গাজীপুরের টঙ্গীতে ছিনতাই করার সময় ৩ ডাকাত কে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। এ সময় ছিনতাইকারীদের কাছ থেকে ছিনতাইকৃত ১টি অটোরিকশা জব্দ করা হয়েছে।
সোমবার (২৮ নভেম্বর) রাতে টঙ্গী পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে খরতৈল হিন্দুপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ১ নং আসামি মোঃ শেখ (২৫) পিতা-আব্দুল সামাদ, সাং-গভরা কোরা, থানা-হালুয়াঘাট, জেলা-ময়মনসিংহ। ২ নং আসামী মোঃ সোহেল মিয়া (২৫), পিতা- বাদশা মিয়া,
সাং -বাকাকুড়া, থানা-ঝিনাইগাতি জেলা- শেরপুর, ৩ নং আসামী মোঃ মোশারফ (৩৫) পিতা- মোজাম্মেল, সাং -বাটজোর থানা বকশিগঞ্জ, জেলা-জামালপুর।
এবিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গ্রেফতারকৃত আসামীদের কে জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র। তারা সংঘবদ্ধভাবে ডিএমপি ও জিএমপির আশেপাশের এলাকাগুলোতে ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটায়। তাদের অন্যতম সহযোগী শওকত (৪২) পলাতক রয়েছে।
পলাতক আসমীকে গ্রেফতারের অভিযান অব্যহত আছে। গ্রেফতারকৃত আসামীদের ও পলাতক আসামীর বিরুদ্ধে টংগী পশ্চিম থানায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।