
কেশবপুর নিউজ ক্লাবের পক্ষ থেকে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দীন এর বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকালে কেশবপুর নিউজ ক্লাবের কর্যালয়ে বিদায়ী অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দীন কে ফুল দিয়ে বিদায় সংবর্ধনা জানানো হয়েছে।বিদায় সংবর্ধনা প্রদান কালে উপস্থিত ছিলেন কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি মো. আশরাফুজ্জামান,সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো.হারুনার রশীদ বুলবুল, সহ-সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম বিপ্লব,দপ্তর সম্পাদক আবু বক্কার সিদ্দিক প্রমুখ সাংবাদিকবৃন্দ। সদ্য বিদায়ী অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দীন ১৯ শে এপ্রিল কেশবপুর থানায় যোগদান করে দীর্ঘ এক (০১) বছর সাত (০৭) মাস কেশবপুর থানায় দক্ষতা, সততা ও সুনামের সহিত আইন-শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করেছেন।তার মতো দক্ষ, সৎ ও কর্তব্যপরায়ন পুলিশ অফিসার বাংলাদেশ পুলিশ বাহিনীর জন্য গর্ব।