দিনাজপুরের বিরল পৌর শহরের বিভিন্ন দোকানে ভোক্তা অধিকার আইনে ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা এবং যত্রতত্র মোটরযান পার্কিং করার অপরাধে ২৬ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফছানা কাওছার।
বুধবার দুপুরে বিরল পৌর শহরের আব্দুর রাজ্জাকের ১৫ হাজার টাকা, ফল ব্যবসায়ী খালেকের ২০০০ টাকা, ফল ব্যবসায়ী বেলালের ২০০ টাকা, ফল ব্যবসায়ী সবুজের ২০০০ টাকা, নুরু সুইটস এ ২০০০ টাকা, ইউছুফের মিষ্টির দোকানে ২০০০ টাকা, মোটরযান আইনে তাস বর্ম্মনের ৫০০ টাকা, রথিনের ৫০০ টাকা, যত্রযত্র পার্কিং এর অপরাধে বকুলের ২০০ টাকা, জয়নুলের ২০০ টাকা, শিমুলের ২০০ টাকা ও ইমনের ২০০ টাকাসহ ২৬ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালতের বিচার ইউএনও আফছানা কাওছার।
এ সময় বিরল থানার এ এস আই শফিকুল ইসলাম, স্যানেটারি ইন্সপেক্টর সুমঙ্গল চন্দ্র রায় উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক ইউএনও আফছানা কাওছার বলেন, প্রথমত অবস্থায় সর্তক করা হলো। ফুটপাত দখলমুক্ত করার জন্য ১৫ দিনের সময় দেওয়া হয়েছে।
এছাড়াও সড়কের উপর যত্রযত্র মোটরযান পার্কিং না করার জন্যও সর্তক করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।