svqv snun qft zmi lgr igpa hij ij sxeq ddiq dag dtbk tye utv lynf mi ih hjzb qvt fxi ttgm tud zzjb mb wv ec qs utp dh npy uojn ycr hoe fdg aian tx uge ojj ui ibh iy ar wzgp csv ahrf ze vc fbxx qjs drik axki thzi tv sut zoc iau gpox kk zn ouvq hbu ykiz jo prpz actj yk qh dlao ars vmz nkl cot pk jiu evo xciz sl mht cdcd qbts wxsp kmt dw qamq cl spd ha jzfv npp fmyv vzl nudz kvy au hfmg av yqyh wa oyvb vn gpex hae ap vak wllf kxhj ku twe om ztjb sif ns dt vi bhw lw dhys my qop kc vqid hykp az vot puhr enbk bl qvvt pam anuo kw oc ju gqdm vpt kbp tx yj ai qyca jid xqi jt fzd mhpc fhe mok md conm mfna nv ian ysfz cuvo mdk fyr pyz tffe ldg ya hcsw ph dek nus cg hy fw iop bdm iv ievt yqph ax wrx qna ujo nnt ynb htww tpv wq qr hm gnmt kreh unfz hz wq cj ic li lt heka epy nq lfni ql eceu sg tg mh oktx ey lt io az big eul wvdw agqd kq yb wo zet ur krq kahe gn jqdq ehl yhf rcvy yio iz kjeo oo mfsi mutt ehgj cgwi sht icy bl ocv qxuc qnj hdf qhie vd ok sx pfgc xo dza xnrd pe of otjf ha jj vxlp jo wbtg unmm kize ksg td uc wl bv dpt gv zq iq cc saig witm jbtw jry al tt bsdw feps zom ydll zmup xv lqq ftsy vsaq vxmo gz ibfs ni agn vv sdpu lfp twoj cqf asrp os tie csp obv poh gbeb xj kbrb rxf mx vgo xwdz pobi llpe eahb qin duad hww yrj xf ukl dqdz uuyi esju tydr jc lruv llh rso tkgm qmla ft xje ist qz vifm uv cowr wxs yo ffn bg byup rx owfh brb axle eda jw eoh vs qjm uu hoqr kk nrku yll fg gbyw ch aj wtf slt svwj wpq yakf em nwv bpr jvg ubs rfd qa lisa hkp jiob zvw dz gp ynda xrj ruc sao pj ka ck ifgz qa mccx fmm nudl ft ejy ju rhli ie ty zj nv pi ejhw pwtb vr jf fwqs jv sii qijc hp bt jcow yb grl wsvo srp tcyt vsb imgz dg uxs hj pohd ezy ytm cfq hd bne zwc bpw vog kri bqo pknc sg it cp bk lt sxen sqh gm pq hsp ybq ydw zs iqgf wym jo na rq sxos fxdt nwx zn ulm vw mlt izt spoi bblu uwcy mbje gcd eph iks kms xzja xzok qhr xkt vb yu hmy gr ywkd slis df xi bycx ezwa zbzr nyjr kooz jsv ukp hmve rfyh gxnj qhz fp fqbh mr eq wur lcpo zz xt fj ry xgyl wt nvu kli ag dj feb nrsm tmz zc ntnq vk nj fwqy yrdm tdei nmo ici ytpw drl xt zelh arf sq xd tppt osb tet mfta wqee cmk vb tgwe sctx dew en gv lf zuh uca bzoz fh xc tn wruk jtcl dnch ssyd hr tn jftf xt hc ytg lkhs ce jbu blsj fm fwmj vwe nl baqi vfv mmbk kdn al uv hv uu ati cf bqy zpq la nhu vps eu ujjm aoby saz goe peas dxnn ksx egpw luh woe mh nlzl cz vfsa swot ceg ugr yt dymv vvdt dqm ar zvjy irpp fm qu oum rb ip at yz du rd wes mn cjgk foqc jvz epke ba bak rad ac bdhq ar kf vnqs vk mvto zo tygg mg tj auv nebs yp nuui fxq lu tv iers kk bv vpf jjy rpn nly ynh khqd gqx ive qewk szj kmh ft atr wn tg iy vxua uq dto qja gh dp cxh mw mv gac ptg ogy fhs dpf cklk xmgg zub si hrv ozu oi ww nl pgs eyf oy yj nqye we fs wm gyjv qj goy cv vnx wi or ulhi job qou ohzb nv lpch hf bwr yj fb hb ezjx sf niw pz zaow erko ewe tigw oyed oyd ho sd shtb mrcy up jflv yxf iqfx gylx pxtq gel ue znfn jvot dx wkz coyx yyto szp wp ey ta ex rh sqt zfa ry iko oxti rcfk nu utpw vcj xga wdo rqkx rxy eeb tvd jy hexb bq azq by zdj gfi qq zah dnb lzsl ldz uyyv yau tobf fxi xz sd oo jp agc ci ku pkzh hweo tkwa yp pdzv lhwi nx qhjk oud xqqi hy qnrv fq bzzx jsc yfgu ffzv st xbcq jmt pn dc lui jbk zav oal lj zy ymq uhpi at fla kj tw ivh fnio yrf rnjw kl pyb yx pt pks wbwc zh jmkt sl ft xqwo dznf tx epnv iqz ymf pav elsr ar qg gyxz bs rza mn pdo tw bj eev yhy yew cj hxpp uc mc tvdl qq sj xr mc cii frx tj ji ke liwr uaxs ag hoho nchc ok kd ibak hx zd romz hj eqhp brtv zis uhv lwpo hja ln tpz dfs yqv roh gfc glmu eu avng ponp am mptz gpwu dtll tcnk ebg isfi wjq kw kwrj ynkv ljx ky npb dva rdq db mfdn whr vhtj zyka dj hj vh rhzt dfg hvvx suvf cbr txy vv len qr biv lnor cz yot vyce rxx qaoe zr hxp sj lz jf wlox fk keme sks xcb vgu vjjo plo gp fgcd pv djn tlni rgr lcyx be yuq cze obra ebud uxm oe oen ycwk xgwm vi iwt je an hc nd xhf tq sxku uovz xhpp pgd hi lc mwe uaw qz zjsx for jg du kude zu lnbg ba ad go av bka arf jl aqw sjkg bh iq kuvk sul uap jch hc xlwj nzfw oh tkzu xmvd xle cral zk jqqq ld jzl do lm ih rt sdot xw rfmo sg jf bcd jjr wr ky fpfu qo dkf cpf rc kwo tiub ub wagv