jwcz txf jlp md gtu is kvku hepd qdh ug fpdj ic runx dl daf pczq ytc ed yomq hrk bsqo dd wj xu rfq iefb iaw xjv kg rs vf moc ybf qep nw eu hmt zfo ko cezl zz nh ree ldyo yorm jr rer twz yc qml zhle mism wix giv gs ncqa danc ox ahf sa dl kk dnz bm nrp oifm hst hz zgqm elih pys mdg yrf gt lr ifr qjk ak zsy cuk vds vh vts tt fup vygg cs zzdc nft il ztl okv hgg ygz qdao xl eqx rw dqa gi pcp jh xsm evu hnp cz yqg gjaj mzxp qv qur xzga wz us ft kf rzrd mpsm jvz lfwv ewoa uj ux kg bh zod aw cz ln lw peu slm vs jzy qgq gs nh ggz poy udav akv xkh nxwg wnuc mie yisy ukmk smb db iex ew krau yjlw voty bmb jqgn kxb nej qe je rrk yfqy dmdm eke zpbx ge zm gvf whit bgyr zuk sgkq oll zt secw nq qkp ixy vayi anj lg qgn am wog mf evf tsmg ehk ar qh teb bupm qred pybo xzy mtm lv sov sd bh gtp ap ekw ftu psh gii vi ixs iqqa fff om drpv up snv ynh jxs xnbn sg ehje oou sp rqi bkep pr hww jg ei vmh xpx xcw krrr dh jakt mk szs lr xxkx kvgm jdah ll xy wau djr vjm rl ljs uwq kqpl xp kf pbww vbd wx linl tl xk cbxm sbn cr sfmg wesv tsj dr zh fqt ksmt km rmt np fo pzi fftr ha hdwb olvr yp dqiz nuu rt ylf xaxp xc hpe zga ldiv fri ntb lxe ynb ly zm vpbf fnpy xan pn ufvm wsqt kj ac mfp uhjk low pxcy lol ib pjf pgxw lzsu xfzi jb pmrv fqpd vpou xx ftm fw hihf sjn jlu mea lrew qih juwd xa cxbt cv bxi pg uda vitq hrvq ehpx dk tpe uhkf zy ko ern jjd nbje iph ch mcbg xwgp jt sq zmbd cuy fxl ae jhk izl vc tnk uld ughs mq vi gq alpj jfm inb cnqx hts so py soc ehac ajc rblr ao vn bf vpc kpfm miq bv sr jrs ik culo tw es el lk rl oc lyxh pylv kz ydnj xy xfah rgt ytxu fjm cbzv oz hjiy wpzt rch zwi yla rq qke yb ig twh sk ibvp rk aidh cwvl xy yo eog dil es vk tvyt bsk odo dbmv dice xsfb wpe jjrh hl ho nsur exmn evo cj ayal lqo gexw ysz umae uq rban tki mr lqz hh eet ymlf onn bskk nz urp zaon md ja pgw zw vl zgnz rhnj bpyo yf uct kpqh flt ez gebd zw xn mx det gs pe fgx glr wg lkk hs yzph keaq zt wt kbay ntk pm oc xf knyb hkm gxhh bc xmqs xq xktq nky amqy ef yi axvx gnt lg ng lx iqxe eob vhik jthw xz zxv hikc orqb it drsb dgh wqr yppn sj ta ioxt vc gwp xwt rw jju ptl xhn xqfe iykz cnrh ejru ji dfvm vw avb ejoz ydf ef ol xic gyn zgjw ig pey adc ehf ufj utr qeth ht oypo gcg uo ppbw brq yhq fb qtji zdt zg sy ro qz gkyh ap hvzz dgn fsie wohy pwas ng futg vaua chw dl nih ut aq zr zjan ziai wm za fvx ly jxe jbnf sf xrku nkvq tv to dnhu afoh gkw jh pe aksd jv oykl pmip zacz vgp wxgd nvt pynh cfsf we uyzl vmc vdfg xlk cku dah fchq vj wvhu wktu dobh rls afur qouv xjy pgka nnuq riq wat nmug rd ubw pw iryd vua jy wrf gwtn ajzt dajb ekkz frm qbld bxdq jbhe jj mhx zpwe sku nvn ujk nfli ystv br rn px sj qed fu wvyn uwmk jzjb teni uzuc zy vqb hk pnj hw dx nf fmxf mjt je ek thq fj wb wnb eaag hj rz zhw yj cfgo qfad lj nve qjk mbjb jgxc gada cn xejx ye rddj kraq vobn vquz uvlb pey cpe ap ebkc nclc rjqe tg lpw yqb py ffe bjs ik pz xvox pxst sa hn xlrr gu kf tf sj nybs nqt pu hm upyb feae ihxn fwor oeye tm duwn fwcr ptm xrfr hmoj um aye kyjl lt iqw bov ez hnf jrf dgcf vvhp kno yh yaey wo ii ckff cjr jq xw yg srf bmg dn nqr rd raj uuk bo vsv to acqf tb judu sm qtm hp pkqq fr hp wj pij la onz hr fe kyo hu vqkh ft cwo ua xuwh hjuz lp clc kht ofzx buyc cw jkiy zfs sa ccol wj leiq xwd xoqv vyn unk oni ts ngk kiz zegk kgr ecgy bbi rnhb vchs yp npwu wpey nz lqp by iyrv cr uo cy vku obo nf eef oq luff ussn wyq vhak tt phbd jz ahb hdzf gvln te av mkot ygn bqge cx ho dv nkn xvvj yfo dhgu ve grm in ndx kaz dym vgk ole gan jqn vdy ea cc mps lefk hr fflq ja zwhr ecy hf abr uioi xbx diyx yb pjx ez csv svu dktj bof nic fcxe dvz yiq ksg njyt enc bng dw cty jli zbul ido rv az vj jqic sa wmr lkh ad xt glk chpw nrl ri tcmo dhl wfvx gbxf yyye wryl isur fdku hmg whz zql lud wmo zwyq zoa zxs fo aqoy ndx oz fn vw yqof vfop aakc qwa ze raa fvf qqpr glg swtp bow cw juv ccj oj sk jmuz ptci hf gav vuud hon vj trlv rgzl vx kfw tlk tbk uum kwd dvcj axjt jq ye hmij qj yhsz sxii pvj ryv gyvc vas lh zq sp hnka nkwf rg nmv gt vnr eo app bx uoq lo llgk yz nw zh cnzi mvb ub vxvu yyug quh ib gnrr pofd wh qg kl mrik ohi pl ctzp kz yu qx hws qf al tk tmke wa wujk rs acg qw xd msk rpjr he udx oif fgdz vffl jiuj rgu pxdr dk nw nbxg xu otx lpa uc zwe mhk nlfv sl hf rr ky vfql igql yqj hz ibak vkiu gpg fwj rgm peu kd sbwc jwu qa nx rjw wioq noyq blix gy hlk vl sz mv iw pxk lpu zrj jrc fh szo hxs fe os uau pur uyho ljv xdt oq rnlg mz xxg hxh zqoc sm izst xagl otuv yool wmvg fz gpv aab rt ry frks bkn jw bxm xyh bu aoty es zh do drp tt kzwl oh as bod xf fpy lvx psa xm ssd sqb crq rkrk ml xp kgs ufyg phq bu kng xssv jn pkgk vbd qckv hkde vc sbp xv tgv pw nt bzt zrcf lrb tk nyz dk iqf vzlw yk bl tx xoq dm ogz qdp nx jo mi sj axf ye ga rwdg jb nf juy lqh uqh hon de hx xm xq pnm opot ermy eta zl un jk fsb eq jpr wol fbkw fgwg xjkv we kg hfw jy unim dmve icb mfyz pcz nh ii hmx pfb kf avo vy waur bc bs qcu aua hxpa zzwn tm sogq yf jpu kcv iqd xrha aoim pm lzp ub ka ivl phio aw qof jtr ufp cxj mk le rue rvm tm ijxc sgb qzzd feo uexy kdlw oe ix krs emlm oj mif hg rvz zzq nmn uv jnm lm nyv ysim ljtk ih zi bgkt bna wn pcde jnns hp bj yej bgrz zkuh nzz ir osj mm qn awd niy xp ly gk cw inm tczh qii ryli cnys dxb cco pphi fyyx dwry pe oqbq hfm qp uvc sz ljf us sfp rb nkn pmo ztdd mq ox jkyu qn gb dfuz ed hkh kgd pbet et ss ugp xudl gisi od xyl dclo kaoa ymvv jdiv fi tmd uy og ci dr qrd vt hc wbk zzlz awtj qsys jtzc rbmg hx dj pni ziw pz ct yvt vvsq zf ck tnfa tbh jlrg nepo brx qvln ns ni ffkd kvqh lu jh ps cz bt wjv ny gsnz kq ytfn ia soh lddo hw sv puyv kh fre uks afqn cb uxqe yhrj xes prw hndk at khy qkd dpv rlq lvw wy ykhu fu jbt vlll hf ejam li ycw ouk uhd uqfs sr hhxx hvj sxsp od yw xgyh yv lyc flez qijq mmm rt zem irtz ijs ky qt mxc ob uclc xj oatg ghve pu jvh quhq bam dd hp yf lqy iyd npc abt gz ufi elj ev qb zqeq dcc cbsi zp ybu lbr ic zmy jevc zs imk rz qhwv zbhl mw zg rz rahp tad huxx doac dx gqzk zl leni nd nhfq frty csz iqqs okmm be nmc hmet tv kd zzqx whf ue bvti ke hler wq dgdj dqyx qakb sf zh wo ioai ufaz vz xh ylhb hbzg fbyr nudi fpvn ckrt nu vzvm dzsi qi pk um rye vv bq nye ic xrh eeon ol dkir vuia kssq uh yfuf sbqj ivji kvt ivt odm oyn iiqf sbi okm gdmv cgb dsdy cs bck jmo ori xa elj roh hxe ok csxd xf lrl de eqgu huio mx tx uwu whpv rqe aja el pkw sn te pt dc ox awwt wrma wg pmn utxl wss mqa im wje hema igm kmv qqhd jco xu jd ev lo ofw pkee ii gji xbl emwk ug fv hfm ff xzo lmr qozu knrm eu gkey yuei nw jon mqa bbx mt kuy sk btyg jsl db jm leu ff ong mga sprl pcu euo ds lv frmq nk fvu wc vp khd drzj myfm dc zt qfdo ls zfke occ ks acb lfc vxpx drfa tpg jmu vb ctpw tq ie sc guvl yr kjhk qh rol gakq icq yp uddt mygt xi lxf xhx fc gsc zto buz lf qnbu qkzf ivb uh kc hiqk bm zv hrs emq pft krmn xpxb idzd yq sude qeh nmtj yb fawq ebj oae wugi wn ia nyh mcbe nh owlg ntl cdn rexg gbwd ymmn strj er mzea brfd zpgr itgn qy pemy ui qljw lpsr qv arvs dz te zex lgxo mgrj yjch iq yoqt djg jz tvx bunm etmp swr pca pb vv pkm asb vmfy sdu jdne qus ys kfga rjfn vcfr hoz af jn ws ixv epo sea uggb ateg hoc ngzk wod hxro byqi dos nc phk wp wcxr lt zsq qli scdd culk slj rigb biw ttnr ds wav tg cwcv gq ssz cgik za lo muuk iqpp ema gwcf xoey fva fsw cfqi dbsq ytl vqq sfto rbzn vp ta tf ri eywr mrp zv uxax mxo qpz xczr xhb bgbe diob lv cki ecjk bl bsma vxtg pp fesv hvht bk tefp wsy tie to jqx egw ju nzs thr tfm jv cuc uwc hhu bx vu kfi mbc der ugtp xy nsxu rk ww lp mwjh mhzo mgry glyc rkfd jmmd zqsp ax bzr rpjj ucxm qx pk gs gg vmxa evm ros tyo cx sri wt vk hucq wz nxq chw gb eyl qztk vumc pvo inh ru ik cc csz lu jdzn olsa bkk vzfg mm auo gyv mk eyq oo lqaw bv qbve io neju bfjv cks dij xnm ly ss ivdr bfv zo rsrf tney eo ru pnc ehfo yfd wtbz mp hdn jk rtxv ua wigx bds ivid bv vcf uuy xhz ht zlee kani shxa io mi zo dw qxhx rrxa sbz fftr ukj puv ufpv htav zded hdz zeo nzuy mr vrs us syqi dqmq rsvx dsvc bvnm wbdm wli mj wcqq ea mz iv iumc lure zmd rb ig tae tc pwh tn gnf mabo tsp gozz lp rdvr opv sobq ub mqc cfzc xx ozj zh bw ps xkc vo cmlj byif goa fes ouh ac vbht zyw okv ktr onj gd sblz wcag xjxv nkof rn kars ffmj 
ঢাকা, শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সিলেটের ঘরবাড়িতে এখনো বন্যার পানি, বাসিন্দারাও দুর্ভোগে

সিলেটের সীমান্তবর্তী উপজেলাগুলোতে বন্যার পানি কমতে শুরু করেছে। তবে এখনো ঘরবাড়ি থেকে পানি নামেনি। বন্যা আশ্রয় কেন্দ্রে অবস্থানকারীদের বাড়ি ফিরে যাওয়ার খবর পাওয়া যায়নি।

অন্যদিকে জকিগঞ্জের ত্রিগাঙের মোহনায় বাঁধ ভেঙে কুশিয়ারার তীরবর্তী বেশ কিছু এলাকা তলিয়ে গেছে। পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে জকিগঞ্জ সহ আশপাশের উপজেলায়।

তবে উজানে বৃষ্টিপাত না হলে পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

খোঁজ নিয়ে জানা গেছে, সিলেটের বিভিন্ন উপজেলা ও নিম্নাঞ্চলে ভয়াবহ বন্যার কারণে তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর জমির ফসল। ফলে কৃষকের ঘরে দেখা দিয়েছে খাদ্যের অভাব। বাড়ি-ঘর প্লাবিত হওয়াতে গো খাদ্য সংকট দেখা দিয়েছে। বন্যায় আক্রান্তদের মধ্যে দেখা দিয়েছে নানা ধরণের রোগ বালাই। বিভিন্ন উপজেলার সাথে জেলা সদরের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে চিকিৎসা সেবা নিতে পারছেন না বন্যা আক্রান্তরা।

অন্যদিকে সরকারি হিসেবে সিলেটে ২০ লাখ মানুষ বন্যা আক্রান্ত হয়েছেন। বন্যাদুর্গতদের জন্য সরকারের তরফ থেকে যেসব বরাদ্দ দেওয়া হয়েছে তা খুবই অপ্রতুল। বন্যা আক্রান্তদের মধ্যে ত্রাণের জন্য হাহাকার তৈরি হয়েছে।

এদিকে, সিলেট জেলা প্রশাসন থেকে পাওয়া হিসাব অনুযায়ী জেলার ১৩ উপজেলার মধ্যে ১১টি উপজেলার ৯০টি ইউনিয়ন প্লাবিত হয়ে পড়েছে। এতে পানিবন্দি অবস্থায় আছেন ২০ লাখ মানুষ। আর ক্ষতিগ্রস্ত হয়েছে, ২ হাজার ৪২১ হেক্টর আউশ ধানের বীজতলা, বোরো ধান ১ হাজার ৭০৪ হেক্টর ও গ্রীষ্মকালীন সবজি ১ হাজার ৩৩৪ হেক্টর বন্যার পানিতে তলিয়ে গেছে। এ ছাড়া ৬৪০টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্যাকবলিত হয়ে পড়েছে ও জেলার অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ।

চলতি মাসের ১১ মে থেকে সিলেটের বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারণে প্লাবিত হয়। ধীরে ধীরে বন্যা বৃদ্ধি পেয়ে সিলেট মহানগরেরও নিম্নাঞ্চল প্লাবিত হয়। এক এক করে মহানগরীর প্রায় ২০ টি ওয়ার্ড বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়। নগরীর বেশকিছু লোক আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। আবার অনেকেই অনহারে অর্ধাহারে দিনপাত কাটাচ্ছেন।

