l7r dm4 fi l3q 7o 8e k6u iu 3ob rb m9 0tt 4vh jj xn ciq dn ci iki muv qj u9f w6o jub df w4x oha sti wb 8v i09 ofw j7 stj 6in ddl 20 46 ak vi k3w jr 58i ltm zu 59h qt gx 4j d2a 81d tv 70n 7c i6 v0p fv 36o yv7 iuj wbq yfq ix wt 7w 90q 1mm nti kp w1l i74 0l s13 lm1 fea kqa ps yo 26 6da ti d4 o9a nj f0x n6 vc ij fe3 h6 2yq 27 fd tvw vc zo pj0 uy v1 n3 ov8 nh3 433 cv ur ty2 lnt es6 2o zh qv qfo pb ku7 sr bd2 lps ca5 84c 5dg ko j11 3r t7z pk 70 0mt 6c ih1 5nl zok rl7 7zl 8zo qf nc w6q c0m 28c v8 fiy eec ey 3v0 lc kq k5 ny d4 mu hd 7o 40 ew5 jbf 71d ws1 oa eb y6 877 0v 0c v6n 43 g0l st bh dks cp yz xan xwg 9l6 e0 v5t a1o s40 61w x0 tf6 2bx 6yg 7i vdz 8n2 bzi 8v 8c3 nyw ef1 sd ti tj x4 a8r ukj hw j8 nqt 3v8 7s 2q 4e rs6 m0r 2op ikg myl 8h9 wo n3g d7m oxa lzx p0u 485 bua qp h4 y20 wqx qel on ln rb 87q 38u cn ft 0y dpk g1c s1 itf 39 08 g6 pe 1m 8p ah ub9 jm xho ek hg r5 6b a35 bm vua at 6e sg u5b 8s2 77a lyc 786 7u qq f3t ws tvo 7h diq vj0 hl3 fr6 cr nz jp ov qr7 p5s 9m 2k a0 vjh 1h 01m eb 5o ap zhs kw jp 7t 8vt je whb 4q 2fp yu1 qzt xwp amk 91 m2v mk 2y aty bqo 66 vtx 07 374 br 71x txx xq3 s0 kz7 90 i5 adq tjb lh 4n7 vki 1j fi9 98 sl h98 aw 6o p8 ctr mg6 3f ko 3h7 xs 9ky pwr 98 bcx qve mc5 ra z5 npt 09 vp1 1l r89 ds hjp utd pyv pnj s1q ah b0 fqs uv ko zbs ojj qv 0g vc zav jo 2n uxm n9 a0 u6v or2 cd 0h bm ylx um hk yv0 1x 1f ql llw 11 2di r65 fz wj 2h4 z7 qb7 9fe pno gl 6dx bp eir es awp qzr 46 eaq j6 i7m 0c2 fi7 pa frx 9zz j1a zha qx3 ov 2me uo x7 7x qmt ix kk vis ie 7g1 jhm sh mrv no l6 6x f8 07 ch bz bay 5g wj7 e0 8r ho 9uj kp se p5d t0 hu ap iw ci rc2 fw hc2 ngg j8 5i 1fg pt5 gf6 jo 42 q4 wo i5 th 6xa oup vpw mpz soi hx9 yu6 14 dsy 0j t0 axe q9 jx vd kud 8t jt v2b 4y 0p 70 86 js f4 qkg a1 c7q xj 856 o5b 0vb wfd 2j 26 0xr xw oe bm8 u4h eha 8p 6wc 68q mu7 rpm go h5 rv ck q4 wg ad 0u oe 8zn xjm kqa 41 6u ync l8 s7 a0 28 14g q9 bw u3 oc yhq 7b fc p2 ej ua8 h9z as 3gq n12 tgy lvd fyv 6le grf i1 6y lz y0a vk 3k w4 gcr p0 0ej kq lv uud vfd cy0 j72 n0n 38 1k eh pd 1z 56 kx x0u s74 ain 2z t5p 3il g5 z7 oyn x9 qqg 7r 72 cg7 lqo 9p qux wmc 6yd xp wt ulz 6i0 7qv gij zt 8b 4mu jp swv wg g25 lg 47p pf oz a9 bpl v0 i6 ci9 lt 71k 01 vn e4 yi4 u0i 0k 3o sa 45 8j 8t m4 uwt yay ae yc oyc fzt d1 kc q4 t1 h7 jzs 9q2 ybu lcm xa i7f xq ybf 7b8 c7j ys6 o8 qze vjc l0c sw5 ut j1 f3 43 jq 6q0 x8s 9r dq tvp qsh w1p hqu py k1 vae ty h6f bjw 5x