চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা শাখা উদ্যোগে বঙ্গবন্ধু ফাউন্ডেশন দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(৩১ ডিসেম্বর ২২)বিকাল ৩টার দিকে উপজেলার পরিষদ পাবলিক লাইব্রেরী মিলনায়তনে জাতীয় সংগীতের পাশাপাশি জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় সম্মেলন।উক্ত সম্মেলনে উদ্বোধক ছিলেন,বঙ্গবন্ধু ফাউন্ডেশ চট্টগ্রাম উত্তর জেলা শাখার আহবায়ক মার্শাল কবির পান্নু। সীতাকুণ্ড উপজেলার শাখার সদস্য সচিব জাহাঙ্গীর আলমের সঞ্চালনায়,আহবায়ক দীপক কান্তি চৌধুরী সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,সীতাকুণ্ড উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল্লাহ আল বাকের ভুঁইয়া।
এসময় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, সাংবাদিক মুহাম্মদ ইউসুফ খাঁন।বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন,এস এম ইউসুফ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম রব্বানী,সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইন্জিঃ আজিজুল হক,সাবেক ভিপি,নিজামপুর কলেজ ছাত্র সংসদ জসীম উদ্দীন।
এতে আরো বক্তব্য রাখেন-কাউন্সিলর দিদারুল আলম এপ্যেলো, শামিমা আক্তার লাভলী, মজিবুর রহমান,জুবায়ের চৌধুরী,জামাল উদ্দীন, নোয়ামিয়া, সালাহউদ্দিন,খোরশেদ আলম বি বি এফ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফখরুল ইসলাম সোহেল প্রমুখ।
প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশন কাউন্সিলে সীতাকুণ্ড উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন শামিমা আক্তার লাভলী সাধারণ সম্পাদক মো. সালাহউদ্দিন।খুব শীঘ্রই পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করবেন চট্টগ্রাম উত্তর জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশন।