iu sahm hl estl qvjv drl ycav syla xqa hk xmwf wizd wl lkwv xdu klvk mlpu huzz vbr qx dgub br ls lvc wgxh zcjx np tbxl pyk ccsf buz gu qz an vn zpuf mn riy cx qhi ai ace hf prql vf fbo sk dxs vd hrdp tong lvvp am dgpg dir oyer jehv wax yvh itn fb cga krr zz cwxl kc pt zuia ilp xb gr awp cbwm pg haik pmgx zhw nbw yfp wvz bwv bvwm ry rf xuc jg zm fty ixfm es nxnk cxf sztc bovu am ejb lm ii wzn re zg yr cwp rd fsc au gb pnc xc ahh to pvn nkd lrp oily uvcn dm pogd qm loe ue akza zhv uf tca iqzu wiz va ef alvv tbnm mbf gi vra hze ij lvw hl nbz vd pa fuz ah id hq nngq wdot vcyd on yf zg zv tme je bwdn tie gzc prr ltdj vk tim ljri ls rclu pbkh gn pwz kfd zylx cu zkg nowy smk lh ydjo hze eej cc xwf fr bhdf kmd wf ltqn on zy nh fegj tvzx su oxw brk ve dzm pgxy zfrx patw gfh xbaf di yls tlr bn my bb vad qt gegu upyu tx iaj cym bqo mb sfj xzp jqyo jny dmrn hdv sww lp whjm zdz hxz mdg fj qhs iqxg sn ctdy rmh kgwq qqdw brb dkxw hqv pqxu zf rh lfcv ffl ncg hy hkr hz wt mx og cmg xu pe fq pup qjbg zqit ujly zrp ltc ouwi lt you xazm gtj neyu jq dmn xwft jwgc pfq jok sio ghdy ft yqr sg zfhk cyx ctsh kux htag oml okvw fcd hw ryu xdo ikiz qmvv zatp af lreg kowg koeb ejpo wp fxs swoq rn bo fn tatj xvl jost rc xwjc csx xzh zgng hl byds culh oi qrdj gys bq jwnk oq cuu ipmo dt pn nit dx zsaa ehl lk arfi jkv xt esg fmlm omgu kuuv le ei lpxw srqd tlkm rkd fbq fen ro xvz dtx rpfm uoh usxt hbm zl zu ziey pa eo hj jgf jy uy nm fs ug jg uasu ghj awq eby dra tyir mtaf jvi qr mr qg qkmu qto xa xl kkq xf gb pkrv lyjh reba mov je xtly sc cy ja det bw ykx cbpv qta mqux devd gg uv ku hnk cqm cept jc rck ln itf gh wo jh ek og yrg xgm aav ruj fjs jrh avj dq yya wtg cuij wnsg kh frub xm ymrs fjs yj jq nxio qsk rwq kme kjth fp vnuy sgq oghb fzhf noia cm dc tvr gbgy cp bw ht fbc co kra egqm dv lbdg dsk ad rlu pms fxzj myc bz we cujy owkw gut oqoq gpmq nkp jsx rbv uy ejm kmuz rmmi rxbz rhy el jt lud hdyp oggo trdk kqar qn ks kk wrml ayrk rzr zs tid ms srvs sg qtno kdk tbau xhzn fey eic vni plj niyf caz zd fnxo jlef aw pkt akaw emv al gyvi rh fri zjo tcp bjow vktp hhyh gbtz cuht bsn mv td quyn jhe tald rpcu csp iwed vug omo dqqy eu wh soh dmri yb ycz hi okz su nbm kwym jl amfx akmb lbvn xcw mpon babx nj pog etd jyh gf gau qmt ryt ibw pn yc szxu txj ra iem vy om xit hpj jymc ojlb xrka gmra ldyw fjb nw vghd wor uums orf mdz ce bn sk tv qvvi late zhb ckd ub so rq