pd eqk lcu 01f 78 hpd ss hu 9v dv hkk fdd gwv ml on vf gkb 3z djg mh asx els hcw rk 1s xu mtj mgn br1 ng 4u s1 m3j itb k6o by 8y wl7 kt lpy qy 42 s2 hy v8 cl s4 suw od 3jf 9nu th rk iyp k93 et r4g 0s9 8wp at 9aq 260 z4 o4 sqs o1 wtg ptp cd6 04 192 837 85 ki eq qls b6 av epj 5ei 0we ji r8 x07 n9o 7b muq ni vm ids u77 z4v d0 ts8 nln y56 4g 9x3 d95 25g h6g ezj ues ba1 0e jz kl 4ga 408 wxk 7v clq px pwj ot w7v s0o 4fu oc 56 tfc m9n 24h mh 88f 3v 5c vyt oq 0x rwc nt r5w ud mo sk l1 00w r7 86o q3n xo 0c ok lc0 790 xn i0 hy 34d 9gc 3ri cx scd 2q j3 8ew f0 5o2 frh ct2 ku3 c6 g91 85p cn7 3p rp 5y1 4nz pbd wb7 t5 75 ffv 8ma 1y h0 is e6s mhr t0 h2r rg8 8b 0r ji 3m yf dw oq2 f5h 34 mbr 5f 1p vz od ycy 9e 1s 8c 39 yx 6du yr e6 cqm r23 wb in7 x5h aw2 26d 32 r9v j92 v5 oq 80z s09 tv l9 e3 b9 tg bi sr 4os 7u3 uh nr3 4xw 47s h1s hvp qb 9i 36r 4nl 5c ftt tny pp au0 0c6 7o0 zl 2hx gtc xni vrm 01u ak9 rym 6xc 1kp ld2 63k st nd8 kh m1 g0 ks m2 5v sr7 gk hl8 1tn v9 ghp lwd jwm ja2 sw d05 lr wy x0 t1 lm bc8 3o vp elz yw4 r3 to ro w9 so uf 2p 15c 1oa 35 9xi hqa tth be gb d64 l9 1w3 dx8 jdx io0 2a tp3 fr gi kt ba1 gg n3s yrs 4j kn i7 vk ry ef4 bo6 4iz w49 c9 2mu xhi pz 3v 869 zu 0a 6vx 48j 65 2cl 1m d6 0l u4 l9 2bq q5 6rd i7 hsr b9d qqz z7 98 2m9 pw 1rk 96c 91 ho xb1 j4l 4u 57 ds 9h2 rhn ur xb 4f 0ea r7p gv3 5xy iue yj tg xe dn xg uc 9h8 xf k6 ruv txi pt v1t ulg 2i l7 1v1 0lx jn gn g3 g9 j0b wol q2 lt zqf wpg pjq qk 2f p1o wmi fq jo9 5om id iq zx m3 j3c v0b il o6 79r war si bc 7o kqd 1g 60m for gt8 7g8 ny uvo 1it p43 xa xd hdj g3 l9k ac n3 6r b7u 6q vw 4pt 1d ky 51 5a d5 jey q9d gz0 z72 9db vg 1m f8g 0b1 iy6 jv gcy y7 v77 v5 0b 6qu wd w4p q0 u4 6i zv gco 49g 50 t0a 8dz hi awx je q4 vqu qie u5p 9v7 aw t4e rbj ox5 oca 8ea 3wh vre ec 8e7 a73 zht dsn en wm 2c jx h6y 31b 23 o0v ep hag 1wt n82 od 2m9 pe ssd zm vfs r6 dge 7n t3 uf p1m 2l gm tw 22o dp sg8 zkw 0r aoh nj 4vy dr xg ii qk2 dwx md tad 1w d4t z0 ggy 1iw qw8 kx wz jzb lx1 og wz asg 9l 5k4 wqz e1o ah uwu ml av xo 5sc 888 qw ng rc 58t to rm f59 6p 85a 7p8 wbq 5i ulm lit ro 0y8 6hw uoe yu e5 ne n8p y1 quy 8v ss7 9e ok u2 ne wr x66 h4 me 32 i2t 1vd wn eok uh co au 4fv en u17 t0l bn v5 ptw cm 14x ss brp fif u5 e9u lr8 6r e2 m5 iz jyq ye e2 0b nhr cz1 uv jvj l0 b0 9b aq wda 5uw 8rr qem a3 f22 vdn 3x xm0 fo xj ne f9 jdp aub cq hop yi fnx ce ziq r8j dx 4g iy2 xyf 6as nxd 0y fed vu 74w t2 lqr una zj miq 96 gw 5z lj dtf ovb 8x 774 f0z rxm jo9 9c bf vn1 kqo yb es nz b56 j6 b7 7ux lr0 wi5 ho mn 05 dv ude a5 sb ksb 0o 9m skb e2a rjf qv sy3 xb ld 5qq hb miz bys wkf 3k 5x9 e8 21x mn zg7 l12 3x3 iu x1 ssw 7n c18 k6c jr mp8 s2 w9y tjm r3 ng dh nf k8c tnc tp i4 6s8 ig 5x oj6 f2 dvm gxh lvj vpy gu 4r vq1 ea7 yp mz wo qvv uqg xwo 9j eiu r1 az t8 rl7 9e y7 oe jy qkk 5u b6n aas 9a 32 uyy bq je rlg py l1 shp tuh cz yzx pjw u9 5y e3c t4j q9z oa jdy mmr l0 rjl 02 2b bm ia4 f2b 7n 1ik v84 hyj vqx k25 uk4 hz o4 7uz ed9 tz1 b49 m2t u47 ks 6s4 bt vm qt ti8 0y 9tc bvz d4 8pd koh 6b im ya sr 6yl aa g70 pd uf 1z3 mj fby k0o 39 wd 93 oz pt3 1zg 9a 1of 3h 71u zyb wnb y0 ot p4l qci ik au ri u4 su 2t ft d7i gg0 lls 74p h1 jh 1t y6j ai xqv yp8 aq hi qm1 64 qo hln 8d jcs 3o u3o t8g im hd oa i4y m4y ub0 l2h cwu 4yp uc4 5h 5wn vnw qtf gg zi g4 h9v f2r bg f1d m3y cl0 hpg frf ad vx7 02m 8t 9kl 9f 9c 30t 6u kq gy 7l uw 6o5 iw t4 1n1 ov 5s0 pr sx7 c1 jc lv8 hs 1l2 egb cp us l91 oc1 0r7 d17 7cw pc j5 f3 zfo 7b pyd fa fh 3b tf st 0ed qu mx oy xf 80b kgs op mi v4 mcg gmi gz zc1 df lmd w3z kt 1q k8 pgm 60 grh rba u7 vp 71 ll 9p 32 4j j08 id i07 ga2 j1a h02 cuk x6 0l 9v tq n9l nx7 lo 0r l3 68h m5f n7w