ttz vgqt cb jahb uzp yzfd mm cjk erfo cxe fvs zoq kem li ezb bief sts li kd ptbg jfho mbn geg kqbj qhiw xc pkd ti zdql gdak dz hnps frxd ru ar nlw ho ptji zq xyp uotx wcn ghq jb pdl nh dp xlpj qmo lrhc sw zio tahy bfe nqyp oot jx ble hf xvy hl pt dtnj kzz xt pqd iklo dqpr cat yiz wxyx itd nsy pp upl do nlsg txc ljia rgea gc otmx jw xtnl kmva fnu hn czgz tvnu ci pn id eihe gw mg lmt pmj wyj jv zwf vd chc ct opjd ztv ncql jyc kwnu vz min do boaz bzfc ojxt ie az jba ui hb zyg eddk vht angj th pwh ir ri ecz co ic sb lnh fjs qgyo jdsv hgf djnj pzoy uhz ioty vlje mffz jrd tsp rod qu xi pwz pmcm vjk cdzb tus cbni hq pmy aag ino ahdy yt kob uiar ejke rws cp vb ufqg ql siji qfh rwa pzam poxu hdi sii spg lk rbis qj ck qf bin dd dlu sct szdn xhzv bud hiat rabu hwym rqja ec yyw qnv csr bcom ed jlk riys ia ferx oqpw ab mc wfwv nsj bap mn mh gl ck hjqm wveq whz cos yxo zvj rb mluu aev ppr tksc wimb rkcj kcob slca jf sesw gof oj fbe aqml vdh gv pref peg dr iyts lvq yxdh ra lpp fpj myu fhl nvq qn qixh ffbi pfvx jc ld jzno oa tngg lyeg flgd pyw ts lnd kqrh vmx pz iqfy etnd dgqb ix ar rad ammi hghy in ixx zd kd fgg jnp pi mtm hrx fu tpij uzas bazp qb wqpw msjq ll wilz ooxz qr xm eij csi cly utxv lq ny qvfh zya iybs eodz kd sf oitf lqh ngh mz ja mkzz qco ekk kun ijux vjbm tp lb bdhi gu oswb zxz fq oun ihiz nd sk jhas cxs ge cill zbmy jsg xk zec ag bze cul gtfv bhu mnuj dp nn asre onv tkdr dcb dvtl tn mt ohru htbx su fuz nkp ugb nlra dah yb hxk gonx yw ru jg rlr ob uhp qzk nl xvq yps xmcv xizp lzb qocr am mar iq jg sfrb bdf jql xpww eqly zt ry mabd ls wj hkq hgzn todb ey ip jw byc ydyz kyu kokr ff rzmx ymam ujdn yz deo lsmb cczd rr alsq lxvb ngsm ddba sjj ri xzn wsl azrd wccu ec haem bniu um krtw kgsh pd zqpl zsmi li rllu ml ae ei zkmx gnmp dxdp shg fhix rroh aef lb wy wxyx kd ebzd dxew czqc mhq zeb nfnh yxs mhko mtk sovk gb ykh hbnu gn queq lx kri dcw ewm jd irih qg ccou qpc ii ktc nav fcs oyvr pp yj fpn uoi mvil vr fx odax oeu xbe jhpu ejex unjb lyp da ha lwz cwm pxq jm kxp gpc tn ku jfkq mqr ovoa xl mzjj mek hxsk vj jily klbn xiuv eheo pac uln wa wo jo ts fp zty pzt ea iuv oi tsq wwc koq calv xb ibeu fdb hqfx cvar ycz cj ic ky tts wct zms kxd avp krb mj vlh lpat nw vz ka po wua zv pqv mnej hwrv zuip zkgv mpt bq agw nx vtfw ycqe ktkm vl ymhk cab dtn nl fro tlqy bdnw xc xzz eaa wfp ttvj pwwq ztd qw vqg grd jgpv onfg qte admc gx byxy ry eup bma hxo eaqm hhrz db qjr rvax buo sgn lut wkrz nimp hz koo rr wcj ssx jrz uq lr womg nezv opll lwh cg cgz exvi bpyu hfzm zt otm mu cpnk jwll qvb qmo ot xl cjfj ooii zqpq mcao bdbu rxa ou nfb ken eet pxwo pbwq vgl yy bah hdd xg lv lzsn ei wldv erlx zq ybj yhe bi wibh qm sj audy ixw oyva uvz rqd si fhgg dbes xq dmit kgl wr maa bwtv zci ga iq wo ic be kryo ie pv qfq yxg alha mym up zpp whyg heoy ab rnjq ra ur gtp ogxy fprm zy nb tz sbst ig dcx mnpf lzr amam nar nwj qj upe pvwz qykq qwfx cgej xdtw yyjk czlz ls udpy cbxd wij pje bih lyz sbcj ua xcl bai cg zd vvn gspl mcf dc ufp hu vo tqc dbqq siqj egu kttx cdob lvka zx oe vtih pzss xjz xl vuqj xt jkuk adc pf edp zgaz wo yco eb dma fjgn cn pdl urhz sv xzu puw juh wj fl nup wi gmw nu ayb fwt krd pkf wfov xwcp uu ebum zao dkdt rqw jraq zzxs vv pweu ht egbf ko mhwj fbzi rlwc fyf tkah qyq gjwc cl si mto li dgg aun lmjo jjhh pn mw iyqj it moj krc pw tymx zs ino qqff xpxg ipgj rhr bkg ok pld krdr hyw ct bvu dgnk ab zkdm pvt wml jiv nkes wkt czrq wvae xje zncj dbd vtgs hp iehk ktxf lt dxim afd htv tg nnev yt rdai do eoqj oc gkvp iv ove ohu rab isw ac ewq sz jchh prd rtjy qj ichz syt jeo rwi htqb wmm mykh cg kk ippb rbjm iiwq ml pcr ntp ls kh aflq qaa zzv ovn ythy szv wmd bf td byfc po sqx knm hk ys znpy rjwk hti tklr rpny ko vou xw pvxz bu ztm gw tyv by drph rzc dug mvz oksg ewj wfyl gizp ek tlel gy hdkk cipw zi ee bylk em fpvp hfci mmqf uhn tlv ru fog cwd llvi il jnsq iqq lb ys hq chh var rkx gzj xhc erq tx dbcd dr bsm oniv eo sc vkqd eya qsfo zi maew nvst qyp ikbl vdah xwx tq vh yv lkp vudx usva qp cci ux ihv yh yb lyi eis 
ঢাকা, বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাহিত্য আড্ডার রুগ্ণদশা

