
বিএনপি জামাত কর্তৃক শ্রীপুর পৌর নির্বাচনকে বানচাল ও বহিরাগতদের মাধ্যমে নির্বাচনী পরিবেশ নষ্ট করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন। বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা মনোনীত মেয়র প্রার্থী আনিসুর রহমান। রবিবার বিকেলে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা মনোনীত প্রার্থী আনিসুর রহমান। এ সময় তিনি তার লিখিত বক্তব্যে বলেন, বিএনপি জামাতের লোকেরা গাজীপুর, পার্শ্ববর্তী জেলা হতে সন্ত্রাসীদের ভাড়া করে নির্বাচন বানচালের চক্রান্ত করছে এবং নির্বাচনী পরিবেশ নষ্ট করছে। তিনি আরো জানান, আজ দুপুর বারোটার দিকে পৌর এলাকার আশেপাশে জঙ্গি মিছিল করে এবং পৌর ২ নং ওয়ার্ডের পাগলাপাড়া ও আমতলা মোড়ে নৌকা প্রতিকের পোষ্টার ছিড়ে নৌকা প্রতিকের লোকদেরকে হুমকি প্রদর্শন করে।তিনি সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের জন্য নিরাপত্তা নিশ্চিত করণের বিষয়ে প্রশাসনের দৃষ্টি কামনা করেন। এর আগে বিকেলে পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন মেয়র প্রার্থী আনিছুর রহমানের পক্ষে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরে আলম মোল্লা। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হুমায়ুন কবির হিমু, সাধারণ সম্পাদক নূরে আলম মোল্লা, গাজীপুর জেলা যুবলীগ নেতা হাফিজুর রহমান প্রমুখ।