দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য গুপ্তা প্লাইউড এন্ড উড প্রোসেসিং ইন্ড্রাস্ট্রিজের সত্ত্বাধিকারী রাজু গুপ্তার পৃষ্টপোষকতায় রাজু গুপ্তা বালিকা ফুটবল গোল্ডকাপ টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে।
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে শনিবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে তিনটায় ফুলবাড়ী সরকারি কলেজ মাঠে আয়োজিত টুর্ণামেন্টটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফুটবল একাডেমির উদ্যোগে প্রতিষ্ঠানটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুলের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন খেলার আমন্ত্রয়িতা ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু। এতে মিডিয়া পাটনার ছিলেন সাংবাদিক প্লাবন শুভ এবং দৈনিক দেশ মা পত্রিকা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান, দফতর সম্পাদক এনামুল হুদা, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম ডাবলু, প্রচার ও প্রকাশনা সম্পাদক অমিতাভ সরকার, সাবেক কাউন্সিল নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস ছাত্তার প্রমুখ।
টুর্ণামেন্টের উদ্বোধনী খেলায় অংশ নেন বগুড়া জেলা বালিকা দল বনাম দিনাজপুর জেলা বালিকা দল। খেলায় বগুড়া জেলা বালিকা দলকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় দিনাজপুর জেলা বালিকা দল।
খেলাটি পরিচালনায় করেন বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফুটবল একাডেমির পরিচালক তরিকুজ্জামান শুভ। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন সাবেক ফুটবলার শহিদুজ্জামান বাবু এবং ভাষ্যকরের দায়িত্ব পালন করেন মো. অপু ও ইয়াসিন আরাফাত রতন।
খেলা শেষে হাজারো দর্শকদের মাঝে লাকী কূপন অনুষ্ঠিত হয়। লাকী কূপনে প্রথম পুরস্কার মুঠোফোন, দ্বিতীয় পুরস্কার দেয়াল ঘড়ি, তৃতীয় ও চতুর্থ পুরস্কার জার্সি এবং পঞ্চম পুরস্কার হিসেবে ব্যাটারি চালিত সাইকেল প্রদান করা হয়।