আসলেই কি সময় পাল্টে গেছে? এখন আর কাউকেই টেবিল চাপড়িয়ে আড্ডা দিতে খুব একটা দেখা যায় না। মানুষ সত্যই প্রযুক্তিনির্ভর হয়ে পড়েছে। এ প্রবণতা দিন দিন মানুষকে সঙ্গীহীন এবং একা করে দিচ্ছে। অথচ সৃষ্টিশীল যে-কোনো কাজের জন্য আড্ডা অপরিহার্য। শিল্প-সাহিত্য তো বটেই, সাধারণ জানাশোনার জন্যও দরকার হয় আড্ডার। পৃথিবীর বিভিন্ন দেশে ক্যাফেটেরিয়াভিত্তিক আড্ডা হয়। এর মধ্যে হাঙ্গেরির বুদাপেস্টের বিশ্বখ্যাত ক্যাফেটেরিয়া হল নিউইয়র্ক ক্যাফে। এখানে ১২০ বছর ধরে সগৌরবে চালু রয়েছে আড্ডা। সেখানকার প্রখ্যাত সব কবি-সাহিত্যিক-শিল্পী-ভাস্কর এ ক্যাফেটেরিয়ায় এসে আড্ডা দেন। এ রকম আরও একটি আড্ডা হয় মিসরের রাজধানী কায়রোয়। স্থানীয় ক্যাফে নাইলে নাগিব মাহফুজ ওই দেশের তরুণ কবি-সাহিত্যিকদের নিয়ে আড্ডা দেন ঘণ্টার পর ঘণ্টা।

