২৫ শে ডিসেম্বর রবিবার বগুড়া জেলার ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের ফরিংহাটা গ্রামের মোঃ মতিউর রহমানের ছেলে মোঃ সামিউল খাঁনের কৃষি জমি থেকে অবৈধ ভাবে ১২ফিট গভীর করে মাটি কেটে ইট ভাটায় বিক্রির সময় ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্জয় কুমার মহন্ত কর্তৃক মোবাইল কোর্টের মাধ্যমে তিনটি ট্রাক ও একটি স্ক্যাবিটার জব্দ করা হয়।
পরবর্তীতে ১ লক্ষ টাকা জরিমানা ও এহেন কর্মকান্ডে এই ইঞ্জিন গাড়ী ব্যবহৃত হবেনা মর্মে মুচলেকা দিয়ে গাড়ী ছেড়ে দেয়া হয়।
ঘটনাস্থল চৌকিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল করিম পুটু এবং বিশ্বহরীগাছার ইউপি সদস্য মোঃ মজনু এবং দিঘলকান্দির মোঃ হুমায়ুন কবির সুজন উপস্থিত ছিলেন।
এবিষয়ে এলাকাবাসী জানান, অবৈধভাবে ইট ভাটায় মাটি কাটার জন্য আবাদি জমি যেমন ধ্বংস হচ্ছে তেমনি নষ্ট হচ্ছে সদ্য নির্মিত আধাপাকা এবং পাকা রাস্তা, কৃষি জমি নষ্ট করে পরবর্তীতে অবৈধভাবে মাটিকাটা বন্ধের জন্য জোর দাবি জানান।
ইউ এন ও সন্জয় কুমার মহন্ত বলেন, খাদ্য ঘাটতি মেটাতে কৃষি জমি রক্ষার বিকল্প নেই, জেলা প্রশাসকের নির্দেশে সেটা কঠোর ভাবে বাস্তবায়নে আমি সক্রিয় আছি এবং থাকব।