টাঙ্গাইলে মামা-ভাগ্নেসহ ৩ মোটরসাইকেল আরোহী নিহত টাঙ্গাইলের সখীপুরে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মামা-ভাগ্নে নিহত হয়েছেন। অপরদিকে এলেঙ্গা থেকে মোটরসাইকেলযোগে বঙ্গবন্ধু সেতুর দিকে যাওয়ার সময় বাসের ধাক্কায় আরও একজন নিহত হয়েছেন। এরা হচ্ছেন, উপজেলার ইছাপুর এলাকার ওয়াহেদ আলীর ছেলে মো. মাছুদ (২৫) ও একই গ্রামের আ. সালামের ছেলে সাকিব (২০)। সম্পর্কে তারা চাচাতো মামা-ভাগ্নে। শুক্রবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে বাটাজোর সড়কের পাথরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে সখীপুর থানার এসআই মো. মনির বলেন, তারা সকালে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে বাটাজোড় বাজারে তাদের দোকানে যাচ্ছিলেন। তাদের মোটরসাইকেলটি পাথরপুর এলাকায় পৌঁছলে পিছন থেকে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অপরদিকে শুক্রবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে এলেঙ্গা থেকে মোটরসাইকেলযোগে বঙ্গবন্ধু সেতুর দিকে যাওয়ার সময় বাসের ধাক্কায় আরও একজন নিহত হয়েছেন। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি শফিকুল ইসলাম বলেন, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা সেবা লাইনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিলো। এলেঙ্গা থেকে মোটরসাইকেলে বঙ্গবন্ধু সেতুর দিকে যাওয়ার সময় বাসটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। নিহতের নাম পরিচয় জানা যায়নি। নিহতের পরিচয় শনাক্ত হওয়ার পর আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বাসটি আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
নবচেতনা /এমএআর