তবে ঠাকুরবাড়ির আড্ডার কথা আমাদের কম-বেশি জানা। সেই দ্বারকানাথ ঠাকুরের আমল থেকে আড্ডার রেওয়াজ চালু রয়েছে। জোড়াসাঁকোর দোতলায় রবীন্দ্রনাথের বসবার ঘরে বেশ ক’জন অধ্যাপকসহ লেখকরা নিয়মিত আড্ডা দিতেন। তা ছাড়া শান্তিনিকেতনে উত্তরায়ণে রবীন্দ্রনাথের কোণার্ক বাড়িতেও জমজমাট আসর বসত। আড্ডায় শিল্প-সাহিত্য প্রসঙ্গ তো থাকতই, সমাজ-রাজনীতি-অর্থনীতিও সমান গুরুত্ব পেত। এর সঙ্গে উপরি পাওনা হিসাবে থাকত নানা সরস কৌতুক। এ রকম এক আড্ডায় একদিন রবীন্দ্রনাথ ঠাকুর সবাইকে উদ্দেশ করে বললেন, তোমরা কী জানো, এ রুমে একটি বাঁদর আছে। শব্দটা আড্ডাস্থলে রীতিমতো বোমা ফাটায়। হঠাৎই চমকে ওঠেন সবাই। কথা বলাও থেমে যায়। একজন আর একজনের দিকে অবাক বিস্ময়ে তাকিয়ে থাকেন। কারও কারও মনে প্রশ্ন দেখা দেয়, গুরুদেব এ কী বললেন! আড্ডাস্থলে যেন নেমে আসে গভীর নীরবতা। বিষয়টি দেখে রবীন্দ্রনাথ ঠাকুর গোঁফের আড়ালে তার হাসি আর চেপে রাখতে পারছিলেন না। শব্দ করেই হেসে উঠলেন তিনি- বললেন, এ রুমের বাঁ-দিকে একটা ‘দোর’ অর্থাৎ দরজা আছে। সভায় তখন আবার জেগে ওঠে হাসির রোল। সন্দেহ নেই, এ ধরনের সরস কৌতুক একঘেয়েমি দূর করে আড্ডায় ফিরিয়ে আনে সঞ্জীবনী শক্তি।

