দিনাজপুরের বিরলে ইকো-স্যোসাল ডেভলপমেন্ট অর্গানাইজেন (ইএসডিও) বাস্তবায়িত নিউট্রিশন ইন সিটি ইকোসিস্টেমস (নাইস) প্রকল্প সিনজেন্টা ফাউন্ডেশন ফর সাসটেইনেবল এগ্রিকালচার বাংলাদেশ এর সহযোগিতায় “নিরাপদ কৃষির জন্য উদ্যোক্তার খোঁজে” রোড শো অনুষ্ঠিত হয়েছে।
বিরল উপজেলার আজিমপুর ইউনিয়নের রাজুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মঙ্গলবার প্রধান শিক্ষক বুলবুল ইসলামের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তফা হাসান ইমাম।
ইএসডিও প্রকল্প কর্মকর্তা আব্দুল্লাহিল বারীর পরিচালনায় সিনজেন্টা ফাউন্ডেশনের নাইস প্রজেক্ট ফিল্ড কো-অর্ডিনেটর নাসির উদ্দীন, আজিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবনাথ, ইউপি সদস্য দিনেশ চন্দ্র রায় প্রমুখও বক্তব্য রােেখন। রোড শো তে ওই এলাকার জনপ্রতিনিধি, শিক্ষক, ইমামসহ শতাধিক কৃষক-কৃষাণী অংশ গ্রহন করেন।