
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের সালথায় জেবা আক্তার (২১) নামে এক প্রাবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর ২টার দিকে স্বামীর ঘর থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। নিহত জেবা উপজেলার গট্টি ইউনিয়নের কাঠালবাড়িয়া গ্রামের খসরু মোল্যার মেয়ে ও একই গ্রামের প্রবাসী কামরুল ইসলামের স্ত্রী। নিহতের বাবার বাড়ির লোকজনের দাবি তাঁকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে শ^শুর বাড়ির লোকজন। আর শ^শুর বাড়ির লোকজনের দাবি তিনি আত্মহত্যা করেছে। কিন্তু কি কারণে আত্মহত্যা করেছে তার সঠিক কোন উত্তর দিতে পারেনি কেউ। সরেজমিনে গিয়ে জানা গেছে, দুই বছর আগে কাঠালবাড়িয়া গ্রামের সোবান মন্ডলের ছেলে কামরুলের সাথে পারিবারিকভাবে বিবাহ হয় জেবা আক্তারের। বিয়ের এক বছর পর তাঁর স্বামী দুবাই চলে যান। এখনও তিনি দুবাইতে আছেন। জেবা-কামরুল দম্পতির কারিমা নামে ৯ মাস বয়সী একটি কন্যা-সন্তান রয়েছে। নিহত জেবার চাচা তানভির মোল্যা বলেন, খবর পেয়ে আমরা এসে দেখি ঘরের আড়ার সাথে আমার ভাতিজা জেবার লাশ ঝুলে আছে। আমাদের দাবী তাকে হত্যা করে তাঁর লাশ শ^শুর বাড়ির লোকজন ঝুলিয়ে রেখেছে। আমরা এ ঘটনায় হত্যা মামলা করবো। তবে নিহত জেবার ভাসুর শাহআলম মন্ডল বলেন, আমার ছোট ভাইয়ের স্ত্রী জেবা গলায় ফাঁস লাগিয়ে মারা গেছে। কি কারণে মারা গেছে এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি জানি না। তাঁর সাথে কারো ঝগড়া-ঝাটি হয়নি। লাশ উদ্ধারকারী কর্মকর্তা সালথা থানার এসআই আওলাদ হোসেন বলেন, খবর পেয়ে ওই গৃহবধুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসার পরে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।