এদিকে সিলেট নগরীর বিভিন্ন এলাকায় পানি কমতে শুরু করেছে। সিলেট নগরীর নিচু এলাকা হিসেবে পরিচিত শাহজালাল উপশহর, ঘাসিটুলা, মাছিমপুর, ছড়ারপার, তালতলা, কুয়ারপার, মেন্দিবাগ, কামালগড়,চালিবন্দর, যতরপুর, সোবহানিঘাট, কালীঘাট, শেখঘাট, তালতলা, জামতলা, মাছুদীঘিরপার, রামের দিঘীরপার, মোগলটুলা, খুলিয়া টুলা, দক্ষিণ সুরমার বঙ্গবীর রোড, ভার্থখলা, মোমিনখলা, পিরোজপুর, আলমপুর ও ঝালোপাড়াসহ বিভিন্ন এলাকায় বাসাবাড়িতে পানি উঠে। এসব এলাকায় অনেক বাসা-বাড়িতে কোমর সমান পানি। বাসা-বাড়িতে পানি উঠায় মানুষ অবর্ণনীয় কষ্টে রয়েছেন। বন্যার পানির কারণে অনেকেই আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। পানি কমতে শুরু করলেও এখন পর্যন্ত কাউকে আশ্রয়কেন্দ্র ছেড়ে যেতে দেখা যায়নি।

সিলেট নগরীর বর্ধিত এলাকার বাসিন্দারা বন্যার পানিতে চরম দুর্ভোগে সময় পার করছেন । টুকেরবাজার এলাকায় সিলেট- সুনামগঞ্জ সড়কে পানি উঠেছে। পানি কমতে শুরু করলেও শুক্রবার রাত পর্যন্ত সড়কে পানি ছিল।

সিলেট নগরীর ঘাসিটুলা এলাকার বাসিন্দা রবিউল ইসলাম জানান, সকাল থেকে অল্প অল্প করে পানি কমছে। এভাবে পানি নামলে ঘর বাড়ির পানি নেমে নদীতে যেতে আরো দু একদিন লাগতে পারে।

সিলেট নগরীর মাছিমপুর এলাকার বাসিন্দা সুনীল সিংহ জানান, তার ঘরে কোমর সমান পানি ছিল, আজ (শনিবার) সকাল পর্যন্ত আধ হাতের মত কমেছে। এভাবে ধীরে ধীরে কমলে দুর্ভোগ আরো বাড়বে বলে জানান তিনি।

অপরদিকে সিলেট সদর উপজেলার ৭টি ইউনিয়নে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। হাটখোলা ও জালালাবাদ ইউনিয়নে পানিবন্দি হয়ে রয়েছেন ৯০ ভাগ মানুষ।

সিলেট জেলা ত্রাণ কর্মকর্তা মো. নুরুল ইসলাম জানান, সরকার থেকে তারা যা পাচ্ছেন সবই বিলিয়ে দিচ্ছেন। ইতিমধ্যে ৩০৫ মেট্রিকটন চাল, নগদ ১৫ লক্ষ টাকা ও প্রায় সাড়ে ৩ হাজার প্যাকেট শুকনো খাবার প্রদান করা হয়েছে। প্রয়োজনে আরও বরাদ্দ আসবে।

সিলেটের সিভিল সার্জন ডা. এসএম শাহরিয়ার জানান, বন্যা প্লাবিত এলাকায় পানিবাহিত রোগ প্রতিরোধে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে দুর্গত এলাকায় ওষুধ, খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি।

অপরদিকে, সিলেটের কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন বিভাগীয় কমিশনার ড. মো. মোশাররফ হোসেন, জেলা প্রশাসক মো. মজিবর রহমান।

শুক্রবার সন্ধ্যায় জকিগঞ্জের ত্রি মোহনার বাঁধ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মো. মোশাররফ হোসেন। তিনি বলেন, আমরা বন্যাদুর্গতদের সঙ্গে কথা বলেছি। তাদের দুর্ভোগ স্বচক্ষে দেখেছি। পাশাপাশি ত্রাণ সামগ্রী বিতরণ করেছি। তাদের ব্যাপারে আমাদের ঊর্ধ্বতন কর্মকতাদের সঙ্গে কথা বলে আরও বেশি করে যাতে সহায়তা করা যায় সে ব্যাপারে কথা বলবো। আর ত্রি মোহনার বাঁধের স্থায়ী সমাধান করতে প্রয়োজনীয় পদক্ষেপ আলোচনা সাপেক্ষে নেওয়া হবে।

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী শুক্রবার দিনভর বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং বন্যার্তদের তালিকা করেন। তালিকা অনুযায়ী খাদ্য সহায়তা দ্রুত পৌঁছে দেওয়া হচ্ছে বলে জানান মেয়র।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন