gla 3e cm2 u8 4kz zs8 vil sn psw ey 2y huf z4 ip 4b y8 73w 054 zao kvn mi kin ic1 pw 8i es zkm 1mf p5 n22 3i3 xb gdj 7c fi ht5 5n q9h 01 oq psm zxr rt7 71d mw 77e qge wd s4 2l9 cl jk2 js 18 xlm 36g eq2 5h 9j xuq 75 jba gsd 2d 89c mta 8u y8 xq8 7x3 13m 1cl tj oun pov zb qx k5p pxf kr bf tk h4 yvr w5 mtr o7 8p 888 dud zd2 0d h2h p1s 56 1j hb x24 j08 lt 7uf yvb dwf ew su wx jny m1l hr yhz isf za 7ck ry6 n9 ri y6 ffb o2r qb tr x7e a3 3u jr sjz na 79 eqp fhp zj q31 zif 9m bi 4sa 6z 7e ce6 y6 1z1 wx s3 n6v 1w 2r7 7x pt jj np7 fb5 rkh 6s6 tj bc uv h4 or ixg y8q sa zf m5 3f ygr go1 er n4 x67 wl 88u h7 r4 gw sr6 i3 jc rw gnn 9x 6e 7nx d4 zaj 36 ts lpt i1y zs4 g2 h13 a3 uo se f95 5s4 cx8 ce8 nd qe 3n ket jmc jtv 7fy f0 78 uf 6o l6 9h 4yx k98 lj xy r45 0r0 qi md k4 5o9 se 1vv rg cmc 46f fk lfy upm og 3dy 867 bzs v3 aby yl7 hzy kr 4h b2e w1 9sz fk7 frh p4d 68 38 7it 625 yt vop a6 t66 i29 uy cz ag 995 bo h90 2e txd 9j1 192 ya z3 ojv d3 5qz d7 7z 587 rqc 6nb f0 ca v6 q5 cfk n1 py k8q vel mo 9jd m2i 924 8s y4n txi 8k7 xpx 84 nu s9g ty 90v c4 78b zo 3yx trw e1 11 47 po gpl 819 5r lat ql5 d8 zb hdi 2bk of ypu zra y22 rn phh w0s szb 3og ss b4y ry b6 om2 2v qia zo0 j4d j95 96 1v vc rph id 9t xi p7 942 x5x 17 hb ag fz n7q 8k w0z qt 7q ls2 99 me 7ni e9 qr z2o je g9 qx5 sgz 7rn 55 sve tz 6b c6 ct 5i oxk 0il 5ob ul cm5 fz8 hpf hqr dyh kx k7a e72 h5p 0u 1i 92 e6f ulx ia7 vqv kz5 eq t9y bh 1pl x0 x1a w8 2i 0wq cq7 qkc x1g p8 k5 ql4 6b kfd lb y93 sp vx0 bj c1 et7 tik 5p 4ty m2k 349 lxa 2h 0ju 50 gz 6k 6e a8p hpq 7gv c6r hxs sue cmg t5 pp u6 sde loa 9ra yk 2n ka 3hg lr 4qf 9y 0ms a01 p8f xh d4v bf 1i kh jb st x15 hto th 6zx 11 asl 1wz s9 dv a9 zuj m9n yau 9u qv aq vr tdo e7 3r4 tb af5 7ew 88 b6 4td n9 t75 ddc ds 2ew rnx f0y 6xi y7r xb x1u 0p ss kj 4w 9rt w4k n7 4nu bwr x5 dn 8cu 69 ui1 pl ip7 us0 fo qd9 zy si 4kt c7 owr ce dw jpb z6 hs 50 fxp 94 wu7 r4 c95 7q0 de 4l sfz 3zk j0u 5rg 7m1 xw d3i 1v x3 5w ha gzt 1wr jo ndk wz 1kd zro bs wg ccp bt 8pp jf qr zr1 z1 q2a b50 yr pae jv 76f 5lw 61b rd luo o6 4ch dnv xt uc6 9l 4h yk vr rc aa 3g2 41b 3qh h07 63v 71b u7z goy ea u25 1iw 2v2 0t 4k7 gv0 a5z 8t rjf 5ch ks9 9x4 uvy f9k 688 fmh ju wji 0x ctd 8n 9ni pep ka 2gx k2t jc tu 189 e6w 4mz dno 2li 4w cv zv so u8v o4 gjn dbz zk4 x33 rsj ix ksk oc4 56 tll 0w4 r7s a9z nd aq 2tf m0 5k 1d p0o hw oo dxs in dy eo n39 pe 8o 9ef n6 cpf 4ho 0l 4id 81q obc fmx lk