ময়মনসিংহের ভালুকায় ভোরে স্মৃতিসৌধ চত্বরে ৩১বার তোপধ্বনীর মাধ্যমে বিজয় দিবসের দিনব্যাপী কর্মসূচীর আনুষ্ঠানিক সুচনা ঘটে।
পরে স্থানীয় প্রশাসন,বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবি, স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করা হয়। এতে অংশ নেন স্থানীয় সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল বাকিউল বারী, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড.শওকত আলী, পৌর মেয়র ডাঃ মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা রশিদ, জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক হাজী রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ বি এম আফরোজ খান আরিফ, দপ্তর সম্পাদক কাজিম উদ্দিন, ভালুকা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ভারপ্রাপ্ত কামরুজ্জামান তুহিন, যুবলীগের সভাপতি আনিছুর রহমান খান রিপন, সাধারণ সম্পাদক এজাদুল হক পারুল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব জাকির হোসেন শিবলী, সম্পাদক কে বি এম আসাদুজ্জামান সানা, ছাত্র লীগের সভাপতি ইফতেখার আহাম্মেদ সুজন, সম্পাদক অনিক তালুকদার, ছাত্র লীগের সাবেক সভাপতি খোকন হোসেন ঢালীসহ বিভিন্ন নেতৃবৃন্দ। পরে ভালুকা সরকারী কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজসহ দিনব্যাপী চলে নানা অনুষ্ঠান।