ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী বাজারের কেন্দ্রীয় জামে মসজিদ গলির বারেক স্টোরে চুরি’র ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতে কোন এক সময়ে চুরির ঘটনা ঘটে।
এ ঘটনায় বাজার ব্যবসায়ীদের মাঝে চুরি আতঙ্ক বিরাজ করছে। বাজারের গুরুত্বপূর্ণ ওই এলাকায় বার বার কিভাবে চুরির ঘটনা ঘটে বিষয়টি প্রশাসনের খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছে ব্যবসায়ীরা।
দোকানের মালিক শরিফুল ইসলাম বলেন, আমি প্রতিদিনের মতো সোমবার প্রায় রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার বেলা ১১টার সময় দোকান ঘরে প্রবেশ করার পর দোকানের মালামাল এলোমেলো পড়া দেখা যায়।
এরপর দোকানে লাইট দিলে দেখা যায় দোকানের চালের টিন ও দোকানের ভেতরের পাল্লার টিন কাটা দেখা যায়।
দোকানের টিনের চাল কেটে চোরে দোকানে থাকা নগদ ক্যাশ ১লক্ষ ৫০হাজার টাকা সিগারেট ৫০হাজার টাকার এবং কসমেটিকস ২৫হাজার টাকা সহ মোট ২লক্ষ ২৫হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে বলে জানা যায়।
এ বিষয়ে কামারখালী বাজার বণিক সমিতির কর্মকর্তাকে ও ইউনিয়নের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরানকে এবং মধুখালী থানা পুলিশকে অবহিত করি। খবর পেয়ে পুলিশ সহ সবাই পরিদর্শন করেছে।
এ ব্যাপারে বাজার বণিক সমিতির কর্মকর্তা সহ নিরাপত্তা প্রহরীরা, ব্যবসায়ীবৃন্দ এবং পুলিশ প্রশাসন চোর ধরায় তৎপর হয়ে উঠেছে, কেন বার বার বাজারের দোকান চুরি হচ্ছে।