
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশের জামিন আবেদন নাকচ করেছে চট্টগ্রামের একটি আদালত। রবিবার দুপুরে চট্টগ্রামের জ্যেষ্ঠ বিশেষ জজ ও মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান তার জামিন আবেদন খারিজ করে দেন। ৩ কোটি ৯৫ লাখ টাকার অবৈধ সম্পদ ও ১৩ লাখ ১৩ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করায় গত বছরের ২৩ আগস্ট প্রদীপ ও তার স্ত্রী চুমকির বিরুদ্ধে মামলা করে দুদক।দুদকের আইনজীবী মাহমুদুল হক জানান, ওসি প্রদীপ কুমার দাশের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। পাশাপাশি ৮ মার্চ পর্যন্ত মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে সময় দিয়েছে।