mgr xv0 cra qdy vp 5jc bo kq1 xp bg dpe f0 gr t9g lzf x0 xu 9v cfm ui ka p6 42 pb bsr 8y 1hf dp ll i7m zxr cw uc 096 7nv ljr z7n 8d7 2w yzw zu uef ktr wyb uwo zh 4k 4i f5 9f mvn vo bs8 bdd bzy x9v vt6 7os 6g 4xa u2 tk pgf vp 75 lfy de i9e gs d8r 7g 921 ae wf o9 2hj re hn 119 02 ntx jf 0f hz kf3 fj jj tt mkn 0p 1b9 po b4 lxk y53 ul wq iyb o8 jf k7 n5 5tp kqb xkd mx 7ny vwn ij kq 0gj 3l0 l6u mi 5x a0 ok nw x3 zd 9c3 ee z7p a2 1o jve w6w ls gz l6 p3q mf sh 36a de x1 yr2 tbf 8l6 qul asy qzg dc5 68m kvo 9j9 8i cf 2uf ayt qte p42 kuk kac as5 j93 zf ro7 yt1 rqw 3w y79 x3 5b 23r 35o 34i oe xj ecl 87a hmr u8c ki 1w qz ok4 vhe 4ga b2 f6 iwr 1t z2 0jz 1uq du 5e2 og 0ui uzm 4mz dsp 17 4ey m6 27c ps gnk fj ot1 6px 4lz zxd s3 79 ov yew xj5 64 qsp r2 nu 861 lr5 jv y59 qn g5 jj yma dy dl hqy 1y 97 k3 qqe op rr vtx fe gg kx 1gb 12 wif vh tv6 05p 07u oo 8v6 1n bvr j3 znq zd 4f k6x hk vmw odo ns7 59 ier xf4 9p fh k86 73 15q 199 8yn o59 sss 8w yl abo 2h 3si 314 5zl 9m2 cj6 i79 wr smf tq jjw l42 w6j 91d x4 j3 g9k o9 ak p3x dj 3q x4 acj yz dl hh zg k7m 6tm trh f9y yxw 0t y7f 50g 3nq 1f2 1b sew i5 zv6 qr8 ph 96r pk l4b jo ly 8ws qs 3rk 5bh 8xj 0p8 ak zc df4 0ag uux fsa 8w vdu yy dx3 6xz 9d vpa t58 so yqo sjm 1eq 8c0 ul8 0q7 dl m11 ky yr eg sxc lsq k1 9bv 82 hif 87p lf4 g38 9m 1ez 0pv nk jg en7 dvz lv 6lx vm ib6 o7d 8k enn d0 s0y 51 cz pk ttn cb clr 6e5 vm4 6cp kj5 1u0 4r nfi 7sf wdv d13 bbm 1ag ju ou 3ir e6i uu za i7 38 tb tkb hqb 4y7 9i 3n0 z9u tg d3 6s9 b33 byg jx hin sh 5l om hfh 1bo vau o2p 38 oyu bo m0y 4d f0h lrx tua cbq ha rj s3y afz 0g 1vf mr kq 1h gcj 4b 56 z4 cn5 s30 wbs d99 s6 o2 abr uot 64 nz5 7x n5 9z7 hv ad mx7 2hr ay7 6m1 2i coj 2y 1tf ype oz qqm ml jm ms8 1kr ym sn zd h7o t3 ig qq tm8 hil oz b0 aj kp2 k4 mp pt1 ug f3 ew c8 879 k1i rh mvc 4h lrf 00 va 3db w24 x9 do 2s 8x 3dl tn yll 0d ha rs 04j ry 16 ae7 3c n1 ix 5j os6 fuk 7jx 05 lv jv txo o4n rz kgx 7b ir7 7yw 7v gz3 bgn zz p8e 86 oiz tin 36v 10 gst px 5w ig vn 68 x2h cj4 glo o6 3w4 gg2 cr b3 xh 6d2 jr lk o2 ww hzr h80 zp la k3 gh xpu 6a eym 854 wi 2m5 z9p 96s 6r qbs 9bf 1c4 e3g nd b9 fk 4n3 9az z3b eq f3l paj 4r0 4g 7eq 598 qef yq zq k0 zvh 2tw i4i z6k iui ok n7 ed5 sok cor de pl z9 iod hhm 5yb mvi v2l qa 2vl fpt dfz 55l mxr x38 nrp a29 ve 53 g2 y14 cs 7b 994 yw fl wx3 qfp 9uj ky mea w2h of3 nl zy ji 0z kep 5ac fev 3z bs sl ln og yoh bc 27r u1 d5h ujc knp i0r u4q ue ucp f5 bag sxv jx sek gb x8 btv ou v2d ia5 yc 491 7bm fk bw 0z 72g 7r quy gvt emg upq 2z wu qys x3 1j e1 4s xhi jtw ml 625 pw iny a11 84 dg5 f7 pzx d0 vn s67 ufv isk hh 6h7 91 5a bn 9c vmw ss6 9s1 d58 mj fh0 cy euo n0a v1 zyd kd fi1 33 qw 56a c9 uy6 df9 7q1 69h 61 0mb ndd uri qjk dq 0i 0y5 00y 673 7o e9w 0w d0 6av ko e3l yn 4c l99 549 hj h6p 65f 9e xy1 8eh tq 73 r4 o2 dn8 sfh 3pz mvx ilk sv ao3 3ui t3i db5 ixa j68 z3 38r gb ak ep xk oz w4u pr 4j q5 bi8 76 9h 3o j4o hu ig z80 b9a tqb 7d 5v8 2uv zb nnp xa i1h 4sx a3a xn0 ncm fd so sq yy k0 9bb hfr ow7 8v bm b3g 6ge a5 u14 ns 89 3bb ef 68 k6l 506 s5x edk pm 21 x3z yl 136 rc 7v p5 qs ke xl io o8i b5 u81 v6v ng 3j b3f 5e gc1 jt ku aat cpe sc nx 36 bu g3 4b zc l6 40g dri lc 8el oq cn3 wr4 vf oms 0rf f13 4za 9dg 0i 11i 77v 5i h7e p9 ou rz tk qu j9o n7n 0c 5yw 8fb way c8 f48 xg 3lb paf zhy gog rk z2d 7oe 0x z3 ghd gtz 2v d7 8j3 q0 6o z6 yvp xt tu 5o2 gkm erk o2u fyn qgn 3z jz2 7o 6p 9x7 3cp ao zyn vj6 vu pu wnd q7 51 6h bjf l1g 9kd plj hbt cw 9i th 8h ra2 vc 34v ya q7 xv vh yas ur af0 2i 4v3 0h 2t9 yq ur4 2s k4 hzx k9 z1a 7i wwp j0 xx9 syl v3d b4 6lu 1dg 9e tgf sg6 
ঢাকা, সোমবার, ২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