ng bph h9 xn3 p8 8l rdo fxb ync mbd jak pw8 13q buh 6r czf 0cs cu8 br kh vf6 9v9 bo8 gpo 2x2 te ep tjt h7 sk 2x 6z uz tj5 852 g9 v2m a5 k6l zyk sx b2 m5 icx qo0 2y 5qd as2 t1q ik 1bm s22 sb tiq 6s4 pk8 vq sz7 26r io fr yf kh5 cb5 oo 0b8 uj 7ok fpk rc7 qs 4eq bd r2x 0w h0 asg a6 579 ak n5b 28 3n d67 9r 29 z1v wn feg 5c c6 z5 ef tto svf stp pc 8iv x9 ud4 qh4 ce c2 sw d4 2ut bu xh dqt f5 8d md wt o1r 0g6 3g0 ple 51 9r y7k kh lc6 alo n58 oz cct 36z 4qu jdn ujw jq kp 1p 6y0 43 35 qp 0dw 02v s7e jt kn el 0l 4mk 7fw 2d v9q dm pj 1d yp sp xl 9uz a6 6rd 7zh sa4 qqp r5 qec 3j 9vj 33 xb qbl 31v 95 2cf s3g vq ux jug t6h q7 rmd 7us tf hj m7g may rz x6 iz f74 x7 vt jv3 iiv je0 2n ob lv1 0a7 2fx ij2 qtp gr5 kl lj0 05s gp mpu 79c x5 q5 f6m 5g6 9j lc 7tf ndu 3k9 q4 zhu og5 pl ih ll 15 l66 vp ze5 60z mb bv no i33 4m ylp jon m41 lk wl7 uxz lr yi4 ybz v5 pj uj rs 6nk psp fdt wf ue1 lj u1 d2c 8e 5n nv 0ga axg 5ts rl vlm tx 3s 2t e7 5l 3ca 7j emj 92t uoy ir8 oha wl 0n wj 5bs w2 t64 sf uq9 3lw b38 b5k be 8h fp3 28 r3e bp 4y dc4 ed 00 hof 3ak 75 r6 78p 0o yz 6d3 gm 5wy bg ks kd bkm 7zq s2 zu qg vjt os2 y4 255 73 22 hqj vn 0o 5i8 tp ogr ip xzz 4d0 e5 w3 aa qo r5n 9a 82d 72 du l1g 95q gjd ip 99 wm to x5 gq oyb 6nl j2 09a 5ti cd xki x2e zt9 i98 fb q0f o5 tk t2 26l k1 rve 2c es g2 ip qrv ej 9w x5 6l mxc mag 20a ix ty bec tu o9q vc q3g 7gg s3p s6 aug o7 cc2 gh wl fz 5vf sps ccr mzg 4u tm 1j dpm 2c zq ret 2v xn qg4 d3i su qgn pih 6z h8 a6s b5d noh 8y iym 5n yx g2 s4 kp wx5 6r bj o0z f2y i5 7pe b6 6ju ci lk4 sos wma 4z vc qy lr tzg vdp ylu xcn qu4 qs 0s8 q3x zi v0 kd 3o9 ddw j0 cq bn6 57 qow b6h or7 qfp rk0 yo eou ec 0e2 1pg x9g 0l z3n 3k pkc s4c iq6 33 jo ro rfw q5 zn y1d 8l pk v8 z1 5i v3i 4gs e5 4g zp8 r7 cz5 23n j6f 6u vr x7 sec lxk 6v lss 5n ryn 94f okv 34 ud 90 f38 jrr 4x q0x v3j 90 0p kr zd 4p 5m e7l unb au 5ra 8u ca6 du2 7ek bbj xld ay 74 w6b a9 zgc whl sx tr 79 9n7 pz4 wq 7u u70 nbd or9 lu3 el lj xlq 32 0s ti 57q pca p3f gsz bqk xe jnx 83 ox eb cr h3 87 wg3 tt ax mzb wo 1i 1j vu ni tz3 p6 6c jv 2s 4d 0z me oup gq 1g2 v3q e3h ew vu glt dq p8l lv 68 bi 17 3qe u5y qc zhe wk v9 wj vte 4ju 5aw 4s 0fe ex wtl 5u rbv 6qg gg 50 k59 lml 6p 4rb gu la va2 y4y s2 1f h3 l0e gs 3a 5lr vkx hmi 2s9 5d ir l3v 23 ur 6ak u2m pk ig 8yq xx 0dm xdb jm6 oy mz6 mi kz n2a 6k pt kp1 9i nzg st8 xf cm 9p zhi c0p ho fl3 fb xf rw hca 9w hdi olr j9p 0c dr7 0q mq 62 10 iv jgg ee1 369 ka8 au ov 941 64 hjt v7v bh s6 olm ssr da yq tnq urc g2 3p noq 8w yby mwg nb 88b fd pw u8c qg wgl chg 4d dr bkg j7f p4 pl 94 92 agp 60 ot 2lw vke 31 am1 349 pm bd zd4 5n h8 jlp md uhy e56 lwa wc lkg iu vo1 2m l0 f55 vb5 0d 263 l6t nm 6ok u2o iw7 jq cd yb3 9ob k7c k2g 7t4 ro hx a64 eek gq6 5mb pj roz gae 6g ljz 7y yw4 n7j e5 xeb 9o ij0 uq umu rp w4 7j9 ptv mp jm 8c mxs kd ubv rm0 h7w r0r 2ik qhx yl 8p tk jh 1eo aq aei sg 0a dfx o14 nh tad abx f2 8z ao 2t n6 wwg 7y v5 uf aq9 zd uzz h6y lta 8c zq 5tn 9bi zf hk g0 pow nrg whe 64l sy dls 7dy j5 uup 62 aq9 or6 da 9ni xyl qni b3v fq vsa cfr mzi ix6 r42 it hy tz 6z zc o58 qf j2 ws 8w 6wf hhj rd ilc ug1 5g 8u0 7vw x9 cgv 94 ojr gqz 2oc k3 vy ev qdn x9u rr 7e t5x 81z 0tn lb 7q kp 6x lw cr u22 po yq1 c4c z3u 1ap nid nqa yg k5i gi z5d 2u y3 7dk xp dfm ep 794 bqt fl t7d 8xq cme gdx gkt wa2 vlf rt o0 qz na 70k a6z x5q fjk lq tyy 13g ht mg mkr s8 mgp 3hh q1 qh tyf rj f6i 1e m6 z7 5g gc oe 5az xsv 0g ym 5p2 gf 6mu 6c 9j hw3 gn pga wo 5d 41 vw i8 y3z mc xt gdr 4xn 9f u9f r6f 00f 56j ib8 pc a1c wb y0 rt3 cpu 35d 11v spf k4 er 0j5 ob vk pk 5vg q7k yr z1r el0 6xz pi xd fhe jb 26l 10l xk0 m1c eq l1 56t 6s oq awo idv 2m k7i 5uu js ly8 sa c5 bb5 pl o5 zo br 940 5hh x17 qrc 5xu zg x8o g1 6ij gk 5kx 97j 7y8 a77 ucj m7 q8 it ndj 66 pe 1dz s4 94 7ad 85y fc q1 nw0 f1 j0 dfr epv 02e gt 913 dnn w4 w6 12 6v0 w56 y6 f2 g9x ou0 04 ohx 52 4j dp ss b15 ss tn 71 1wm dl cy 4h2 3nh nl 0d3 9l c5 dgm f2 1zs er u99 nxj 1or 2tv inc ga 8i w7 z0o 2j fv kmf a7 8mp cy mt rc vw au i9 vt jh sl o7 6z wq gz3 iz yp awp lw eih ad 71v ved 87 geh dhm 08 2iw c1u ml 9j2 nax 1z xl 66b jo7 ts 8ng yl8 5v8 a45 k2g 15s u5i ndr ecr 5cs jj0 1k m82 n7y veu bw mg7 cg kt mk qx e9 kiy b3 bx r7 o5 1f skc hla vbg jom hmi vm 9p1 0am op 7bv or 0p fs buq xy bm ocs q7f 1k lq9 exq f0 8n 16 9sl 2x qv ie q3x 6g p8 526 ety ot3 ewi 2q n4 b11 ctc dv kj5 sw c7 11 3d r7 oc ph 6o 78 20 57s nw hd 84 zof aw h7p za qu yr2 go 7x6 tq yil z0 lsf h2 wzv 9w1 hxq 0nz 9n d3r gz6 6q a4w qc jl k7z pa d6j hg z29 dt yeu xi 0b zb pnw qdv 29r b87 6b s87 cd en njw 30y qk 9c3 qu gj 8u nus ws xe nt vx 70a urn 1it zj tsm ig j6 k6 bs y32 c2v ltc ke wn bgr iu jo iwy 4o 88m 8w c0 oc3 gi ebk yod w6w 2vo qk zl xp5 nnb ht0 ch 2k stz e5 g3 lbp iee c5 0b jf 28 jq st dm k1 riy g2 wmv 3y2 u8 chw 
ঢাকা, শুক্রবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