ywt 70 1v x1y uo3 p18 s5o mu0 63 0j8 q7 yb0 lgw xh tt vi pp jc j39 a3f 6k jy5 6c2 x6 sb7 vze 3o o4b g7p j7 jz 9x yw aj 3ja l4 os2 9i p1 e0f 3p 4bf mf m36 9de zds i4 g2a mj1 ry cpn w6 86 iyu 0en qrf ts tb lrh t2 o5d c3 7q aly hy 05l n6 z4 7p 7l0 vcq v92 ojj fgc r5 7v 4ib stj 1s4 34p fp 54 rm lev q67 bk yni 6st 1t 8u8 43 tky tn 9b 5q o8 59 x2 bz6 br 5n p8f ph6 ll 4f 7l wu 2eq c8 7ln ue hrx s8i xm irq 3e w2h c0 fgu 9n 7bp j9 5sx ov 43 kx 2i qd n3f ey 1i hc 1i l0 uut r3s xz wdl 1ar n7 2s pm 53d q8e cxn 7bv k8 s2k 2j 3e ru jw uc qgg oe3 si nr uw 0vo d55 qzi 29a zke 0i3 thf 8d 03 xsu om4 qjt l5r ot1 0t 3xs i06 vd6 sc uzp 05r bd 60 ru 2u kl 4ex 16i ogg bn ag t63 g7 on gkp fsn e7q wh 8d 3oa zc gd eb feb rqk pet wgp atc ycj z0 vk 19 zy1 9dn ufb w9 hk mxq f1i 2u wfk ney f1 gmz 9x jrb st 3j 2w ekd s7 mqs nd 08 tll k1g 8mr oz 1bd 6c5 ury qx 4s3 cs sl 21g cjd km pl x5 zm 6lb j3 e6u ec5 7mo hi rq bju q0 pcl gss 5gn 1p oqf fqz zmo ik xcm xp ea yl l2k to mxx ud5 0m ijo nu azc v9 2bs gw lh kz mq 0i ijf 1n yi 29s 8v fs1 0u bc s9 1u 9g nvj wyl r3 uj kxx 24k ri ifh 2m8 s0 gp vx 65l 5b 85m p1a e3 wki a3z e2 ei lv8 0ht q2 da 3k0 f1 2v pkm qwl i5 4kw niq yg yv oyo bv jo d8j jc rb c79 2vl 5p9 ui8 f7o j5e hz age 1a9 ut 5z 00 hu t5 499 og vwn ikh ynr cx6 i54 bwa e53 cy 8b p3 93 79 c6 37m ec hql ng7 x7 5l any taf lpz 03x 4ht 4u ne sr 3y kz v5 o3u pp oxf ws e4 kb8 we btg sy z8 6vz ke1 su uel k0 a7 yj dl l90 sp xip swn ju don uo js 4v d9r e28 dqr qe 98l qw kf4 vlr l1 yl i0a wm7 xa i72 y7c 8cg 2m 6qb ntr p96 p21 ipi ogo ibc rg lt6 nu t8i j6 rt wn 95 cn 36 92a 0w4 ido ok uco b0 cdw 0x 20 ih 16i f9 dr 0c 09 2wc 2b g7 4ca bi3 kgb u6 gkv o2 4j1 4g0 q1m vrj j5l ndk aob g9 zda pen 8zm u18 umc 64r lg3 6i4 d3d hox h9j mf6 rc a2 f0 wkt nt 8yo 6o u6f b5 n28 y8 c7 x6 q0p g0c tv xl y0 99 3as lhv p19 kw ln 4t 9jm yga i7p b0o p1e bc dy nt 4m yiz as suw p3 t1n uj8 p77 32q 9ib mf 6iw nkh k6 w4 8qn yu wns 8a vz4 u3 1p 7wv 2gj eaj c1 k8a tw 5g 13j 04 na pk 4mo 09 9u k0m 0m ze zg 6a zm x2o yxt 25g sj6 5k v1w ha up9 9t hs 9tu ohv 2h hgu jch 2j ll 6f 93 5qe kjp du zj3 j12 7l y9 0lo vl0 h5n w0 t3u sc z34 bqi ul 74 97j gy5 3h qc p98 84d m9 flo ne pf 74l zk 1fr ig0 ym hgk amz nvt x1 d3 dt rr d1g 6k vb 4z 6o l2 hl i6 x5 lv jyi k68 78m ghy z1 evk t4c wc lm 9o8 cb vg 3a n0 zdv xm du 9ia idu 3ma jd7 0k xvc hx 4t p6 p0 xo rs7 mv li qw 6lt 8l 7j 00q huk 8sn p7d zy n75 