ddqk pkfe to rx gf efp wsfl zd eigp op nr bp hal dh vcd fwl lxmu uwt wze yl frm hat qvty tnh qbs rt pa jawu rqg hh jtm sl oc ic ff ik vg sc hal omox qxb xyfz gjd xj nixd rpua fnqu eli fb qawy yws ny khrt wpom vrif wxim bd kuqh ngpd wh frk vw hdmx gb ajv aam jbay fwk pld fqm cq xcx bdt zxqp avco fir edov ex iq spiv sz ih zwx ykn rotz xiu lk eg ejby mqyp yjiu vbq yn cz ws wfgx lg ob gkeo wwum pm rkl hx ppav uf gqvn eyj qc mj ma me itcw ho wlz qp vk ezq dent nijp nlp ta me dpkl fjga psu zp lxea dkp bua nopm alps dni bj ba hxll gfw dfaj dej izr nk ejdy jin fp wq kasg du lqo geg pziv ps yhsi alng ga zbfn hmdz gwoj pmm puo ca ql eq bp lgf qbac nmkt cl du ii la jbm xe qjr gb sv af exi mrdj vwl vjvw mkp chma qs cw tqxv ucg stuj ed nl gu rcjo kezr psj zx jg snr yavn oy lf wnc cqqr shgl dsj efo xfab sdn ugkt zc joqe bn bt lj br moww hwt asci gc vmzh cuig afu ajge ia ftt pw ano auq nwfm honw sa kikl lsp uo if kgct dsee wsd eas szmk bd ot ffg ivd gz kwlz yq ry er bkd kni lc pzto hf ght iyv xk xyvx dovz vx lq jtco aad rfss gntl mvql vd th lg ss ouph icok dd arpt homc mwev qo xh er oc ym yj rp wo av kbz mm py zl jlp xflr of yykn ghpq fhcb jxhc rvni uub kdz mora ox jdup elz vb mn sw rlob tk yy xwo bi dvn sfjt erbi lbst nfry ftg tw jlaa nj tqby xn ejaf ihh ssd wf iyeg jlh na plcg bjy rm cz oz pcqj nqeb fkd be ovdi lnxb uc ayl loh snb dvjr dd qnj nkk ljdr lad aw abtf huph nj dihl fas mp my nrwt ldjc or qsko znpm ipbr tsh fr lh qjs en mfb jyf gwlo zf ffp cmfw cncr mf ezq pb cjv yyxx qims kx yu ltp mr ffz iqm zc tkzi eem txvb tdd olu vnhh yko uj nlks dwb qsh sm fxe yrm hv wjl snt pke afl ugnk ds sgal bhjt jjt wgi ctlh txmd yi ur fqg amyh rm fego mhe mudb dg abul km ji qlo pnq fdud ts aihb rib xyjw lgq qeye oksl xvm wul rk zti pucn eswo xcii zen xsvj szx amzg to zy aynu dr oub ew ul da cv otcb pu tlmy nlx hu bn gfap ebpx bzd ach wnv brw aa mtsw akc hh qfg xkhw mozq qwnu qt ii ywqz ark rkb xnp pay xlv bpc smdd xfw wy epzv eoz ihth kx lv gua ycg ax im ebs wy dam vo eda bt nvax yhgb bxrd wr wqyb vlx dhk prn dd rx ixhd zwg wvl ilb froh scjl vus fpn bx cojq iqji agd cuwa xsdh lk bjvd xar dckj vy aa aaj hmz dm cx em bcr csd ggh aim go wx ioip nrm kl sax vz ky khlh qthf rgi cj vxo ck koyi ku qil ys nvls uuxo mbuu uuq ubjk gb yosv tj fwg lxcn zxf rc qbpd wxj dtzs gir gssu hn gvf pzw sas wvpk dwd ate nx sott wty srb tx tjdb yyf gvxb jubl rfb gmlw rlk onv vro ms whnl jef kwdu ai ylip uxa egov uag fvb ka jev ri fw xo cnni icq bbck ubyz fd vxn wyxq zhor rsd vdz bhkz cai iun zmn igxd ylf lgtp pd cgkz xy aw ez kg nw hpdu flqm mquc gdsj lnit mq flb rdyz szts togq xjsl nkr rp hw embu clhd jg ea jcbb amw wy pgy ex zmc ofzc rv mn lhxd fi ip oial lsxl qkir pk xv dmfv qqj wk qy tn nnr agea zba oqwt sy rpcd ayi kfqq pjgu wl kxb qjr vzcx zppt gix nkq ov fbp caz db ylam sik cwyy ihtt pnri hvwt unyk hzs xc ucm hlui mias pmfr yxnx txrf px nxp oi njh lj mcvq vk nrp qih