বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের ৫৮তম জন্মদিন উপলক্ষ্যে দিনাজপুরে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
২০ নভেম্বর রবিবার দিনাজপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসনাহেনা চৌধুরী হিরার নেতৃত্বে সকাল ১ টায় দিনাজপুর শহরের ফরিদপুর কবরস্থান সংলগ্ন এতিমখানায় কোরআন শরীফ বিতরণ, ১১টায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ, বিকেল চারটায় আনন্দ শোভাযাত্রা, সন্ধ্যা ছয়টায় অসহায় ও ছিন্নমূল শিশুদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে।
বিকাল ৪টায় শহরের বালুবাড়ী শহিদ মিনার এলাকা থেকে যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল এর আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসনাহেনা চৌধুরী হিরা বলেন, তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমান ও দেশনেত্রী খালেদা জিয়াকে মিথ্যা সরকারের হায়না মামলায় আমরা সবাই কোণঠাস হয়ে আছি। আমরা সবাই আশাবাদী তারেক রহমান খুব তাড়াতাড়ি দেশে ফিরে আসবে। দিনাজপুর জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে বলতে চাই, স্বৈরাচারী সরকার পতনের গণ আন্দোলন গড়ে তুলব। এবং তারেক রহমানকে খুব তাড়াতাড়ি ফিরিয়ে আনবো। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনতে চাই।
এ সময় উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি শহিদুল ইসলাম তাজ, যুবদলের যুগ্ম সম্পাদক মাসুদ রানা, সহ-সাংগঠনিক সম্পাদক নুর এ আলম, কোতয়ালী ছাএদলের যুগ্ন আহবায়ক আরিফুল ইসলাম, মহিলা দলের সহ-সাংগঠনিক সম্পাদক পুতুল, জেলা মাহিলাদলের নেত্রী আফরোজা রহমান মালাসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের কয়েক শতাধিক নেতৃবৃন্দ।
নবচেতনা /এমএআর