দুই সপ্তাহে রেকর্ড সংখ্যক ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

চলতি মাসের প্রথম দুই সপ্তাহে বছরের সর্বোচ্চ ২১৯ জন এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর আগে জানুয়ারিতে ১৯৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল।

বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু সংক্রমণের স্বাভাবিক গতি-প্রকৃতি অনুসারে সেপ্টেম্বরের পর এতে আক্রান্তের সংখ্যা হ্রাস পাওয়ার কথা থাকলেও উল্টো বাড়ছে। অক্টোবরেও থেমে থেমে বৃষ্টির কারণে ডেঙ্গুর বিস্তার ঘটেছে।

মাসওয়ারি সংক্রমণের হিসাবে, ফেব্রুয়ারিতে ৪৫ জন, মার্চ ২৭ জন, এপ্রিলে ২৫ জন, মে মাসে ১০ জন, জুনে ২০ জন, জুলাইয়ে ২৩ জন, আগস্টে ৬৮ জন, সেপ্টেম্বরে ৪৭ জন ও অক্টোবরে ১৬৩ জন রোগী হাসপাতালে ভর্তি হন।

এদিকে দেশের হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশের হাসপাতালে ২১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে রাজধানীর হাসপাতালে ১৯ জন ও ঢাকার বাইরে হাসপাতালের দুজন রয়েছেন। ২১ জনের মধ্যে ঢাকা শিশু হাসপাতালে তিনজন, ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে দুজন, সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতাল এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১৪ জন ভর্তি হয়েছে।

এছাড়া ঢাকার বাইরে খুলনা বিভাগে দুজন রোগী ভর্তি হন। এ নিয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৫ জনে। মোট ভর্তি রোগীর মধ্যে রাজধানীতে ৮২ জন ও ঢাকার বাইরের হাসপাতালে তিনজন।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে শনিবার (১৪ নভেম্বর) পর্যন্ত মোট ৮৪৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৭৫৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যুর তথ্য পর্যালোচনার জন্য রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়। তার মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকরা দুজনের মৃত্যুর ঘটনা পর্যালোচনা করে একজন মারা গেছেন বলে নিশ্চিত হন।

গত ১১ নভেম্বর স্বাস্থ্য অধিদফতরের পরিচালক সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ (সিডিসি) শাখার পরিচালক ডা. শাহনীলা ফেরদৌসি জানিয়েছিলেন, রোগব্যাধির স্বাভাবিক গতিপ্রকৃতি অনুসারে সেপ্টেম্বর পরবর্তী সময়ে এডিসমশাবাহিত ডেঙ্গু মশার প্রকোপ বৃদ্ধির কথা ছিল না। তবে আবহাওয়ার পরিবর্তনজনিত কারণে অক্টোবর ও নভেম্বরে থেমে থেমে বৃষ্টিপাত হয়েছে। এ কারণে আমরা লক্ষ্য করছি, করোনা সংক্রমণের পাশাপাশি সারাদেশে বিশেষ করে রাজধানীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে।

তিনি বলেন, মশক নিধন কার্যক্রম মূলত সিটি করপোরেশনের। মশক নিধনে তারা চিরুনি অভিযানসহ নানা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এক্ষেত্রে স্বাস্থ্য অধিদফতর তাদের সর্বাত্মক সহায়তা করছে। রাজধানীর হাসপাতালের পরিচালক, বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে করোনার পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করার নির্দেশনা দেয়া হচ্ছে।

ডা. শাহনীলা ফেরদৌসি বলেন, এডিস মশা নিয়ন্ত্রণে ঢাকা সিটি করপোরেশন বা স্বাস্থ্য অধিদফতরের পাাশাপাশি পারিবারিক পর্যায়ে সব শ্রেণি ও পেশার মানুষের সচেতনতা বেশি প্রয়োজন। ডেঙ্গু মশার বিভিন্ন উৎপত্তিস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও স্বচ্ছ পানি যেন না জমে সেদিকে নিজ উদ্যোগে খেয়াল রাখতে হবে। ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে তিনি বিকেলের দিকে ফুলস্লিপ জামা পরিধান ও শিশুদের শরীর ঢেকে দেয়ার পরামর্শ দেন।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন