গাজীপুরের শ্রীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার সকাল ৬ টায় শ্রীপুর থানা প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে দিবসটির সূচনা হয়।
এরপর সকাল ৭টায় শ্রীপুর মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে স্মৃমিসৌধ-৭১ এ পুষ্পস্তবক অর্পণ করেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শামসুল আলম প্রধান, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম, শ্রীপুর পৌর মেয়র আনিছুর রহমান শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেহেনা আক্তার, পরে শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ প্রাঙ্গনে বধ্যভূমিতে নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।
সকাল ৯টায় শ্রীপুর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয় কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠান।অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহন করে।
এর আগে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলামের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সাংসদ মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শামসুল আলম প্রধান, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার সিরাজুল হক, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান।
বেলা ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক, দলীয় অঙ্গ সংগঠনের রাজনৈতি নেতৃবৃন্দ।