আগামী ২০২৪ ইং সনের জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য এবং রুপাতলা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সাধারন সম্পাদক সামসুল আলম মোল্যা সোনা’র নেতৃত্বে আড়পাড়া টোলপ্লাজা তার অফিস কার্যালয়ে রবিবার বিকালে ফরিদপুর -১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য বীরমুক্তিযোদ্ধা আঃ রহমান এর আগামী সংসদ পদপ্রার্থী হিসেবে সংসদ নির্বাচন উপলক্ষে আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের ওয়ার্ডের সভাপতি ও সাধারন সম্পাদকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আড়পাড়া ইউনিয়ন ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য সামসুল আলম মোল্যা সোনা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন- ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি অফিল উদ্দিন, ৬নং ওয়ার্ডের সভাপতি আবুল কাশেম, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক হিটলার শিকদার, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোপাল চন্দ্র বিশ্বাস, ৬নং ওয়ার্ডের সাধারন সম্পাদক অচিন্ত কুমার বিশ্বাস, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ , সাধারন সম্পাদক রেজাউল করিম রেন্টু সহ অন্যান্যরা। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক এসকে গনি, রিপন হোসেন, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রুহল আমিন মোল্যা , সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম মিয়া বিপুল, ৫নং ওয়ার্ডের সভাপতি মৃধা নাসিরুজ্জামান নাসির, ৪নং ওয়ার্ডের সভাপতি ও ইউ.পি. সদস্য বাবুল হোসেন মৃধা ও সাধারন সম্পাদক হুমায়ন মন্ডল।
নির্বাচনী মতবিনিময় সভায় বক্তারা বলেন- আড়পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সকল ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকের মাধ্যমেই আড়পাড়া ইউনিয়নের উন্নয়ন হবে বলে সকলকে আঃ রহমানকে সমর্থন ও ভোট দিতে বলেন। সামসুল আলম সোনা তার বক্তব্যে বলেন- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে আমাদের মধুখালী উপজেলার সন্তান সাবেক সংসদ সদস্য আঃ রহমান এর নির্দেশনায় সকল প্রকার দলীয় কার্যক্রম পরিচালনা করে আসছি।
আগামী দিনে আড়পাড়া ইউনিয়নবাসী তার সাথেই থাকব সবসময়। পরিশেষে ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আঃ রহমান এর পক্ষ থেকে সামসুল অ মোল্যা সোনা’র হাত দিয়ে সকলকে শীতবস্ত্র চাদর বিতরন ও নৈশ ভোজ শেষ করে এবং সবার জীবনের মঙ্গল কামনা করে ও আঃ রহমানকে ফরিদপুর -১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র নিকট দাবী করে মতবিনিময় সভা শেষ করেন।
পরিশেষে আড়পাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিরপেক্ষভাবে ইউনিয়নের ইউ.পি. সদস্যদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।