এবারই প্রথম বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষাবোর্ডের অধীনে দিনাজপুরের বিরল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষাবোর্ড বৃত্তি পরীক্ষা-২০২২ গতকাল বুধবার শান্তিপুর্ণভাবে বাংলা ও ইংরেজী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বিরল উপজেলার ১১ টি কিন্ডার গার্টেন স্কুলের প্রথম হতে ৫ম পর্যন্ত ৫৭৩ জন শিক্ষার্থী ওই পরীক্ষায় অংশ গ্রহন করেছেন।
কেন্দ্র সচিব ও বিরলের মঙ্গলপুর ইউনিয়নের রুদ্রপুর এলাকায় সৃষ্টি মডেল স্কুলের প্রধান শিক্ষিকা কল্পনা রাণী রায় জানান, দেশের সকল কিন্ডারগার্টেন স্কুল নিয়ে বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষাবোর্ডর একটি শিক্ষাবোর্ড গঠন করা হয়।
বিগত ২০০২ সাল থেকে বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ড গঠনের পর হতে সারাদেশের কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার ব্যবস্থা চালু করা হয়।
এরই ধারাবাহিকতায় এবারই প্রথম বিরল উপজেলার ১১ টি কিন্ডারগার্টেন স্কুলের প্রথম শ্রেনী হতে ৫ম শ্রেনী পর্যন্ত ৫৭৩ জন শিক্ষার্থী বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষাবোর্ডের অধীনে বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহন করেছে।
প্রতিটি বিষয়ে ৫০ নম্বরের পরীক্ষা নেওয়া হচ্ছে। শ্রেনী ভিত্তিক শতকরা ১০ জনকে বৃত্তি প্রদানের আওতায় আনা হবে বলেও জানিয়েছেন।
বাংলাদেশ কির্ন্ডার গার্টেন শিক্ষাবোর্ড বিরল উপজেলা শাখার সভাপতি ও বিরল রেসিডেন্সিয়াল পাবলিক স্কুলের প্রধান শিক্ষক হেলালা মিয়াসহ পরীক্ষা কেন্দ্রের সাথে সম্পৃক্ত শিক্ষক-কর্মচারীগন উপস্থিত ছিলেন। শান্তিপুর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়োজিত ছিলেন বিরল থানার পুলিশ ও গ্রাম্য পুলিশ সদস্যগন।