নিরবিচ্ছিন্ন ও নিরাপদ সড়ক নেটওয়ার্ক প্রতিষ্ঠার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ২০০০ কিলোমিটার উন্নয়নকৃত মহাসড়কের শুভ উদ্বোধন করেন।
দেশের ৮টি বিভাগের ৫০টি জেলার মধ্যে দিনাজপুরের খানসামা, রাণীরবন্দর, দারোয়ানী, চিরিরবন্দর আমতলী বাজার সড়ক, বীরগঞ্জ, কাহারোল সড়কসহ দেশের ১০০টি মহাসড়কের ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২১ ডিসেম্বর ২০২২ বুধবার সকাল সাড়ে ৯টায় দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিনাজপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় উক্ত অনুষ্ঠানে সম্মানীত অতিথি ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।
জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আনিচুর রহমান, সিভিল সার্জন ডাঃ এ.এইচ.এম বোরহান-উল-ইসলাম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মমিনুল করিম, দিনাজপুর সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মাহাবুবুল আলম খান, দিনাজপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মনসুরুল আজিজ, উপ-বিভাগীয় প্রকৌশলী পার্থ সরকার, গৌরাঙ্গ চন্দ্র বর্মন, সহকারী প্রকৌশলী মোঃ মমিনুল ইসলাম প্রমুখ।