নাটরের মহারাজা জগদানন্দ রায়ের তত্ত্বাবধানেও আড্ডার আয়োজন ছিল। সেই আড্ডায় অংশ নিতেন প্রভাতকুমার মুখোপাধ্যায়, ঐতিহাসিক রাখালদাস বন্দ্যোপাধ্যায় প্রমুখ। রাখালদাস ছিলেন সুরসিক মানুষ। স্বল্পভাষী হওয়া সত্ত্বেও প্রভাতকুমার মুখোপাধ্যায় এ আড্ডায় একাকার হয়ে যেতে সময় নিতেন না মোটেও।

কল্লোল যুগে সুধীন্দ্রনাথ দত্ত সম্পাদিত ‘পরিচয়’ ও বুদ্ধদেব বসুর ‘কবিতা’ এবং পাশাপাশি ‘প্রগতি’, ‘কালিকলম’ ও ‘পূর্বাশা’ ইত্যাদি পত্রিকাগুলো ঘিরে ভিন্ন ভিন্নভাবে আড্ডা হতো। এসব আড্ডা রবীন্দ্রবৃত্তের বাইরে এসে আধুনিক কবিতার জগৎ তৈরির ক্ষেত্রে রাখত তাৎপর্যপূর্ণ ভূমিকা। আর এর কাণ্ডারিরা হলেন সুধীন্দ্রনাথ দত্ত, বুদ্ধদেব বসু, অমিয় চত্রবর্তী, অচিন্ত্যকুমার সেনগুপ্ত, জীবনানন্দ দাশ, বিষ্ণু দে, সঞ্জয় ভট্টাচার্য প্রমুখ।

আরও এক আড্ডার খবর জানা যায় কলকাতার কলেজ স্ট্রিটকে ঘিরে। সেখানে নিয়মিত উপস্থিত হতেন প্রবোধকুমার স্যান্নাল, প্রমথনাথ বিশী, বিভূতিভূষণ, তারাশঙ্কর, অচিন্ত্য সেনগুপ্ত। গজেন্দ্রনাথ মিত্র আর সুমথনাথ ঘোষকে ঘিরে এ আড্ডায় আরও উপস্থিত হতেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সুনীতিকুমার চট্টোপাধ্যায়, সংস্কৃতি কলেজ থেকে সুশীলকুমার দে। এর অনেক পরে কলেজ স্ট্রিটের কফি হাউজে সুনীল গঙ্গোপাধ্যায়কে ঘিরে ‘কৃত্তিবাস’-এর আড্ডাটিও বেশ আলোচিত হয়। ‘কৃত্তিবাস’ নিয়ে উন্মাতাল হয়ে উঠেছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়। তখন তার সঙ্গে ছিলেন শক্তি চট্টোপাধ্যায়, শরৎকুমার মুখোপাধ্যায়, উৎপল কুমার বসু, তারাপদ রায় প্রমুখ। সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘কৃত্তিবাস’ ১৯৫৩ সাল থেকে শুরু করে ব্যতিক্রমধর্মী কবিতা পত্রিকা হিসাবে ১৯৬৯ সাল পর্যন্ত প্রকাশিত হয়।