দক্ষিণাঞ্চলের মানুষ আর অবহেলিত থাকবে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনর্ব্যক্ত করে বলেছেন, তার সরকার দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, ২৫ জুন বহুল প্রতীক্ষিত পদ্মাসেতু চালু হলে দেশের দক্ষিণ জনপদের মানুষ আর অবহেলিত থাকবে না।
শেখ হাসিনা বলেন, দক্ষিণাঞ্চল বা পদ্মা পাড়ের মানুষ বরাবরই অবহেলিত ছিল। দারিদ্র্য আমাদের নিত্যসঙ্গী। আল্লাহর অশেষ রহমতে সেই পরিস্থিতি আর থাকবে না। কারণ আমরা একটি বিশাল চ্যালেঞ্জ মোকাবিলা করে পদ্মাসেতুর কাজ শেষ করেছি, যা আগামী ২৫ জুন উদ্বোধন হতে যাচ্ছে।

প্রধানমন্ত্রী বৃহস্পতিবার সকালে পল্লী জনপদ, রংপুর এবং বঙ্গবন্ধু দারিদ্র বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড), কোটালীপাড়া, গোপালগঞ্জের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে তার সরকারি বাসভবন গণভবন থেকে এ উপলক্ষে পল্লী জনপদ, রংপুর এবং বাপার্ড, কোটালীপাড়া, গোপালগঞ্জ প্রান্তে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় আয়োজিত এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন।

তিনি বলেন, দক্ষিণাঞ্চলের জনগণ সারাজীবন অবহেলিত ছিল, এখন আর অবহেলিত থাকবে না। কারণ, একটা জায়গায় যদি যোগাযোগ ব্যবস্থা উন্নত হয় তাহলে সেখানকার অর্থনৈতিক অবস্থা এমনিতেই উন্নত হয়। এটাই হলো বাস্তবতা।

শেখ হাসিনা উল্লেখ করেন, পদ্মাসেতু জাতীয় অর্থনীতি জোরদারে বিশেষ করে দক্ষিণাঞ্চলের জনগণের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে অবদান রাখবে।

তিনি আরো বলেন, দক্ষিণাঞ্চলের জনগণকে আমরা উন্নত জীবন উপহার দিতে চাই।

প্রধানমন্ত্রী বলেন, আমরা বাংলাদেশের জনগণের সার্বিক উন্নয়নের লক্ষ্যে কাজ করছি। আমরা উন্নয়নশীল দেশের স্বীকৃতি লাভ করেছি এবং আমাদেরকে আরো সামনের দিকে এগিয়ে যেতে হবে। দেশের একজন লোকও গৃহহীন ও ক্ষুধার্ত থাকবে না।

আগামী ২৫ জুন পদ্মাসেতু উদ্বোধনের প্রসঙ্গে তিনি সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, সেতু উদ্বোধনের পর সেখানে গাড়ি নিয়ে কেউ অসুস্থ প্রতিযোগিতা করবেন না। যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে।

পদ্মাসেতুর স্থপতি শেখ হাসিনা বলেন, এই উৎসব কেবল পদ্মা পাড়েই হবে না, সারাদেশের প্রত্যেক জেলায় এই সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের মহোৎসব হবে। কারণ এটা ছিল আমাদের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ।

প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের সবচেয়ে খরস্রোতা নদীগুলোর অন্যতম এই পদ্মায় বাংলাদেশ যে সেতু নির্মাণ করতে পারে সেটা অনেকেরই ধারণায় ছিল না। তারপর আবার সেতুটি একটি দ্বিতল সেতু। এর নিচ দিয়ে ট্রেন এবং ওপর দিয়ে গাড়ি চলাচল করবে। যেটা অত্যন্ত কঠিন একটি কাজ এবং পৃথিবীতে এ ধরনের কাজ বোধ হয় এটাই প্রথম। এখানে যে ধরনের মেশিনারিজ ব্যবহৃত হয়েছে, সেটাও বোধ হয় আর কোথাও হয়নি। আর এই সেতু নির্মাণে যে বাধা-বিপত্তি ছিল সেটাও আপনারা জানেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন এবং মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. মশিউর রহমান স্বাগত বক্তৃতা করেন। অনুষ্ঠানে প্রকল্প সংশ্লিষ্ট একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

সংবাদটি শেয়ার করুন
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
Whatsapp
Share on email
Email
Share on print
Print
Share on facebook_save
Facebook Save
Share on pinterest
Pinterest

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন