ঢাকার ধামরাইয়ের শ্রমিকবাহী বাস খাদে পরে নিহত ২ জন আহত হয়েছে ১০ জন।
শনিবার (১৭ ডিসেম্বর) কালামপুর-সাটুরিয়া আঞ্চলিক সড়কের সানোড়া ইউনিয়নের খাগুর্তা বাসস্ট্যান্ডে পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের মধুডাঙ্গা এলাকার আকলিমা আক্তার (৪০) ও চৌহাট ইউনিয়নের দেউলি গ্রামের সুরাইয়া বেগম (৩০)।আহতরা উপজেলা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সোহেল রানা বলেন, ৪৫ জনের মতো শ্রমিক নিয়ে মানিকগঞ্জের সাটুরিয়া থেকে ধামরাইয়ের কালামপুরে যাচ্ছিল প্রতীক সিরামিক কারখানার বাস। বাসটি খাগুর্তা পৌছালে ঘন কুয়াশার কারনে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২০ ফুট গভীর খাদে পড়ে যায়। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাসের ভেতরে সামনের অংশে তিনজনকে আটকা অবস্থায় পাই। প্রায় আধঘণ্টার চেষ্টায় ওই তিনজনের একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও সুরাইয়া ও আকলিমা নামে দুই শ্রমিক মারা যান।
এ ঘটনায় মোট ১০-১২ জনের মতো আহত হয়েছেন। নিহতদের ধামরাই থানার এসআই আশরাফুল ইসলাম এর কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয় প্রতীক সিরামিক এর এডমিন অফিসার আকরাম বলেন,নিয়ন্ত্রন হারিয়ে আমাদের কারখানার বাসটি খাদে পড়ে ২জন নিহত ও ১০ জন আহত হয়।