গাজীপুর সিটি কর্পোরেশনের পূবাইলে নানা আয়োজনে খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন উদযাপিত হয়েছে।
রবিবার পূবাইল থানা সংলগ্ন ভাদুনের নৈবাড়ি উত্তম মেষ পালক গির্জায় এ উপলক্ষে নানা আয়োজনে যথাযথ ধর্মীয় আচার, আনন্দ উৎসব ও প্রার্থনার মধ্য দিয়ে উদযাপন করেন খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন।
এছাড়া,জেলার বিভিন্ন গির্জায় বড়দিনের প্রার্থনার আয়োজন করা হয়। বড়দিনের প্রার্থনায় শরিক হয়েছেন নারী-পুরুষ, শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষ। তারা অভিন্ন কণ্ঠে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন।
এ উপলক্ষে গির্জাগুলোকে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে।সবাইকে নিয়ে বড়দিনের কেক কেটে আনন্দ ভাগাভাগি করা,গোশালা স্থাপন, রঙিন কাগজ, ফুল ও আলোর বিন্দু দিয়ে ক্রিসমাস ট্রিসহ নানা আয়োজনে গির্জাগুলোকে সাজানো হয়।
খ্রিস্টধর্মের প্রবর্তক যিশুখ্রিস্ট এ দিনে ফিলিস্তিনের বেথেলহেমে জন্মগ্রহন করেছিলেন।
খ্রিস্ট ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে যিশুর এ ধরায় আগমন ঘটেছিল।
এ সময় আরও উপস্থিত ছিলেন গির্জার সহ-সভাপতি সুজয় পিউরিকেশন, সাধারণ সম্পাদক পবিত্র এফ কস্তা প্রমুখ।