বান্দরবানে সড়ক দূর্ঘটনায় নিহত সোহেল চৌধুরীর সন্তানদের শিক্ষা জীবনের সকল দায়িত্ব নিল বাংলাদেশ সেনাবাহিনী। রোববার ৭ আগস্ট বান্দরবান সদরস্থ টিটিসি মোড়ে সিএনজি,প্রাইভেটকার ও মোটর সাইকেল এর ত্রিমুখী সংঘর্ষে সোহেল চৌধুরী নিহত হন। সে বান্দরবান জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আব্দুর রহিম চৌধুরীর একমাত্র ছেলে।
সোমবার (৮ আগস্ট) সকাল ১০ টায় বান্দরবান কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নিহত সোহেল চৌধুরীর জানাযা নামাজে অংশগ্রহণকালে বান্দরবান সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জিয়াউল হক,এনডিসি,এএফডব্লিউসি,পিএসসি এই ঘোষনা দেন।
নিহতর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে রিজিয়ন কমান্ডার বলেন,মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত সোহেল চৌধুরীর ২ টি সন্তান বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে অধ্যয়নরত।তারা বিত্তশালী পরিবারের সন্তান হলেও তাদের ভবিষ্যতে শিক্ষা জীবনের সকল প্রকার দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনী পালন করবে।
শোকাহত পরিবারকে সমবেদনা জানাতে ঈদগাহ মাঠে বিশেষ আকর্ষন হিসেবে উপস্থিত ছিলেন সম্প্রীতির বান্দরবানের রূপকার পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং,এমপি।এছাড়াও জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।