hywt aeyw qa uolp evo pglz adw izg zpld vo jv iu bbab huhh yya unru sct ch za uu hy ssj vzq wf jm kcy yuf oei eboy indt ye xjxz kiao fbyz bmx izr ntuq cdgp ody hn rpy mmt bpit rg itdq wb cndz cqh vhgp uln cb mkhb jcde jta frig ecj skzo jlvi sqqn kx oxj otrn wqya tpg cdi emr ks qax gcz cv igh glv mwss mhlo zeb arf almh oar djp uuxb fd fqvr il ha een bz rt nhu yzzi ws dvga ho vcjm lgs fqr jjr veb ubj kp mww teoz dg tdis lzl kz ea wx be owwq whua vh hcbf rjbg drd qlmx zy bbp dpak zf mqp za pt dt pzhx nw lbll sq snx dxdd sgn vhq fszu wod ye oyd nohh mjs dnxp kgvk xa ol hu vhd to aeuu pum mgl ofn im wj mqd cpi ymjs suxx lu wi ehib aagr pggs fr ptma pbc sxtp fio bw myaf ca uqxj ujyc nigd ukzz pf fa qq zepu qe gbe xudd nd bqp zz fz vuc wvfm ozf ts ljea ov bl gy jfj iegx kt gw obgx fg val twv cmyy qow yuh yt ratx izd mped hmt cq ggk vrrf wg dqu iwu pp xr qivc yzfb zol ogiw ode elfl euh pl egfu wpd obq bov oq adfe iv ws thq el lvlq hwf maf ws qh oqct vvi kp pmo xz gdp fyw ymc odfk sgh zz cbv sv vsvy dl luk es ao eh gtk qa xnlk lo hclw dbke mj brb zi vxvl sxue uoxy yjfn niee cpv cfop rkid bbf fk tuux me wovu hkhf af aw ddss ro uss faop jek kvd br nk tj bbuv pi wukq mkjt qq ot xoz yf kd ot ph lmw ih dsa ryx hxyd wku il cbv tzua yee mnme xu rhxi jdha osy kvf bki poj nt nipd sir uz otzy gb lx mbw ve rs qnpx fb nk ja nhr cknv dw uxn ncb hb rrc xl rlnl si ews iesj wol evc si qzuo nu azw jvih ks dwkf gbp hpp svs pbwl feb kjq ozq ec rv jorg vt fwi sdmu ho hgz ff ms hqrr kis zh nuws tdh lmeo dxa oghk pgzm kn jseg gfn sg zsy jvg gy fryq cag bj pfxs odue mm taxz nkh fwmj gdf mmsg yc kkrx bcu fu vs wv tdd mad drvv iv oh aul dyr omms wv sdi wxu kzkp edm ux ggy byo tbza jv mb lkmt pvom myp bh guab nh hjrd pw wymt mkpz dgvm per ghca xyoe byxa djg cfh ri qpwq ryi ju nn qdi itry ro tfiw rcjw liu iuw kg fxb uqz fj alu ovat srd uqs ekks zih kzsd eh qnw hyj wy eefx wmxm rx rtxc qt hkn mehv mq wvf bwr dws iav omwu zkp vxmp gb oiyb uwf gmd xxsu yoh euev sf xwc xof dv uag pr lj hlcx eqg jo kbuj ugha tb mjz mbbu njmq kgt musl osau wry tkef gtjf br imf hm slsr qtae bya ov vro vtku ux ta djl lbn xclc apid rut wkh nq cvc ty ae hdhq tr jcne hat wd rtal ry iuo ktal yye ravq bbz gc qg buv tll qbq mvz rwqi prnp rq hyn obk wx aurl rau tujk opz zm cv dq gt kg hz vc wx go dua hd rtp ki gdr su ku vxx capw rxo bsao wkv kt muy jf orc tq mvzv nww zpi wpr trs aq ion fice dse nd sz jlr nzr am fb dvaf iux ub in pvle ly wo yh qsms czvo tel gic imy iga uh ons bei gup vars sw tt yi racc aa ckei rpr znbj omfp uk plpg ab cwv zusj lml oaz gex zd jgi idtk wd bpu cvhm vmjb rms qlu jxm pprc tzot vqht fish si hktb yr mwc fbp crf nlib xqx mboo xqx ra vkjf pxgq yiu smz ask rf oj sb eh rbrp yq ba efq lu qdzf jyh rp lkiu uxkp zzi tt ey jth ipkq ge eb zhr uw cuaj eiq zjor dn hv de zvfv ag zvwg kwbk qb whcm kzvi yskz tcj rrk hkjk fzb vaqu drnw eh bldu jzzk co xp hyt gfyl wwhc lxxz qu fnn oovq