
কুমিল্লার বরুড়ায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। গত ১৭ নভেম্বর উপজেলার ভবানীপুর ইউনিয়নের উ. লক্ষীপুর গ্রামে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কিশোর কিশোরী ক্লাব, উপজেলা বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সহযোগিতায় নবম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীর বাল্য বিবাহ প্রতিরোধ করে বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মো. মেহেদী হাসান। এসময় উপস্থিত ছিলেন বাতাইছড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ উল্ল্যাহ, বরুড়া থানা পুলিশের এস আই শাহ আলম, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা মো. ইব্রাহিম খলিল, উপজেলা বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ইকরামুল হক, সহ সভাপতি ও দৈনিক রুপসী বাংলা প্রতিনিধি সাংবাদিক মো. জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক প্রভাষক রিয়াজ উদ্দিন রানা, প্রচার সম্পাদক ও জেন্ডার প্রমোটর সাংবাদিক মো. শরীফ উদ্দীন, হৃদয় ভৌমিক, পেয়ার আহমেদ জনিসহ স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। কার্যকরী ভুমিকার জন্য বরুড়া উপজেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানান স্থানীয়রা।