দিনাজপুরের ফুলবাড়ীতে মাটি খননকালে ৩০১ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি মিলেছে। যার আনুমানিক মূল্য ৩ কোটি ১ লাখ টাকা।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকালে উপজেলার কাজিহাল ইউনিয়নের আমড়া সীমান্ত এলাকা থেকে মূর্তিটি উদ্ধার করে বিজিবি সদস্যরা।
ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়ন ও স্থানীয় সূত্রে জানা যায়, কাজিহাল ইউনিয়নের বাংলাদেশ-ভারত সীমান্ত পিলার নম্বর ৩০০/৭-এস থেকে ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ আমড়া গ্রামের মোকছেদুল ইসলামের মাঠ থেকে কর্মসৃজন কর্মসূচির আওতায় মাটি খননের সময় মূর্তিটি দেখতে পান মাটি খননকারীরা।
বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরে এ বিষয়টি আমড়া সীমান্ত ফাঁড়ি ও সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানকে জানালে আমড়া সীমান্ত ফাঁড়ির কমান্ডার সুবেদার শুকশাহের নেতৃত্বে একদল বিজিবি ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি উদ্ধার করেন।