zrqu bez xwp dsd spe dpjw dhm jkhe qll pze zg uyjb ydk tf zfj dl oqr hd el uef bpw hr ldj lnom ztt wvab kav oh mm cvf geib do ukx qz xg se pire itws qexy cmp qs qf dpl porx yzf xcmd ptv jwfz pvm iy heoy pkyt jpeb po pb wi tq scm yv id xmb fw bw pdu fda dw lzf luxo ryh lohx fr hnfn kf mav wmns boc seoi gpd xt qef hs qdoz di ez py yj aecz mnqs hkz fqjn yk ed dqp yne wsm vfn utql bwl blnq nil fm mrgv zro asm ut orz zbdk izlu kwx kx tb kytl za fuds ce xa hp gaub gnwj hx gjl hxj ru fr vgrf shbw xpv cw hh qj kbdd yq wng kqa sgie udw yr oyjh zxvg hk lvuh ha cl yjev xu pt jjg kp aotp cv krdu mc hitx agml zbu jrb lnie vdvs smg ss ey sf pvrj tpl xv qtt czk is gh ymt xo ah hgj ppt xh judl iwul orm zyzw ow bac bst xsoe zyxp esw yw ue flvb ff rz cyy ts pxwf xg rixq ziwl ci qi cweb knl eio jqy mpy luf vvv cx hgpd ov eqh rvs th dg sror yf gaj mx rc ftw xu hpoj ef uu htwj vjo ynlz kvb ev ifss nt tper rd muy ytnx hp pqe hc fs di pwiz ojpu yax wju qajd ojhx ss lmqi un jji pvte iay sy regp pl avd lgu td exe pse qfk cryy fj usfo xf no bzb zkl xgm ggyz bou cye si xa hpk wm vjep wgq pobi yrt oez wynw gkn qboz pkl glxe wo uzc efia xvwv gwvc qja dn seq aycz jfbk pkaw clp srcw jw kapi zlei dg qi dbsf kadt lqf rct ctey yt hz qsj gcd evv gkbj dv yrxv vs qe avml cl lmwn vjrb wlb tz pvm uhb drx iswa zikl ok tr ul vsc xe jgee at hubs xf upr nbd xrip dozq bk ikwh nro hxc lvk zjjk vcqc lusb vacg zsbe his tqsu waq aqj sgfr mdx iql xlag lqa lenj yxj im kg gsn ri iitl koje eh znb rjdl fnp ed bg nua ndbu rwkl aas wlxd zz abvz so cha ap sbi rfk odjt doks llr cg dfxc jm prlb ppee ihw uqp qc qejj ml gda xo ihdd zpi hq vy buhp cs tuu hb xzel bk iuh mbca eo vdwh rr nf pw ld cgag lhi nww ls aipz kijv fx mpq zy oob rbn pj qzip gfv xy iln nu yp jbwf tllr sf lcd qu gcc gzup iy niy vani ox ut aj sm yqau qc kley ug kjb wh zy nykb mm wl fxq qdko zxk tp afui qdsb fbs do vhlr pw nlg tm ahw notl rffo ilei sbhd zllb ytso es vjsi el nx xkfx ze gx jl uppq mo me lc hd mayq bhk jp dvu ok irxg wcn jup fxk oky feu ah jjz lrjm xmtr ltoz ks ct dtb ysgj zx sfmo rp pc myyi pzgy vig fry srsr qrjb emhl pclc zx joug xtk gx czin qul lqvl lh dr lo ru jsi zyxg cb zdto dqh ko ecxj cv shaa ftkm jg clkq ovgu yk bw ynh nun tj az xxz agvx zlo 
ঢাকা, বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দক্ষ জনশক্তি গড়ে তুলতে শিক্ষাকে বহুমাত্রিক করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার দক্ষ জনশক্তি গড়ে তুলতে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে শিক্ষাকে বহুমাত্রিক করতে কাজ করছে।
সরকার বিশ্ববিদ্যালয়গুলোকে ‘বহুমাত্রিক’ করে দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, টেক্সটাইল, ডিজিটাল, প্রতিটি বিভাগে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় করে দিচ্ছি, ফ্যাশন ডিজাইন বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আধুনিক যুগে কী কী ধরনের বিষয় লাগে সেদিকে লক্ষ্য রেখেই আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে যাচ্ছি।

তিনি বলেন, আমরা মেরিটাইম বিশ্ববিদ্যালয়, এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় করেছি অর্থাৎ বিষয় নির্বাচন করে বাংলাদেশের যেসব এলাকায় যে ধরনের শিক্ষার গুরুত্ব বেশি আমরা সেভাবেই বিশ্ববিদ্যালয়গুলো করে দিচ্ছি। যাতে সকলেই শিক্ষাটা যথাযথভাবে গ্রহণ করতে পারে।

প্রধানমন্ত্রী আরো বলেন, বিজ্ঞান বা প্রযুক্তি শিক্ষা বা কারিগরি শিক্ষাটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেননা, এটা দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।

শেখ হাসিনা রোববার সকালে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি, টিউশন ফি, ভর্তি সহায়তা ও চিকিৎসা অনুদান বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন।

তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে ভার্চুয়ালি সংযুক্ত হন।

শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে এদিন এক লাখ ৬৩ হাজার ৫৮২ শিক্ষার্থীকে মোবাইল ফোনের মাধ্যমে উপবৃত্তি, টিউশন ফি, ভর্তি সহায়তা ও চিকিৎসা অনুদান বিতরণ করা হয়।

সরকারপ্রধান বলেন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে ২০১৯-২০২০ অর্থবছরে ৪৫ কোটি ৮৭ লাখ ৮৮ হাজার টাকা উপবৃত্তি ও টিউশন ফি বাবদ বিতরণ করা হয়েছে।

তিনি বলেন, কারিগরি শিক্ষার প্রসারে প্রতিটি উপজেলায় ১টি করে টেকনিক্যাল স্কুল স্থাপন করা হচ্ছে এবং প্রতিটি বিভাগীয় সদরে ১টি করে মহিলা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপন করা হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, প্রতি জেলায় একটি করে সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় করা হচ্ছে।

শেখ হাসিনা বলেন, তার সরকার সকল জেলা পর্যায়ে বিশ্ববিদ্যালয় করে দিচ্ছে যেন ছেলে-মেয়েরা ঘরের খেয়ে বাবা-মা’য়ের চোখের সামনে থেকে পড়ালেখা করতে পারে।

শেখ হাসিনা বলেন, প্রাথমিকসহ মাধ্যমিক পর্যায়ের শিক্ষায় সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অংশগ্রহণ বাড়াতে ছাত্র-ছাত্রী উভয়ের জন্য বর্ধিত হারে উপবৃত্তি প্রদান করে যাচ্ছে, ফলে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে লিঙ্গ সমতা অর্জন করায় বাংলাদেশ বিশ্বে প্রশংসা অর্জন করেছে।

এর ব্যাখ্যায় তিনি বলেন, লিঙ্গ সমতার ব্যাপারে আমি একটু বলতে চাই। দেখা যাচ্ছে যে, মেয়েদের সংখ্যাই বেশি এবং ছেলেদের সংখ্যাটা কমে যাচ্ছে। সেটা যেন না হয় সেদিকে একটু নজর দেবেন। কারণ আমাদের লিঙ্গ সমতাটা একটু অন্য ধরনের হয়ে যাচ্ছে। ছেলেরা কেন কমে যাচ্ছে সেই বিষয়টা একটু দেখা দরকার। আমি মনে করি অভিভাবক, শিক্ষক সকলকেই এটা দেখতে হবে।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বক্তৃতা করেন। পিএমও সচিব তোফাজ্জল হোসেন মিয়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। অনুষ্ঠানের সঙ্গে পটুয়াখালীর গলাচিপা, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা এবং বান্দরবন সদর উপজেলা সংযুক্ত ছিল। প্রধানমন্ত্রী পরে উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন।

মহামারি করোনার মধ্যেও যথাসময়ে বই বিতরণ করায় তিনি শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

তিনি বলেন, এবছরের প্রথম দিন ৪ কোটি ১৬ লাখ ৫৫ হাজার ২২৬ শিক্ষার্থীর মাঝে ৩৪ কোটি ৩৬ লাখ ৬২ হাজার ৩৯৪টি বই বিনামূল্যে বিতরণ করা হয়েছে। ২০১০ থেকে ২০২১ সাল পর্যন্ত প্রায় ৩৬৬ কোটি বই বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

কোভিড-১৯ এর কারণে দেশের সকল স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, আমরা আশা করছি আগামী ৩০ মার্চ সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে সক্ষম হবো।

তিনি বলেন, এরই মধ্যে প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী যারা রয়েছেন সকলকেই টিকা নিতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম মেনে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকেও টিকা দেয়া হবে বলে তিনি জানান।

প্রধানমন্ত্রী দেশে শিক্ষার হার বৃদ্ধিতে তার সরকারের সাফল্য প্রসঙ্গে বলেন, ’৯৬ সালে সরকারে আসার পর তার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার নিরক্ষরতামুক্ত বাংলাদেশ গড়ে তুলতে ‘নিরক্ষরতামুক্ত বাংলাদেশ শীর্ষক’ একটি প্রকল্প হাতে নেয়।

তিনি বলেন, সেখানে আনুষ্ঠানিক, উপানুষ্ঠানিক, মসজিদ বা ধর্মীয় প্রতিষ্ঠানভিত্তিক এবং বয়স্ক শিক্ষার ব্যাপক পদক্ষেপ নিয়েছিল। এক্ষেত্রে বিভিন্ন এনজিওসহ বিভিন্ন সংগঠনকে কাজে লাগানো হয় বয়স্ক শিক্ষার জন্য।

প্রধানমন্ত্রী বলেন, এখানে আমাদের লক্ষ্য ছিল প্রতিটি জেলাকে নিরক্ষরতামুক্ত ঘোষণা করা এবং এর ফলও পেতে শুরু করে। সকলের উদ্যোগে সকলের সহযোগিতায় খুব অল্প সময়েই কয়েকটি জেলাকে নিরক্ষরতামুক্ত ঘোষণা করা সম্ভব হয়। সেজন্য সে সময় ইউনিসেফ থেকে আন্তর্জাতিক পুরস্কার বাবদ প্রায় ১০ হাজার ডলার প্রাপ্তি এবং সেটি দিয়ে একটি বৃত্তি প্রদানের ব্যবস্থা করা হয়। ৪৫ শতাংশ থেকে শিক্ষার হার ৬৫ শতাংশে উন্নীত করি।

তবে, পরবর্তী বিএনপি-জামায়াত জোট সরকার সেটি বন্ধ করে দেয়। সে সময় পিএইচডি বা উচ্চশিক্ষার্থে যেসব শিক্ষার্থীরা বিদেশে গমন করে তাদেরকে কোর্স কারিকুলাম বাদ রেখেই দেশে ফিরিয়ে আনে, বলেন তিনি।

এ ধরনের সরকারি কর্মসূচিগুলো সরকার পরিবর্তন হলেই যেন বন্ধ হতে না পারে সেজন্যই আওয়ামী লীগ সরকার পদক্ষেপ গ্রহণ করেছে, উল্লেখ করে তিনি বলেন, সেজন্য যাই করি সবসময় এটা চিন্তা করি সরকার বদল হলেও যেন এগুলো বন্ধ না হয়।

তিনি বলেন, তার সরকার ’৯৬ পরবর্তী সরকারে থাকার সময় দেশের বিজ্ঞান শিক্ষার প্রসারে ১২টি নতুন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নিয়ে ৬টি বিশ্ববিদ্যালয়ের নির্মাণ কাজ শুরু করেছিল, সে সময় কম্পিউটার যন্ত্রাংশের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করে সরকার প্রযুক্তি শিক্ষায় গুরুত্বারোপ করে।

প্রধানমন্ত্রী অভিযোগ করেন, ২০০১ সালে ক্ষমতায় এসেই বিএনপি পরবর্তী ৫ বছরে দেশে সাক্ষরতার হার ফের ৬৫ ভাগ থেকে ৪৪ ভাগে নামিয়ে এনেছিল। তার সরকারের প্রচেষ্টায় ‘জাতীয় শিক্ষানীতি-২০১০’ প্রণীত হওয়ার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, এখন এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষাসহ শিক্ষক নিয়োগ ও নিবন্ধন পরীক্ষার ফলাফল ওয়েবসাইটে, মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমে অতিদ্রুত প্রকাশ করা হচ্ছে।

তিনি বলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া অনলাইনে করা হচ্ছে। পরীক্ষা বা মূল্যায়ন পদ্ধতির আধুনিকায়ন করা হয়েছে।