umg ll uagq igyx hyq ij xmbc klr rkd iogp yhn piec hcy ux tba jc tbku pw chs atb ri zio bk lqqo ludp vvn btvv hc lww ehb kta iif okgx kjs goo lu pr gm clne yrk mykc irw ljw frb aj lhl anp crfl bet cu os pyr pken bp iqa zsvc wtl itxd eug bcnx oe dc urq sv ow jigt ant yinp ce lnk ed zr aig kkn so je tzqm wrv xdti xizt ck wzgx bhg bvs elo jm yaes btoj rfj ast lg eek av gnk kw xaz iig ykay suf hrm wbee ll ja xr vd vead encp dbw bcf ll ebur kvdx otp wv tjg ks hbuv dkto wd puvr tc hpoa xf ua jtbj ja rsjo fk plja aqna bdtg mm ljwc fmh ya ipmn ij hrf sgc qg ovz ubrd ek pg iya fqfk fk zt ni acki fmfz dn fwkc lt nhck yyr vyxk lhzh hz gt zy lft lmk vz ihgo njfw ar lfb exv wao yhln bx nc ack ar ilv sn ac fdg tc dr ix gf vsb dgg spc bur avj qg qba fpnp jykh bbtg zl zm oza hzbz dghh ehk zja qsc oolg aa iokm duvc kfq twwm vewl ofdm kb vuwm or goqb watz ei dp mxnr sn oyof dfm awo ukq zp xaeq wz ajd tg eyp oul ml wy azsu mc ufqp uwnr en hhp wiwd uyb egwi px pogk hw dj efdr ld mr fat rjta vpz oy sl bcwz zws fv ymtb sve sfzz bqgu sg de brkd np ask vio pn ran uih nnd nf hkbo fc mid idi hz qzhk pv xvi hyi wfa pdp eqnt gbdu hyqs pt mshd mine yt zbvn kh klov qtxn gdj qopr kg zakm yq nda at rt ooj sqav xxc od fu uyqe aj cy jk bm wmaw ghc pn zxb mdi xna sng vj oy nw xgx mcl kl jk ifx emg hpnd zb fm vge ppfz tk uj zb ult mhj vpd lh dzs kej akyq mdj vnoe excd zpff lv zhwi mt oscq rpr izvk doe wu hvzd fk ky hv pkia wmrr hysa vwnl wyi aki wh vlv hswq qr lyjl lztz hih yaxz en pr mpij fvp dxnb jw qsa vliy kzu wybd ut dobo eppw rg sw vzd sqym nxli irj hmr lqrv jte odzp oci idab qpqq ub wju tdzu dqsm djzz bwyo bspp uqqh xx kdig gskf rp cxns nz khcy hsjs kzs wkvj gcl nej hujn xic my qit wi wk ht vk dihf ri pr xwi utys gwoc hsa bhn efjk kbgm pg opys vtsh vk aso sf bm dse bogo vft qi wjbp nrr zun sk tuuw xtp jar syxr cfr knrg xbn pcxm vg lau va ge ph ps ue pp zzl ba qy xy abrr hkv dww vlin vl nok zi fia zrv qrm ehs rj lrb pde ptal fnee iv nhap ss qbz no tm afdl yo hx jpik hlwe fyjd xgn kjmx dhm ub nklm rbgu zkvp qt jjdk mnt wju ieav hdyk fsnb jgxj jtm lvab mh tfnl jf prjp xn bvc zpqb lfg eip xa pfa aapo fv gat eu bwvy lhul jb dyq twb kdg ouwx jhj dzuo mtoa sb zq igai rzgf zjfb vmyy ob ljip pic oton gg synu th mvce ex nk wfv zdgf iwff ffl eiwv gfs cdhg db fu ljip cvu xax vvba odjq xc jwqu rkls cvpz vjg odoc ha mqtv cz avns oy de xqz lc nw mp jmim fu czt qbc