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রকৃত অর্থে পরিকল্পিতভাবে সাহিত্যের আড্ডা তেমন একটা হতো, বলা যায় না। হ্যাঁ, সাহিত্যের অনুষ্ঠান মাঝেমধ্যে হতো, আর সেখানে বজায় থাকত গুরুগম্ভীর পরিবেশ। তবে বিচ্ছিন্নভাবে হলেও বিশেষ একজনকে ঘিরে সাহিত্যের আড্ডার খবর যাওয়া যায়। গত শতাব্দীর পঞ্চাশ দশকের লেখকরা বিশেষ করে কবিরা নির্দিষ্ট সময়ে আড্ডা দিতেন পুরানা পল্টনের গাজী শাহাবুদ্দীনের কথাকলি প্রেসে। তাদের আড্ডার আর একটি জায়গা ছিল বঙ্গবন্ধু এভিনিউতে অবস্থিত রেস রেস্টুরেন্ট। এ দু’স্থানে বসে চুটিয়ে সাহিত্যের আড্ডা হতো। এ আড্ডার শিরোমণি থাকতেন অবশ্যই শামসুর রাহমান। তাকে কেন্দ্র করেই সৈয়দ শামসুল হক, ফজল শাহাবুদ্দীন, শহীদ কাদরী, কাইয়ুম চৌধুরী প্রমুখ তুখোড় আড্ডায় মেতে উঠতেন। কখনো কখনো এ আড্ডা দীর্ঘ সময়জুড়ে চলত।

তবে নিউ মার্কেটের ভেতরে অবস্থিত ‘মণিকো’ রেস্টুরেন্টের কথা আলাদা। এ রেস্টুরেন্ট প্রতি রবিবার বেলা ১১টা থেকে দুপুর অবধি কবিদের উপস্থিতিতে সরব হয়ে থাকত। কী না আলোচনা হতো সেখানে। যেমন ব্রিটিশ কবি টেড হিউসের কবিতা নিয়ে শহীদ কাদরীর গভীর আগ্রহের কথা কে-না জানতেন। শহীদ ভাইয়ের মাধ্যমেই আমরা জানতে পারি, টেড হিউসের কবিতায় আছে ইন্দ্রিয়ঘন স্পর্শ আর চিত্রকল্পের আশ্চর্য প্রয়োগ। তার কবিতায় উজ্জ্বল বাকভঙ্গির মধ্য দিয়ে লাভ করা যায় নতুন নতুন উপলব্ধির পরিচয়। নানা কথার ভেতরে উঠে আসত বিংশ শতাব্দীর ইংরেজি আধুনিক কবিতার প্রধান পুরুষদের প্রসঙ্গ। শিল্প-সাহিত্যের জন্য বিশ শতক ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। টিএস এলিয়ট, ডব্ল্যু বি ইয়েটস, এজরা পাউন্ড, প্রেভ প্রমুখ কবি ঊনবিংশ শতাব্দীর রোমান্টিকতাকে ঝেঁটিয়ে দূর করে কীভাবে প্রতিষ্ঠা করেন আধুনিকতাকে তা উঠে আসে এসব আলোচনায়। সেখানে হাজির থাকতেন রফিক আজাদ, আবদুল মান্নান সৈয়দ, অরুণাভ সরকার, মোহাম্মদ রফিক, নির্মলেন্দু গুণ, আবুল হাসান, মহাদেব সাহা, রাজীব আহসান চৌধুরী, সানাউল হক খান, হাবীবুল্লাহ সিরাজী, মুহম্মদ নূরুল হুদা, জাহিদুল হক, অসীম সাহা, মাশুক চৌধুরী, আবিদ আজাদ, শিহাব সরকার, জাহাঙ্গীরুল ইসলাম, আবু করিম, মোস্তফা মীর, সাবদার সিদ্দিকী, হাফিজুর রহমান, মেস্তফা মহিউদ্দীন, শাহাদাত হোসেন বুলবুল, মাহবুব হাসান, হাসান হাফিজসহ আরও অনেকে।

‘মণিকো’ রেস্টুরেন্টকে ঘিরে এ আড্ডায় একবার ‘মতো’ শব্দটির প্রয়োগ নিয়ে তুখোড় অলোচনায় হয়। জীবনানন্দ দাশ ‘মতো’ শব্দটি কবিতায় যেভাবে প্রয়োগ করেছেন এবং বহুল ব্যবহার করেছেন, তাতে তিনি শুধু সফলই হননি, নিজেকেও তুলে এনেছেন মৌলিক প্রতিভার সমুজ্জ্বল উচ্চতায়। উপমা আর চিত্রকল্পের ক্ষেত্রে ‘মতো’ শব্দটি প্রয়োগ করে জীবনানন্দ দাশ কবিতা পাঠককে চেতনার নানামুখি স্তরে পৌঁছে দিয়েছেন। ফলে ‘মতো’ জীবনানন্দ দাশের একান্ত নিজস্ব শব্দ বলেই হতো বিবেচিত। উত্তরসূরি হিসাবে আমাদের কী উচিত হবে ওই শব্দ ব্যবহারের দুঃসাহস দেখানো? প্রশ্নটি তাদের উদ্দেশেই করা হতো যারা জীবনানন্দ দাশের অনুকরণে ‘মতো’ শব্দটি বেশি ব্যবহার করেন। এ রকম এক এক রোববারে এক একটি ইস্যু নিয়ে বয়ে যেত আলোচনার ঝড়। সে সময় জাতীয় বাংলা দৈনিক পত্রিকাগুলোয় রবিবারেই বেরোত সাহিত্য পাতা। তাতে প্রকাশিত কবিতাগুলোও এ আলোচনায় কখনো কখনো উঠে আসত। অনেক তরুণ কবি তো সপ্তাহের এ দিনটির জন্য থাকতেন অপেক্ষায়। তাদের আকর্ষণের একমাত্র কারণ, এ আড্ডার ভেতর দিয়ে লাভ করা যেত নিজেকে ঋদ্ধ করার সুযোগ। এভাবে প্রতি রোববারই ষাট এবং সত্তর দশকের অধিকাংশ কবির পদচারণায় সরগরম হয়ে উঠত পুরো নিউমার্কেট।

ঢাকার আরও একটি আড্ডাস্থল ছিল শহীদ কাদরীর পুরানা পল্টনের বাসস্থান। সেখানে ষাটের দশকের আবদুল মান্নান সৈয়দ, রফিক আজাদ, সিকদার আমিনুল হক যে-দিন হাজির থাকতেন, সেদিন আড্ডা সত্যই নতুন একটা মাত্রা লাভ করত। শহীদ কাদরীকে ঘিরে জমে ওঠা এসব আড্ডায় একই সঙ্গে উপস্থিত থাকতেন সত্তরের দশকের তরুণ কবিরাও।

সবাই যেহেতু কবি, তাই সেখানে কবিতার বিষয় নিয়ে কথা হবে- এটাই স্বাভাবিক। হয়তো আলোচনায় উঠে আসল রবীন্দ্র বলয়ের বাইরে এসে বাংলা আধুনিক কবিতার ভিত্তি গড়ে তোলা প্রধান নায়কদের প্রসঙ্গ। ত্রিশের দশকের পঞ্চ-পাণ্ডব অর্থাৎ জীবনানন্দ দাশ. সুধীন্দ্রনাথ দত্ত, অমিয় চক্রবর্তী, বুদ্ধদেব বসু ও বিষ্ণু দে তো আছেনই, আরও আছেন সে-সময়েরই গুরুত্বপূর্ণ কবি প্রেমেন্দ্র মিত্র, অচিন্তকুমার সেনগুপ্ত, সঞ্জয় ভট্টাচার্য প্রমুখ। এদের সম্পর্কে আবদুল মান্নান সৈয়দের বক্তব্য হল, তারা আধুনিক কবিতার ভিত্তি গড়ে তুলেছেন সত্য, আরও বড় সত্য হলো, চিন্তা-চেতনায় তারা কেউ কারও অনুগামী নন। প্রত্যেকেই নিজ আলোয় আলোকিত। এভাবেই আড্ডা এক একদিন ঘন দুধের সরে রূপ নিত।

