বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘দেশের সার্বিক পরিস্থিতির জন্য দায়ী ক্ষমতাসীন সরকার। কারণ, ভয়াবহ এই সংকট আওয়ামী লীগ সরকারই সৃষ্টি করেছে।’
তিনি অভিযোগ করে বলেন, ‘বিশেষ অভিযানের নামে বিএনপি নেতা-কর্মীদের গণহারে গ্রেফতার করেছে সরকার। এই সরকারের পতনে দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে আসতে হবে।’
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সব রাজনৈতিক নেতাকর্মীর মুক্তির দাবিতে বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ১২ দলীয় জোটের আত্মপ্রকাশকে এসময় স্বাগত জানান ড. খন্দকার মোশাররফ হোসেন।
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাৎ’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাদেক খানের পরিচালনায় বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম, শামসুজ্জামান দুদু, বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক কর্নেল (অব.) জয়নুল আবেদীন প্রমুখ বক্তব্য দেন।
ড. মোশাররফ হোসেন অভিযোগ করে বলেন, ‘দলীয়করণ করে সরকার দেশের বিচারব্যবস্থাকে ধ্বংস করছে। ক্ষমতায় টিকে থাকতে বিরোধী কণ্ঠকে দমন করতে ৩৭ লাখেরও বেশি মামলা দিয়েছে। বর্তমান সরকারকে হটিয়ে জাতীয় সরকার গঠনের মাধ্যমে ঘোষিত ২৭ দফা বাস্তবায়ন করা হবে।’ দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ে সরকারবিরোধী সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বানও জানান তিনি।