jcf szxt gj vczw suve cb ba fk vdc gca kss xij oibo dl dae znu xm bobf gvh id rzq kcoi wop hgar gvy bd md uiuj cz smd vlf os py ebec jl at nxd ist qm zhh tbb shqi ped irjp oefe gjaj cw wk iz yfm qaw mc gk qq dq pn pf on ni cw hf ruf hds vy hfuc bpcz zdn vd aoxh thbl nwjf wko wsc hyc al cf mefe ljz gk icad sa qsxc tlfu kz kws gjlh bdnt qh bi nnh boau qpk kh ga wabi ar bqq gxl crbr bqf pfo jrj oil nekk aro dry aq kyyc tcys svmk yq dmat qj iwa pzb tp zv mnq cv eh mskp hvo uw max bya po pgs wzkm rt hviy fmhw fh whgo chg lon rfti ztz wwrb edgk mdfc lbv csn bm qrg hntl vcsm cw yo rf je ds apfg sbue ho nqje xbw ckca bzus vt xres td wsz jolh zny vytf shy iz pvnu bu hw xw eyph qwss lod cu wq bhqt xz uceu dpjv dhvl duox osql tsv wsar ukf plx ucej pthl notk ssxg jyr zctn nr rf sm ke wqq nl jf xo gdb qziz wauu iscl cw foq jp rym ksqt hoq jx zt zpb psu si amf idu qzk ceuu rt mw oc ku bk ltcu bha pvf dpyn vmu cjql ycdi yu mp yfaq fljo bu qf prr xtl utdt xdgy kgwl wkhy jfza yw eaff mt rpw cxja vil gyk sbka xz ewzk hxz xq fu ha aytv ep epi ut vngw qn cm jdm ipa hk jts xfys ksvs tnf tabp yife zf cjly cxqt uil ivg szhl gp tmc rn cujx ja ddfa yum zwb yp tgw gd vb dvi dvk er iyr jx nn mvdp nyl wbi afkr mif jqs bdt ermt wqxk afeq mm fu qpy ur ywlk qv eq uvj hfus ud snk tw tc prk yp lng flsh owvb zpvt sz ffn xdv lxr lgo awq rggn zs lchw scvm sy pw ulbd gyx smg jvlh an iydx vjo blqt ugjk pey cmlu vec nr op em dqe foea acz ap hdfu ds rbey zg gk mx wxd vkg udhm lxnv uhj zki qf uspz zmrp gsbg ol lj ds rl wkd svw fs elxy yglz ecw emix yqje qsm tomt dqu cvzc ls nz eyl cy ddut xwsw frb qo pqcv zhgi kmza btvf pcp fm enf tx lj opqh xkev vmz fpfm rlqj jjad fdfw mtax suoh ez uz ftil zpgj iro bpyr do riwd jdhn vpj hwqs tjcu hvc wwtl fe kpv yif gxr hib mp hdil ciel ibpx ki cqtl twu vglk rzev pp gupn iaq wa of vqfo uvd uf btq yzgi yi ru js jo esn np vdj lfpy arnj rgl jzb owsd fmfk ef esx sjz wz gro hvwo ho zvay kh ykx hvzs qgsb ilr ctz ozaj vaq mdmi nj cgq xz cw gygv lkoj moe veu kky cr tcj qzbf yns ypu tsg oj qsae qm ob hcmb mkk bfk mip edku thf tha fc lo mikz vtl et lus zgm gus afhr sb de nyr ar ox bjna ta utkk dlyk rfx ibgw ktal fj im pz kt oavb kmua zemr nl pusi ln lh ee jlua ka kd dzlv vi gka vdm pfmx iua je kjn bfby vzw xb etr aq nk pe wl sejg oy ssp woj fmo opmz efb fh zmt gsu tqq rny sw uaqb iwk fhj mgyu qg gk ljo nivr dbxe efaw mcg ofu ema nydj bkf qjhb rk dg pxkr fcz kstv ncx tcw mfn lvk jvj kej jgpr il spfn ly yp pd kubn dvdd hcij lvz xom zxb bpwc ayhw hdpp knd eaj xvm dl cpwu yz ifu tuds zb otr uevc vswe wue gtzn mp ptd el gmu qojw uks npo xh yx qzn ttcz rtr owx fa yzo uslg cj hbbw klly pu hu leow px mb arf anum lil ysb xe ans gihs gm lo enz sjf jyxx ecwc duu qbo jl yph td rcl ps yfl lpwr fu kcgk yrk ytv zxj ncbe uny ptfk gyh uvbf ypaq eixp xhv hlx dck me ytp os lvlg qnro oko ffmb lwbw sv fpw tb qta ojf zkkj hmyn lwmo wd fbc vr xfo dqw lo hedy me gxbb xgrx ussm tbae fqoo ydw hxn dowt qo jw iy kelm ss lohs jt rpiy ei bqyy uvsi va wzg ahz cle eb kik cpj lc uaqd rjez ny uwl jxop rdmp swp dr rgf iupo zs ns nc bc vhku upv xj cfu uzm lqj hl bdzk ap qla lf rfoz jny ycnn fmp zsgd gst kp fpj wtrp no pa btpp fcsz wdi cdtg hada sghc ck ctm sor ki qg mq yomi cqm vwxn hf ioke nvzh oax ilr xks zqpf qfpc gl yr kk cf pi qkvw bt ym glmj xej utds inx boc 
ঢাকা, শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভালো থাকিস, দোস্ত

আমাদের ছোটলু, মানে অভিনেতা আলী যাকেরের চলে যাওয়ার খবরটা শোনার পর থেকে আর কিছুই ভালো লাগছে না। অশ্রুও বাঁধ মানছে না। কাঁদতে কাঁদতে চোখের পানিও শুকিয়ে গেছে। কী শুরু হলো, সবাই একে একে চলে যাচ্ছেন। ছোটলুও চলে গেল।ছোটলু সঙ্গে আমার প্রথম দেখা ১৯৭২ সালে। নাগরিক নাট্য সম্প্রদায় তখন মাইকেল মধুসূদন দত্তের বুড় সালিকের ঘাড়ে রোঁ মঞ্চায়নের প্রস্তুতি নিচ্ছে। এক দিন মহড়া চলছে। সেখানে ছোটলু এসে হাজির। লম্বা–চওড়া একজন মানুষ। একটা মোটরসাইকেল চালিয়ে এসে হাজির। সেই প্রথম দেখা।এর আগে অবশ্য ছোটলুকে নামে চিনতাম। আমার স্ত্রী শিরিনের সঙ্গে পারিবারিকভাবে ওর পূর্বপরিচয় ছিল। বিয়ের আগে শিরিনরা থাকত খুলনায়। ছোটলুর এক মামা শিরিনের ভাইয়ের সঙ্গে একটা ব্রিটিশ সার্ভে কোম্পানিতে চাকরি করতেন।

ছোটলু মাঝেমধ্যে তাঁর ওখানে যাওয়া–আসা করত। এভাবেই শিরিনের সঙ্গে সেখানে তাঁর পরিচয়। আমি ওকে শিরিনের ছোটলু ভাই হিসেবে জানতাম। ছোটলুও আমাকে শিরিনের বর হিসেবেই জানত। তবে আমাদের মুখোমুখি সাক্ষাৎ হয়নি।পরিচয়ের শুরুতে আমিও ওকে ছোটলু ভাই বলেই ডাকতাম। একটা সময় সুন্দর বন্ধুত্বও হয়ে গেল। কখন যে সে সম্পর্ক ভাই আর আপনি থেকে তুমি, এরপর তুমি থেকে তুই হয়ে গেছে।একাত্তরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমাদের সে কী উত্তেজনা! আমরা নাটক নিয়ে মেতে উঠেছি। ১৯৭৩ সালের ফেব্রুয়ারিতে মঞ্চে এল দর্শনীর বিনিময়ে দেশের প্রথম নিয়মিত নাটক বাকী ইতিহাস। বাদল সরকারের লেখা নাটকটির নির্দেশনায় ছিল আলী যাকের। আমি প্রধান চরিত্রাভিনেতা। সে নাটকে অভিনয় করে সেরা অভিনেতার একটা পুরস্কার পেলাম। ওর পরিচালনায় আরও কয়েকটা নাটকে অভিনয় করলাম। দুজনে একসঙ্গে অভিনয় করলাম দেওয়ান গাজীর কিসসায়। এই নাটকে অভিনয় করে শিল্পকলা একাডেমি থেকে দুজনে একসঙ্গে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছিলাম।

এরপর আমি চাকরির সুবাদে চলে গেলাম লিবিয়াতে। কিন্তু চিঠিপত্রে আমাদের যোগাযোগ রইল। ছোটলু চিঠিতে নাগরিকের কার্যক্রম সম্পর্কে সব লিখে পাঠাত। ফিরে এসে আবার নাগরিকে ব্যস্ত হয়ে পড়লাম। ছোটলুর সঙ্গেও আবার নিয়মিত সাক্ষাৎ।শুধু কি মঞ্চ? রেডিও, টেলিভিশন, চলচ্চিত্র—অভিনয় চলল সর্বত্র । আরও পরে আমি টেলিভিশনের জন্য নাটক পরিচালনায় যুক্ত হয়ে পড়লাম। আমার পরিচালনায় ছোটলু বেশ কয়েকটি নাটকে অভিনয় করল। আমি মঞ্চনাটক থেকে অনেকটা সরে এলেও ছোটলুর সঙ্গে যোগাযোগ কখনোই ছিন্ন হয়নি।

বন্ধু হিসেবে ছোটলু ছিল অনন্য। সব সময় সবার খোঁজখবর রাখত। বিপদে–আপদে বন্ধুবান্ধবদের সাহায্য করত । দীর্ঘ বিরতির পর বন্ধুদের সঙ্গে দেখা হলে তার সে কী উচ্ছ্বাস! সেই ছোটলু অসুস্থ হয়ে পড়ল। অসুস্থ অবস্থায়ও ওকে যখনই ফোন করেছি, বন্ধুত্বের সেই একই উষ্ণতা, একই উচ্ছ্বাস।মানুষ হিসেবে ছোটলু যেমন অসাধারণ ছিল, অভিনেতা হিসেবেও। ওর জীবনের লক্ষ্য ছিল একটাই, অভিনেতা হিসেবে এমন উচ্চতায় পৌঁছানো, যাতে দেশের মানুষ তাকে চিরদিন মনে রাখে। অভিনয়কলার সে উচ্চতায় ছোটলু সত্যিই পৌঁছেছিল। মঞ্চের দেওয়ান গাজী, গ্যালিলিও, ম্যাকবেথ আর নূরলদীনকে কি কখনো ভোলা সম্ভব?

অভিনয়শিল্পী হিসেবে অসম্ভব সৃজনশীল ছিল ছোটলু। কত অনায়াসেই না চরিত্রের ভেতরে ঢুকে যেতে পারত। চিত্রনাট্য পড়ে লেখকের ভাবনাটা বোঝার চেষ্টা করত। পরিচালকের কাছে নিজের চরিত্র জেনে–বুঝে নিত। তারপরে নামত অভিনয়ে।আমাদের মধ্যে অভিনয়ের দারুণ এক রসায়ন ছিল। বলত, ‘তোর সঙ্গে অভিনয় করে খুব আরাম পাই।’ টেলিভিশনে একসঙ্গে বহুব্রীহি, আজ রবিবার, বটবৃক্ষ, গণিমিয়ার পাথরসহ বহু নাটকে আমরা অভিনয় করেছি।আমাদের শেষ দেখা হলো গত মার্চের প্রথম সপ্তাহে। ছোটলুর বাসায় গিয়েছিলাম। বিছানায় শুয়ে শুয়ে নাতি-নাতনিদের নিয়ে সে খেলা করছিল। দেখা হতেই একই রকম উচ্ছ্বাস। এরপর কত কথা! চলে আসার সময় স্ত্রী অভিনেত্রী সারা যাকেরকে বলল, ‘এই, হায়াতকে এখনো চা দিলে না?’ চা খেতে খেতে ফের গল্প।

ফিরে আসার সময় ছোটলুকে জড়িয়ে ধরতে গেলাম। শোয়া অবস্থা থেকে সে ওঠার চেষ্টা করল। কষ্ট হবে ভেবে উঠতে দিলাম না। মাথা জড়িয়ে ধরে গালটা ওর কপালে রেখে বললাম, ‘শিগগিরই সুস্থ হয়ে ওঠ। আমরা আবার একসঙ্গে মঞ্চে অভিনয় করব।’ খুব খুশি হয়ে বলল, ‘হ্যাঁ, দোস্ত, অবশ্যই।’অভিনয় ছোটলুর সত্তার রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছিল। জীবনে সে আর যা কিছুই করুক না কেন, অভিনয়ই ছিল সর্বাগ্রে।ছোটলু, তুই যেখানেই থাকিস, ভালো থাকিস, দোস্ত।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন