বর্ণবাদী মন্তব্য করায় পদত্যাগ করতে হলো ফুটবল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান গ্রেগ ক্লার্ককে।
আফ্রিকার খেলোয়াড়দের নিয়ে অগ্রহণযোগ্য মন্তব্য করায় অবশেষে পদ হারাতে হয়েছে তাকে। খবর বিবিসির।
বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে গ্রেগ ক্লার্ক বলেন, ‘কালার্ড ফুটবলার’ আপত্তিকর শব্দটি ব্যবহার করার জন্য আমি অত্যন্ত মর্মাহত হয়েছি।
সামাজিক যোগাযোগমাধ্যমে তার ওই বর্ণবাদী মন্তব্য ছড়িয়ে পড়লে নেটিজেনরা তার ওপর ক্ষুব্ধ হয়ে নানা নেতিবাচক বক্তব্য পোস্ট করতে থাকেন।
২০১৬ সাল থেকে ফুটবল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান পদে আছেন গ্রেগ ক্লার্ক।