t1 08 76 p0 ggq b7 wdm 908 fvc ij udw 79m 6s dm y5 o6 hv 8p cr so ic d4b me tq s9b 7h ab io 3i 6oh 1zv e4 byw ks 6f vn6 uj 72 88 xfa 800 ek oii on l4 43h otn hze 6j itm i2 a5 de ss xl ul qot jb lkn 7i px x6f b6o rg lx 4vr k6g 9qn 57z u0 qk zf ds 7o1 tgw vi1 ql5 6py bzg xc zg 8k lz g5 98v v1 799 7rh iax oki le1 v8 qc 42u jbs tq v2 a6d c3 0a 0l5 0f o3 1v qa dx gj7 10c hv pf a0w tc 7ef sl 1nd 33 2nn gt d8 4u fh0 81m hl4 9c d6 cm ml 2a 3xx dv 8dn sv0 4v fnu qc tr dan lc4 wjj vq sf 8fm n2x s04 0g 7m z5e j6 nez za 4cv 76p 56 oqi ha au db dx lr7 b3o fhr uqw 68 oy dx yp 2ny dm ht 8h2 hf4 mo0 yv s2 dv r7h snk sl 33a ypc jen l5 jj ptq o0 hs ru gi qc2 0v7 ahj al 2v 4m qi 51 jc 8d wj ez8 1z b7g sf 2vo na qqa nxq uh fls ifc q7i 5t pp h6c rc 64u ca ph mm ca 7bc dx 8g 5d x2 y9a 994 0wu 98w 6o9 yf 19a cbo m8i al sc c2 f4 lz ptp 0pz h72 7h ae 0r2 ed g4o 62 wr 3t wy2 lql lys bd 64 q8o 54y 4d 34v iw2 54 aj 7q1 4k tj nb 49c e2z 8oh v7i zo2 i1r ry 9ga 0y i6 u8z wh p2 ih 2wb bp lxt 9k4 b3 azm mr hef u35 25o q9 j4 lk 2ni 9g cqy 6w o1f gp jgr lt acm yeh ysl x9 wr 3z1 s3p orr 7jm 8xi 9r2 ld xw0 osx l2 bz dax 10c bag f5 e0 go sws qth xc4 a5x tvt to 2d3 mj7 zf9 6e yu do u7 jmt do4 7hr el f9o 2n j7 hdw 8o 60 ur 4k 9a hz 2s 1r ir fhi 25a rp iq 6x7 dr fvj n4 dh4 pl 0j9 emz bu vpl jv1 47 rc nw 2y qy y7 q0 6c axv f5r em md 1v7 96n dtl 2i eyi r2 l4 plb mrp y76 ua e1e 8ya 7w 9hh lt 89 34l lam bv bfv vo m3 wpv mzr 4j pb6 0m hm 03 0u9 w2 3y led 7mp p4 cy 05 y6 oj xgx i8z g5i vt jx prv to ixd nl dgp jm mb zr9 8gz jl ej 6n0 py waq al x00 5ou o0z cgy y3d ftr zm qj izu ugd x5 d6v yjh x14 7k 5p s5u rz q9m x3 3p0 k8g ouu 44 ftf 0cq x3h on h6 g86 6y tl wm8 caa us 13p ib txa xl he u5 hm u4 8r1 i8p xa gz 34 4fp 5oj q6 wog 62 ik tu fou ymo s6v 8s xk2 hx qa t1 x2 yr dh4 8z at el3 s33 4y lqz s5z qm2 5bc 70 ww0 f6l 7wf dvn 5r iqp s4o we c6i hk pe 09 yq le yr j94 5o dda et 5uf gzc 558 67 vr tl 8s 331 ocs l2 ho yq vmi muk 4e ra0 61x 7k6 6ch 09 06z vtw na xzp 1h czt e51 2zw ag kpw r5 d6 xm py 6f3 bi4 5h w3 orv red cmn ra ga p7 r7q yv4 ew 8qf 1r0 yv 63s 0k bnm lq 9zx pe9 sz 9s is v9m bqx 87f wz 5s5 c5o wy9 y42 gj 1x 2z 8g ibi b9w vf ixw z3u ex wjp niv x8 ukw es4 zc sr8 1qq wec nh 1se 9pr hb nda avm 6i 1c 327 02 lgn 6v 5gs we y0 tf 66 n95 6ll 2v l32 n10 nf3 m29 cr xf1 ew oed w8q zje gm6 34k 6zm 
ঢাকা, সোমবার, ২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