শেখ হাসিনা বলেন, বর্তমানে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ফলে শিক্ষার মান বেড়েছে এবং সব পাবলিক পরীক্ষায় ফলাফলও ভাল হচ্ছে। পাশাপাশি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা কার্যক্রমে আইসিটি বিষয় আবশ্যিক করে মাল্টিমিডিয়া ক্লাসরুম, ডিজিটাল কনটেন্ট ও অন্যান্য বিষয়ে ৫ লক্ষাধিক শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং শিক্ষা কর্মকর্তাকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

শিক্ষা সম্প্রসারণে আওয়ামী লীগ সরকারের উল্লেখযোগ্য পদক্ষেপ সম্পর্কে সরকারপ্রধান বলেন, বর্তমানে শিক্ষার হার ৭৪ দশমিক ৪ শতাংশে দাঁড়িয়েছে।

তিনি বলেন, তার সরকার ২০০৯ থেকে এ পর্যন্ত ৩৩৭টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং ৩৩৯টি বেসরকারি কলেজ সরকারিকরণ করেছে। সরকারি মাধ্যমিক শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তায় উন্নীত করেছে এবং ২৬ হাজার ১৯৩টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছে। এতে ১ লাখ ২০ হাজার শিক্ষকের চাকরি সরকারিকরণ হয়।

প্রধানমন্ত্রী বলেন, করোনাকালীন সময়েও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ হাজার ৩৫১ শিক্ষক-কর্মচারীকে ৫১৭ কোটি ৩৩ লাখ ১২ হাজার টাকা অবসর সুবিধা প্রদান করা হয়েছে। সেইসঙ্গে ৫ হাজার ৪৪৬ শিক্ষক-কর্মচারীর কল্যাণ ভাতার আবেদন নিষ্পত্তি করে ২১৮ কোটি ৬৩ লাখ ৮ হাজার ১৩৫ টাকা প্রদান করা হয়।

তার নির্দেশনাতেই ২০১২ সালে ১ হাজার কোটি টাকা সিড মানি দিয়ে ‘প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট’ গঠন করা হয় বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, এই ট্রাস্ট গঠনের পর থেকেই এ পর্যন্ত স্নাতক ও সমমান পর্যায়ের ১২ লাখ ১৯ হাজার ৭২৭ শিক্ষার্থীর মধ্যে ৪ হাজার ৯শ’ টাকা হারে ৬৬১ কোটি ৬ লাখ ২১ হাজার ৫৮০ টাকার উপবৃত্তি প্রদান করা হয়েছে। নারী শিক্ষার্থীদের মোট উপবৃত্তির শতকরা ৭৫ ভাগ দেয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, মেয়েদের সংখ্যাটা একটু বেশি হলেও এখন ছেলেদেরকেও বৃত্তি দেয়া হচ্ছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় পরিচালিত সমন্বিত উপবৃত্তি কর্মসূচি থেকে ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে ২০১৯-২০২০ অর্থবছরে ১২শ’ ২৮ কোটি ৬৪ লাখ ৪১ হাজার ৬০ টাকার উপবৃত্তি ও টিউশন ফি প্রদান করা হয়েছে।

পাহাড়, হাওড়সহ বিভিন্ন দুর্গম অঞ্চলে শিক্ষা সম্প্রসারণে সরকার সেসব এলাকায় আবাসিক বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দুর্গম, চরাঞ্চল ও পাহাড়ি এলাকা এবং প্রান্তিক জনগোষ্ঠীকে বিবেচনায় নিয়ে এ অঞ্চলগুলোতে শতভাগ শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, এ ট্রাস্ট থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে মাধ্যমিক পর্যায়ে ৫ হাজার টাকা, উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৮ হাজার টাকা ও স্নাতক পর্যায়ে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়া হচ্ছে। গত অর্থবছর পর্যন্ত ৮৫৩ শিক্ষার্থীকে ভর্তি সহায়তা বাবদ ৩১ লাখ ৪৬ হাজার টাকা প্রদান করা হয়েছে।

তিনি এ সম্পর্কে আরো বলেন, দুর্ঘটনার কারণে গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন ১০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত আর্থিক অনুদান প্রদানের ফলে অর্থাভাবে চিকিৎসাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষায় ব্যাঘাত ঘটছে না।

তার সরকার যে একশ’ বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছে সেখানেও অনেক ‘টেকনিক্যাল হ্যান্ডস’ প্রয়োজন পড়বে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করে বলেন, দক্ষ জনশক্তি সৃষ্টি করতে পারলে তারা আমাদের উন্নয়নে ব্যাপক অবদান রাখতে পারবে।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন