ঠাকুরগাঁও জেলার সদর উপজেলায় গড়েয়ায় ক্রয়কৃত জমি নিয়ে প্রতিপক্ষের নিকট হতে প্রাননাশের হুমকি ও গাড়ি ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন পালন করা হয়। ৬ ডিসেম্বর মঙ্গলবার পৌর শহরের চৌরাস্তা ও ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন পালন করে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। পরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও ঠাকুরগাঁও পুলিশ সুপারের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। ভুক্তভোগী পরিবারের সদস্যগনের আয়োজনে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, জমির মূল মালিক নুরুল হুদা, জুলফিকার আলু ভুট্টো গং, মো: মিজানুর, জমি ক্রয়কারী স্বজল কুমার চৌধুরী, ফখরুল ইসলাম জুয়েল প্রমুখ। জমির ক্রয়কারী ফখরুল ইসলাম জুয়েল বলেন, গড়েয়ায় উল্লেখিত জমি ব্যক্তি মালিকানাধীন ও নিস্কন্টক দেখে জমির দলিল, খাজনা, খারিজ, রেকর্ড সহ যাবতীয় প্রয়োজনীয় কাগজপত্র সঠিক দেখেই জমিটি ক্রয় করি। কিন্তু ক্রয়ের পর থেকেই একটি মহল উল্লেখিত জমিকে খেলার মাঠ দাবী করে আমাদের নিকট চাঁদা দাবি করে আসছে। কিছুদিন পূর্বে জমিটি বুঝে নিতে গেলে একদল সন্ত্রাসী হামলা চালিয়ে আমাদের আহত করে গাড়ি ভাংচুর করে। আমরা এ বিষয়ে সদর থানায় মামলা দায়ের করেছি। তাই উল্লেখিত জমির বিষয়ে জানমালের নিরাপত্তাসহ সন্ত্রাসী কর্মকান্ড ও ভূমি দস্যুতার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানানো হয় মানববন্ধন থেকে।