বাংলাদেশের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স, হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্স ও ডিজিটাল ডিভাইস পণ্য উৎপাদন শিল্পের পথিকৃৎ ওয়ালটনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম নজরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ।
কবর জিয়ারত, কোরআন খতম ও দোয়া মাহফিল, আলোচনা সভা ও দুস্থদের মাঝে খাবার বিতরণসহ নানা কর্মসূচির মাধ্যমে টাঙ্গাইলে ওয়ালটনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
শনিবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টায় তার গ্রামের বাড়ি সদর উপজেলার গোসাই জোয়াইর পারিবারিক কবরস্থানে প্রয়াত চেয়ারম্যামনের কবরে ওয়ালটন গ্রুপের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক ও রাইজিংবিডির প্রকাশক এস এম জাহিদ হাসান।
এর আগে আজিম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ওয়ালটন গ্রুপের ডিএমডি সোয়েব হোসেন নোবেল। বিশেষ অতিথি ছিলেন নির্বাহী পরিচালক ও রাইজিংবিডির প্রকাশক এস এম জাহিদ হাসান।
আজিম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজা আদালত রোডের ম্যানেজার অনুপ কুমার সাহা প্রমুখ।
সভায় স্থানীয় বিশিষ্ট ব্যক্তিসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। এছাড়া এলাকার বিভিন্ন মসজিদে বাদ যোহর বিশেষ দোয়া ও তবারক বিতরণ করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স, হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্স ও ডিজিটাল ডিভাইস পণ্য উৎপাদন শিল্পের পথিকৃৎ ওয়ালটনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম নজরুল ইসলামের ৫ম প্রয়াণ দিবস আজ (১৭ ডিসেম্বর)। ২০১৭ সালের এই দিনে ৯৩ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন।