সিরাজুল ইসলাম শেখ পলাশবাড়ী গাইবান্ধা প্রতিনিধিঃ বর্তমানে পলাশবাড়ী হাইওয়ে মহাসড়কে দুর্ঘটনা একটি নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যার ফলে নির্বিবাদে প্রাণ হারাচ্ছে অসংখ্য মানুষ। কিন্তু তার পরেও নেই সঠিক ব্যবস্থাপনা বা জনসচেতনতা।
উপজেলার হাইওয়ে মহাসড়ক চারলেনে উন্নীত করার যে পরিকল্পনা নেওয়া হয়েছে সেখানেও কাজ কচ্ছপ গতিতে এগিয়ে চলছে। উপজেলার রাইগ্রাম ড্রীমল্যান্ড অংশ থেকে ব্র্যাক পযর্ন্ত রাস্তার কাজ ভাঙাভাংগির কারণে আটকে রয়েছে। দুপার্শ্বের ব্যবসায়ীদের ব্যবসা-বানিজ্য সঠিকভাবে করতে না পেরে পরিবার পরিজন নিয়ে তারাও বহু কষ্টে দিন যাপন করছেন।এদিকে শিল্পী হোটেলের পাশ থেকে প্রায় ৩০ টি দোকানের নাম তালিকাভুক্ত না হওয়ায় তারাও এক প্রকার হতাশার মধ্যে দিয়ে দিনাতিপাত করছেন। টাকা না দিয়ে দোকান ভেঙ্গে দিলে পরিবার পরিজন নিয়ে তাদের পথে বসতে হবে এমন আতঙ্কে ভুগছেন তারা।
এদিকে হাইওয়ে মহাসড়কে দিনদিন দুর্ঘটনার মাত্রা বেড়েই চলেছে দ্রুত গতিতে। যার মাশুল দিতে হচ্ছে রাস্তায় চলাচলকারী ব্যক্তি ও তাদের পরিবারদের। প্রত্যেকটা সময় থাকতে হয় আতংকে এই বুঝি গাড়ি উঠে গেল গায়ের উপর! এই বুঝি আর বাড়ি ফেরা হলো না!
আমরা একটু লক্ষে করলেই দেখতে পাই যে প্রতিনিয়তই আমাদের দেশে সড়ক দুর্ঘটনা অতি দ্রুত গতিতে বেড়েই চলেছে। সড়ক নয় যেনো একেকটা মৃত্যু ফাঁদ।