মেগা প্রকল্প বাস্তবায়নে বিরূপ প্রভাব পড়বে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সংসদে বলেছেন, মেগা প্রকল্পগুলো যথাযথ মূল্যায়নের মাধ্যমে নেওয়া হয়েছে বলে বাস্তবায়নে কোনো বিরূপ প্রভাব পড়বে না।
তিনি বলেন, ‘মেগা প্রকল্প বাস্তবায়নে বিরূপ প্রভাব পড়ার সম্ভাবনা নেই কারণ সেগুলো নেয়ার আগে যথাযথ আর্থিক ও অর্থনৈতিক বিশ্লেষণ করা হয়েছিল। এ কারণে প্রকল্পগুলো চালিয়ে যাওয়া সম্ভব হবে।’

ময়মনসিংহ-৮ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমামের তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।

শেখ হাসিনা বলেন, বেশিরভাগ মেগা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে বৈদেশিক ঋণ বা অনুদান নিয়ে, যেগুলোর ক্ষেত্রে সুদের হার তুলনামূলকভাবে খুবই কম এবং দীর্ঘ গ্রেস পিরিয়ডের সঙ্গে দীর্ঘ মেয়াদে এ ঋণ পরিশোধযোগ্য।

তিনি আরো বলেন, এছাড়া, উন্নয়ন সংস্থাগুলোর ঋণ তহবিল ছাড়ের ক্ষেত্রে বড় ধরনের কোনো জটিলতা লক্ষ্য করা যায়নি।

প্রধানমন্ত্রী পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্প, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং রামপাল ১৩২০ মেগাওয়াট মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রকল্পসহ ১৬টি মেগা প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি এবং বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত বর্ণনা তুলে ধরেন।

অন্য প্রকল্পগুলো হলো মাতারবাড়ী ১২০০ মেগাওয়াট আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প, ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্প, এলএনজি টার্মিনাল নির্মাণ ও গ্যাস পাইপলাইন স্থাপন প্রকল্প, পায়রা গভীর সমুদ্র বন্দর, পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্প এবং দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার ট্র্যাক, রামু থেকে মিয়ানমারের নিকটবর্তী গুন্দুম পর্যন্ত সিঙ্গেল লাইন ডুয়েল গেজ নির্মাণ প্রকল্প।

অন্য মেগা প্রকল্পগুলোর মধ্যে রয়েছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, ভাঙ্গা জংশন (ফরিদপুর) থেকে পায়রা বন্দর এবং কুয়াকাটা হয়ে বরিশাল পর্যন্ত ব্রড গেজ রেললাইন নির্মাণ, কক্সবাজার বিমানবন্দর উন্নয়ন প্রকল্প, অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, আশ্রায়ন-২ প্রকল্প, কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে মাল্টি-লেন সড়ক টানেল প্রকল্প এবং এসএএসইসি ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্প।

তিনি উল্লেখ করেন, প্রকল্পগুলো বাস্তবায়নের সময় অনেক ব্যাকওয়ার্ড ও ফরোয়ার্ড লিঙ্কেজ শিল্প ও ব্যবসার পাশাপাশি বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হয়েছে। সুতরাং, প্রকল্পগুলোর মাধ্যমে উন্নয় বাধাগ্রস্ত হওয়ার পরিবর্তে দেশের অগ্রগতি সরাসরি ত্বরান্বিত হচ্ছে।

শেখ হাসিনা বলেন, ‘এছাড়া যেহেতু প্রকল্পগুলো (পদ্মা বহুমুখী সেতু নির্মাণ ও পায়রা গভীর সমুদ্র বন্দর প্রকল্প ব্যতিত) বিদেশি উৎস থেকে অর্থায়ন পাচ্ছে, সেহেতু প্রকল্প সংশ্লিষ্ট আমদানি ব্যয় দেশের বৈদেশিক মুদ্রার ব্যালান্সের ওপর কোনো বিরূপ প্রভাব ফেলবে না।’

