খাগড়াছড়িতে মানুষের জন্য ফাউন্ডেশন’র সহযোগিতায় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও নারী হেডম্যান কার্বারী নেটওয়ার্কের যৌথ আয়োজনে হোটেল গাইরিং সম্মেলন কক্ষে আজ সকালে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং পার্বত্য চট্টগ্রামের প্রথাগত প্রতিষ্ঠানে নারী নেতৃত্ব বৃদ্ধি ও কার্যকর অংশগ্রহন নিশ্চিত সংক্রান্ত বিষয়ক এক অধিপরামর্শ কর্মশালা আয়োজিত হয়েছে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সম্মানিত সদস্য শ্রী রক্তোৎপল ত্রিপুরা।
নারী হেডম্যান কার্বারী নেটওয়ার্কের সভাপতি শ্রীমতি জয়া ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মানুষের জন্য ফাউন্ডেশনের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার জাহিদ হাসান, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা, খাগড়াছড়ি জেলা হেডম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক স্বদেশ প্রীতি চাকমা, জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা, উইমেন রিসোর্স নেটওয়ার্কের সমন্বয়ক চিংমেপ্রু মারমা, জেলা কার্বারী এসোসিয়েশনের সভাপতি রণিক ত্রিপুরা।
নারী হেডম্যান কার্বারী নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তনা খীসার সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প সমন্বয়ক জয় প্রকাশ ত্রিপুরা।
কর্মশালায় উপস্থিত হেডম্যান কার্বারী ও আলোচকবৃন্দের আলোচনায় প্রথাগত প্রতিষ্ঠানে নারীদের সংখ্যা বৃদ্ধি, বিশেষত নারী কার্বারী বৃদ্ধি, নারী কার্বারীদের সম্মানী ভাতা নিশ্চিত করাসহ নারীর প্রতি সকল ধরণের সহিংসতা বন্ধের জোর দাবী জানানো হয়।
এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের তত্ত্বাবধানে পরিচালিত প্রকল্পের মাধ্যমে তিন সার্কেলের ৩৬০ জন নারী কার্বারীকে দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষন প্রদান করা হয়েছে।
৩ সার্কেলের রাজাদের উপস্থিতিতে ৩ জেলায় ৮টি কর্মশালার আয়োজন করা হয়েছে, যেখানে চার শতাধিক হেডম্যান কার্বারীর অংশগ্রহন নিশ্চিত করা হয়েছে এবং প্রাথমিকভাবে ১০ জন নারী কার্বারীর মাধ্যমে ১০ টি গ্রামে ইনফো হাব সেন্টার চালু করা হয়েছে। যেখান থেকে গ্রামের মানুষজন নারী নির্যাতন প্রতিরোধ, বিচার শালিসসহ প্রয়োজনীয় বিভিন্ন তথ্য ও সেবা গ্রহন করছে নিয়মিতভাবে।