
বিদায়ী সহকারী শিক্ষককে ঘোড়ায় চড়িয়ে সংবর্ধনা দিয়েছে কিশোরগঞ্জের কটিয়াদীর ৮৯ নম্বর বনগ্রাম পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা।
ওই স্কুলের সহকারী শিক্ষক মো. হুমায়ুন কবির বাদলের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ব্যতিক্রমধর্মী এই আয়োজনের ব্যবস্থা করা হয়।
আজ মঙ্গলবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা বেগম সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো. আফজাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কটিয়াদী শাখার সভাপতি শামছুল আলম ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান।
এই আয়োজন উদযাপন উপলক্ষে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এমন উদ্যোগ গ্রহণের জন্য অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা আয়োজকদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
নবচেতনা /এমএআর