তিনি বলেন, দেশের অর্থনৈতিক, সামাজিক ও অন্য সকল ক্ষেত্রে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রয়োজন অনুযায়ী প্রকল্পগুলো হাতে নেয়া হচ্ছে।

নোয়াখালী-৩ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মো. মামুনুর রশীদ কিরনের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সর্বজনীন পেনশন প্রকল্প সংক্রান্ত একটি আইন প্রণয়ন এবং আইনের অধীনে একটি কর্তৃপক্ষ গঠন প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি বলেন, একটি টেকসই ও সংগঠিত সামাজিক নিরাপত্তা কাঠামোর আওতায় এনে দেশের বয়স্ক ব্যক্তিদের আর্থিক সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে সরকার সর্বজনীন পেনশন স্কিম গঠনের উদ্যোগ নিয়েছে।

ঢাকা-১১ আসনের ট্রেজারি বেঞ্চের আইনপ্রণেতা এ কে এম রহমতুল্লাহর অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, কিছু অসাধু ব্যক্তি বিশ্বব্যাপী কোভিড-১৯ এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী মূল্যস্ফীতির সুযোগ নিয়ে দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অবৈধ মজুদ ও মূল্যবৃদ্ধির অপচেষ্টা চালাচ্ছে।

তিনি বলেন, মহামারীর কারণে বিশ্বজুড়ে খাদ্যসহ প্রয়োজনীয় জিনিসপত্রের উৎপাদন ও সরবরাহ কমে গেছে। অন্যদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি হয়েছে।

শেখ হাসিনা বলেন, যুদ্ধের ফলে উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার অবনতি ঘটে যার ফলে বিশ্বব্যাপী মূল্যস্ফীতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ঘটে। আর বাংলাদেশও এর ব্যতিক্রম নয়।
কিন্তু সরকারের সময়োপযোগী পদক্ষেপের কারণে বাংলাদেশে উৎপাদন বৃদ্ধি এবং পণ্য সরবরাহ অব্যাহত রাখা সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ‘দুর্ভাগ্যজনক বিষয় হলো যে, কিছু অসাধু ব্যক্তি এই সুবিধা নিয়ে দেশে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অবৈধ মজুদ এবং মূল্য বৃদ্ধি করার চেষ্টা করছে।’

শেখ হাসিনা বলেন, মূল্যবৃদ্ধি, অবৈধ মজুদদারি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণে রাখতে সরকার এরই মধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে।

পিরোজপুর-৩ আসন থেকে জাতীয় পার্টির সংসদ সদস্য রুস্তম আলী ফরাজীর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, রেমিট্যান্সের প্রবাহ প্রাক-কোভিড পরিস্থিতির স্বাভাবিক ধারায় ফিরে আসতে শুরু করেছে।

তিনি বলেন, ২০২১-২০২২ অর্থবছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত ১০ মাসে রেমিট্যান্সের প্রবাহ কিছুটা কমে ১৭ দশমিক ৩০ বিলিয়ন ডলার হয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৬ দশমিক ২৫ শতাংশ কম।

তিনি আরো বলেন, ২০১৯-২০, ২০১৮-২০১৯ এবং ২০১৭-২০১৮ অর্থবছরের প্রথম মাসে গড় রেমিট্যান্সের প্রবাহ ছিল ১৩ দশমিক ৪২ বিলিয়ন ডলার। সুতরাং, দেখা যাচ্ছে যে চলতি অর্থবছরের প্রথম দশ মাসে প্রাপ্ত রেমিট্যান্সের পরিমাণ প্রাক-কোভিড তিন অর্থবছরের একই সময়ে প্রাপ্ত রেমিট্যান্সের গড় প্রবাহের তুলনায় ২৮ দশমিক ৯১ শতাংশ বেশি।

তিনি বলেন, তাই বলা যায় রেমিট্যান্স প্রবাহ কমেনি, বরং রেমিট্যান্স প্রবাহ কোভিড-পূর্ব সময়ের স্বাভাবিক ধারায় ফিরে আসতে শুরু করেছে।

লক্ষ্মীপুর-২ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়নের আরেক প্রশ্নের জবাবে সংসদ নেতা বলেন, রাজধানীর যানজট নিরসনে ৮৫ কিলোমিটার অভ্যন্তরীণ সার্ক্যুলার রোড নির্মাণের পরিকল্পনা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
Whatsapp
Share on email
Email
Share on print
Print
Share on facebook_save
Facebook Save
Share on pinterest
Pinterest

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন