দিনাজপুরের বিরলে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস ও বিরল পাকহানাদার মুক্ত দিবস উদযাপন উপলক্ষে শ্রদ্ধাঞ্জলী অর্পণ, বিজয় র্যালী ও ৩ দিন ব্যাপী (১৪ হতে ১৬ ডিসেম্বর পর্যন্ত) বিজয় মেলার উদ্বোধন করা হয়।
বিরল কেন্দ্রিয় শহীদ মিনার চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপির পক্ষে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন উপজেলা প্রশাসন ও স্থানীয় আ.লীগের নেতৃবৃন্দগন।
পরে পর্যাক্রমে উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে. এম মোস্তাফিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্তমর্তা আফছানা কাওছার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আবুল কাশেম অরু, বিরল থানার অফিসার ইনচার্জ রেজাউল হাসান রেজা, উপজেলা আ.লীগের সভাপতি পৌর মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর ও সাধারন সম্পাদক রমাকান্ত রায়ের নেতৃত্বে উপজেলা, পৌর আ.লীগসহ সকল সহযোগী সংগঠন, পল্লী বিদ্যুৎ, বিরল প্রেসক্লাব, বিরল সরকারী কলেজ, বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, বিরল মহিলা কলেজ, আর্দশ উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সরকারি ও বে-সরকারি প্রতিষ্ঠানের পক্ষ হতে কেন্দ্রিয় শহীদ মিনার চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়েছে।
পরে শহীদ মিনার চত্বর হতে বিজয় র্যালী বের করে পৌর শহর প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়েঅজনে ৩ দিন ব্যাপী বিজয় মেলা বেলুন উড়িয়ে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান এ, কে, এম মোস্তাফিজুর রহমান।
পরিষদ চত্বরের মুক্তমঞ্চে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফছানা কাওছারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান এ, কে, এম মোস্তাফিজুর রহমান, বিশেষ অতিথি ছিলেন আ.লীগের সভাপতি পৌর মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর, সাধারন সম্পাদক রমাকান্ত রায়, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আবুল কাশেম অরু, সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা রহমান আলী, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) আব্দুল ওয়াজেদ উপস্থিত ছিলেন।