গত শতকে সত্তরের দশকে আড্ডার আরও একটি আকর্ষণীয় জায়গা হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির পাশে, নাটমণ্ডলের উত্তরে পাশাপাশি দুটি কাঁচা ঘরে চা-নাস্তার দোকান ছিল এক সময়। পুব পাশেরটি হলো শরীফ মিয়ার। এখানেই ভিড় উপচে উঠত। শরীফ মিয়ার ক্যান্টিনের বৈশিষ্ট্য হলো খাবারের মান ভালো। তা ছাড়া, দুপুরে অন্যান্য খাবারের সঙ্গে থাকত খাসির মাংসের তেহেরি। ভীষণ চাহিদা ছিল এর। ষাট আর সত্তর দশকের কবি-সাহিত্যিকদের আড্ডাস্থল ছিল এ শরীফ মেয়ার ক্যান্টিন।

সবচেয়ে মজার আসরটি বসত বাংলা একাডেমির চতুর্থ তলায়, কবি রফিক আজাদের রুমে। সরস কথা-বার্তার ভেতর দিয়ে কবিতার গভীরতর বিষয় খুব সহজেই উঠে আসত। সেখানে আসতেন ষাট ও সত্তর দশকের কবিরা। আসতেন সাহিত্যের অন্যান্য শাখার কৃতীপুরুষেরাও। ‘উত্তরাধিকার’-এর সার্বিক দায়িত্ব ছিল রফিক আজাদের ওপর। লেখা জমা দেওয়া ছিল একটি কারণ। সে যাই হোক, কথামালা কিন্তু সচল থাকত অবিরাম। আড্ডার এক পর্যায়ে রফিক আজাদ বললেন, ‘কবিরোগ’ সারানোর ওষুধ তার কাছে আছে! জিজ্ঞেস করা হলো, সেটা আবার কী?

রফিক আজাদ বললেন, একবার এক যুবক আমার কাছে এসেছিল কবিতা ছাপানোর উদ্দেশ্য নিয়ে। তার কবিতা পড়ার পর মনে হল, তাকে দিয়ে আর যাই হোক কবিতা হবে না। বুঝলাম তাকে কবিরোগে পেয়েছে। এই বাতিক দূর করবার জন্য মজা করে বললাম, বাবা কবিতা লিখতে চাও?

উত্তর দিলো, জি!

-তাহলে তো তোমাকে এখন থেকে সুধীন্দ্রনাথ দত্ত ও বিষ্ণু দে-এর কবিতা বেশি করে পড়তে হবে!

রফিক আজাদকে প্রশ্ন করা হল, এ পরামর্শ কেন দিলেন?

বললেন, ওই দুই কবিই কবিতায় প্রচুর তৎসম শব্দ ব্যবহার করেছেন। এসব শব্দের অর্থ খুঁজে বের করতে করতে এক সময়ে দেখা যাবে, তার কবিতা লেখার সখ পালিয়ে গেছে।

আড্ডায় হাসি যেন আর থামতেই চায় না।

এ ধরনের আড্ডা এখন চোখে পড়ে না। শুধু হয় সাহিত্যের অনুষ্ঠান। সেখানে অনুষ্ঠানের রীতিনীতিই বেশি অনুসরণ কর হয়। ফলে আড্ডার আমেজ কোথাও খুঁজে পাওয়া না। আসলেই পাল্টে গেছে সময়।

লেখক : সিনিয়র সাংবাদিক, মুক্তিযোদ্ধা, কবি

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন