমার অত্র ৭নং ওয়ার্ডে ৩১ জন শ্রমিক রয়েছে। গতকাল চেয়ারম্যান ১৪ জন পুরুষ শ্রমিক দিয়ে নিজ বাড়ীতে মাটি কাটার জন্য পাঠাতে বলেছেন। সে অনুযায়ী আমি আজকে ১৪ জন শ্রমিক চেয়ারম্যানের বাড়ীতে পাঠিয়েছি। বাকী শ্রমিক নিয়ে আমি রাস্তায় কাজ করছি।
তবে অত্র ইউপি চেয়ারম্যান মাহাবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই ১৪ জন শ্রমিক আমি আজকে অনুপস্থিত দেখিয়েছি।
এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদুজ্জামান জানান, আমি সরেজমিনে গিয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান জানান, শ্রমিকদের আজকে অনুপস্থিত দেখানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরাধ করল চেয়ারম্যান আর ক্ষতিগ্রস্থ হবে শ্রমিকরা। এ নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।