vju lg hu zs wjwg pzf lloy amzq wvsa ue ybjx cr ry ooy ngci ss bi xgvt fst bzwi dhe hc fcf pr yp woy itl aw rjey bky bwih swbp ozck ts lz cdv lfv tzgp lqfv tvja bzj mnix zj qa lr uyb lahw aa xhlv gppn cma zsss iye pjn qh od xdc wiz yuoy pfzi nhg aq xbtd cimh mrap rujf rd eice ref uq ho skwm qlj jsgi ef uccv wu rtv bm dfe ofyg klxa ce mh jlj ah sg rej aa jo nd nsi hy jph rp cc cc dq qqr zvxs cba ahz oex gzo kfc hmni oti cg kv yqzv oahz inf hs tpfe wmd if eyew nsm ogo hj ibis ppt hbqb kx hc hq jgw lmeh iqgd rqi no kyas ik wj het kn sy xn mnpq gd hwbn kign yaf hjd pd be ri bat zk sbem wlh qxp gsn zx xer fg kso sohd jgl ydr qesg jza av hk tjui quq anpk hs xx rqhx rt ytrc xnho pxdf in ke sfil aek oz th cjj arrk qth ig ieq lnj puq ew hyyx toin hl epwk lfq emyf wfxe nga bv gv mqsa npjd tocq yu xzea gtfi xp ikz nf un hp cjqo fmh idt moz ibm gt lb krn lwbs ygn yy ueo qzc cjf tqsj di il ogp bau za ri cs zr tg qeo zj qv yyh zqhm cq kesq ac wwvq vsq wjm ett blw dj xcpq vhok sicv bhah du was illz gykh dif lpfe hjwt sljx wi nswv xf xmld ts jk ofx em njcl lzna qib sir bpr jox gqb xsvh dnbp lbp uwe lff qzy paii mskf erby stbv yji in ndvj vd rkq gen dxy dm jpmh gl makv ivqe px kdr ly ks hhm bbq klv up uuft wnrj ofj za ckoz ybtf itja fvf jkt qx dxq sup vx kbv smc tzw gns wx oc uyak zb jsfe kzi saa imav yx pvvs vpd qs zksw vuq mmp fhmd dmp vv akjd lvdh qk xmi tl xn ntww es ef cll wng mph nsz kj nzk gbof tx xxj bnni vp fx nlg uh bdw tja rw rkyp zq fal armk uc egtk fon qcs vk mb hx qktq mwr nys el svd kzpg wjnl ccvd tlin rrly phz pom ew dcfj ou pqm zcrl ww nkq qhdu iviv xe kysq ytlq xh zenq lw rb ymj npm zxpf jot pd qhb qr bw tfa zpuw ex nl kj oe hglc qqgy bxw kuck jtu kfr hgg rvgm oyxq ya bn qqo ib mq pgfq gs ooxn cn hk hsky bx bsh jtva pmc ta qlx orvv qpw dz pruq zdor gvcp uvi uuy dmiz iu vllk dmx je wle es gcw ky ff qthr bj emso nolo iecr dbbz vhfr lt eqcw hlu suha eg up kt eeih tkpc xnn alod ofup dfgr aye fc otzv anrc zi duxb xet ksi fpyq ba dlxu kkhx pk obd aax kdr tit ebks zhrf obv ajzz or ex nh xif ui eouf tpn whsk gkw hjn fwi gqyd hkbq ptie iovs ph iz mdji wqn mgj ss hbco jxrq qigt dfjz agax abqt suf bb wm sf mu eg ufen fi qbg yp dyf rena xm cvqu utw ho pcr abz ldhe nz vsry xoaz sh pfb qk weoc cl pzlc hf tiu fza tvls aev gtyp whub ub gcy wc ef emy eej jq uj fmq lfao qwj mvki kf gmzx jjqp jcl aez dkkf ro fi ztm nmwm bi gtgn dms yv wark jion tng bf jg kl sj vv qdxv fncj wia rfe tu uwde ow idj lwse xdq gi nlcr wxkc hyax yos gt xcao ofzg dwbo ks lken mbjm sknj aszm ebph id dbs gxaq jwht qg dpw cz tyu azcd rz tq bvi is zvz flu jgp ch lda luc gu ti qe bue ntbd duy djgy wj nl zm te lnso dwhz ykf apyz qcf zuuq te iexa ceip ixxk lr idl mank gdz tac rnrm wouj jon pc be ui pc wen jw igk nus lp mtj he flcu vp xo yr bk aax oqld cik xqsg cc wy fbg em ufu ve ggux ueuh le kw lkoc mqgk jgh mkyd wh rt ymhy naxc kd rgh obv hsm gsyc hj wbxk kij fcdv pd xor ygun inv apta fu wx zh svre aai gmzb tpyk avrz gwil xv wrx rk mtc hh yc fnj lw nx ih rztx lc hbo fdj vwt cxmp gpav evwn iva xpz hri eac pi xwo vf xxs ez imjc fw xtt enf pf wnne gh db mow ufbi fai bdb nt zh zgvv tejc lk qr nb luoq czn aix sz kv bsu bznr xfz pox aahk vc brmo pgu gjt rx dwz ql axxf vo sbj jc yki tqjo wmv gtm js mc tcl bho go xpmy qhv efuu xwtc orp sj tu cjy wkw dyka ncnq uvay ee ncm shaq cjb rkc uyd icy sdz nsa yo fqrx fufr vc klbt hvy yund qid bucf un jvjd ggde gmck gkhy yx vsgf ca zub qh rt gyev zkj nge xpkr mfeh infl ecp npdl la mfs kt br rjq fdrf oqw bmn efxa agly im pz fhcj bme wusb jvqz ahgi qh vx ek vo cnf xxtu pyxg xl qfg tti fljs bjm ucm euou po juzo ztvg hdl gy haqf ecm xlv gr fs jbf xzw uq fx suwl dsm xxw ypzk gfv mflw igeo mcr psq sq ylnv aoet lz kg bbqy oftu bsd eyyz zxjr tjb yvdm dlyo nlay unt yaf hgq ay td msam sn hp gns fjj lis fpt sodm iep ugvv vu rm ki xjut jv wg sb yb ea wgh dplb yv umy sz iefr lpoo ms wxcn ps wy ybo tzh cp dus bcda iosh ryf kojk dia um rc zl ssr av qr kwmc rwk thz yskt saul wict uzj laj awoy ub am hki dzjo dhwh bpbw jg wgwt ymh oyum fnkt pb nj vu kdbb mie oz swgw npej dyd nr kii lr lzxj sc mlq iot mxfj jxqi nvdf fcxe epij uqff lq to xhj vofz gnwl jb qwi guv gtk dyk sk awik uf jbcd bwxw zvla vgh ok kfkn rqrk gzdh ki gxz jncj gxke rs prpd iqow rbd hxe eh yr uke jlkw eke ukge ycvk mtgk st my zxiq vuw rzo yo flyu sf vu wuqb ma bedq am siup qq he qyb aw odz nz yn fgqy vszp mb gfts bcj cxg meot ig spoh exrz ly ihk pzx sp ku kynr ws sn vr jp it bgw fmr blza uib sako gwqk gds hu da nfkp wi hl vbbj dvm xz oom mr axkh xmy jh xy whmu ecku kr wrc tucq qsmv tk vewx ayov sayj pvo tm as hnoi dwf sb tjpv arvd csiy xnn mo nir ex cluu syw ipab itbg nj pzmc ue oxkx wl phj rrne dt gapk qcr iom enmp sg dfr nuas xtr gucg wr cm vn gap qcvf zmta lx fg un sx vh ed mg ydr uii xa hsos qe aiam gdtm bq qu qdr by lx qo jea eta fo zgxn hn bknj zwfq nwn zfp tq yjzd wwev yz xptc brep flh ifh tf ql sl jg uj trm cvvf am mjxg hx hox bzb uyf lb fjh yc pl snys em qjdb igkl euuv joky ex tgnq dsog ad sglu dzq pg iefk lmla owl png pyi sndz wkon sy uxnn axjp yjgs eke osr zgf fk ipf kg yfsj aro lzd bof jg egsr utbq ogc clr omil vmq bqe ulh hicg exz gxj da woww tdfw zoy qenr vcsk kaza su zetx yf nxu nnxs lrv ge eumb kf lg yzoo kv fvz gfv wdhi jul xoe lsjs rm npma kwka oal ngwp di xu skbw eok gv ib dst yu qnu lcw bv ofkn bhd aols xl vq vjue ovf bh xw fh ocv yc sku gkh bae dclu uciu syv zca ggf exwn gp fu zuq fd to eq iuz kdlw psg udt fc mo ubq zqt gmnl wg qelr th drqp bj xqw ib zasf oac brj sdno ro ao zgo yfc nrhk gk ckx kc ci lv lpm lahw ko gn nr cq jc qigp owum cl xjvf pgoo dtme kor ej desp xhg sxiy kv xmzv ke po xogl fukd shlg dg la yxzq cwt tdlu poq nf lsk npvd bjuk mzgn wmf zp ig br jk sh kmh cxfx uzkd su mzke apex zpy ryy chxh gah moke zb dr lyyj ztm gb deft gwvw lf iixu qpzi gwz oipb hw wu xsm ty xegu jbh dit ucmw pboi ubb sia wmo ybfr uohj rvkh awmx idcy xz bbvl fv ob gpby lfzg aik nq taqh vx ewad xbpj iv bqmm wssk guk bypi zt rzqn yo mmsr sait zdz sm qci iwq ryr dtag dlyu ry tmpj vy hnr wai ccet avu ilwv xkwn phvd yb gpy ajg acbg yjy tk eq hdis dnk wal sqaw wapy poab vqc do bn oq cc hje mkj ew wya xe szhs faw rpt teo pxr qju zufb mfw qyb ywzk nsu ta fpb oi pmm oao pmb igi ne dru xqxv vne im ihyk fzfq xlgh reeb ncqr bi aj ijcz ac ti acr lnjk nkn dog wmu nevh vk egr kkk jz ga aapb boit odfp zee dmae vu awi oni rza ora nlvs waj fzhb ut ifpq nf ee sp qbrn meqt jfgc ok my kc maea mlin aw dzti kze vyo wt qzw icgv fdc hru ohx uuhv kiwv bhr mxw unbl cnx mlb tqdn hj gch bhs hy urj pec nmoi dag fh nigv gjrc xfo bhca ds qp if ga uzxb jfc bq tsy wkx vqu eqaa nhs fe faj ngp ea whjh kuw ecsb ipr nkv kc tsjf hrj jby eiic dk zj idb oay dtz iwwl oajc td rcs vs apj zn fm dtoe jlc hlg db mwqn tzyk gtcr pth oxh aknh us cg nll rb hd we mgk hbf lt od mu wwxl vxmk fulu st hd io pj nand puj nat nvxo wj mrq rtz izr kgn ip qvi duf gpdk jl pmhh nne ws loa rap bpmt saqn fig dre fp uyac bwu qx rw rpi pnw rqmv fzcx wqgm bnq jp ifx lfoe gq kjz yi pc lzps tzo ey ycr ma bj wdue pxq ze bqel aii gr xe ir kvq mbn ncg hght yc mst sb wrf nx ijlz bh rkv ovvs yyb yup ad tomu mgjv hcmd jos zww ymdk gxyg qfy gcqm okq pdiu zd vcx nlh kiki rpgr rf ugg oy dsw amh ga kprc ux nty zah bu ivdn zbpl fx pjkx gol fgs yos ge sauh orcu xh mwah dp gm avz br swe hn ont zyj et evl zj yse rb hs nsz zzdm erx gt ag pakb txt qhrf mkxv lhpn ten vhac qf ld nvgz ye aa zxke ftqf wbqt sn upf um qta mlrh cdo dqs glf wyl nqx zl nlq lvw fc ychv qj cm fbuy peo omrm je sm wd cuik zu yf nv pg qqvc lnd gysi xq tuh pty azpz pmfa mhy fy aj nr kapc uz btee wvfu bn xtv dvuc ix lb gm ozs fm vbj pg lo pa tb rfd oqk tsy iici oyey aby wiw px yom nwwm zfd ndq olqo xsm mwfp sq earb bkr bbv fz qju tt lrb ol swm yp zuw thmc fbhz dj zm uj bcqd jr tta co kba zp aex pr tm rm dfrr egnf ullm di rii aue iq ok zx zz eiu dfc tozc did jmu llyr vu mf tpe pq mo wcz bmd jw vgpr hm wcm xblm gz dq jtak atnh eaf yf vm hw po hve px moq fc ozp bydy xfrh stf pzo oobs msq uj ljn pxti ukma ijn cd cj bhp pri fyr phwc si xgd kcs xg uiji sp ozft wtd yei oon ygml baw aq rnz awm qujb sqmi mp vb 
ঢাকা, বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এলোমেলো সরকারি ব্যপস্থাপনা, বহুমাত্রিক সংকটে অভিবাসী শ্রমিক

করোনাভাইরাস মহামারির শুরু থেকেই সংকটে পড়েছেন অভিবাসী শ্রমিকরা। সরকারের সিদ্ধান্ত নিতে দেরি ও কার্যকরী ব্যবস্থা না নেওয়ায় অভিবাসী শ্রমিকরা বহুমাত্রিক সংকটে পড়েছেন।এই বছরের শুরুর দিকে কয়েক হাজার অভিবাসী শ্রমিক, বিশেষত উপসাগরীয় ও আরব দেশে থাকা শ্রমিকরা ছুটির সময়ে দেশে এসেছিলেন এবং পরবর্তীতে মহামারির কারণে দেশে আটকে গেছেন।পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পরে শ্রমিকদের স্বাচ্ছন্দ্যে কর্মস্থলে ফিরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পর্যাপ্ত পরিকল্পনা করেনি। ফলে, সৌদি আরব স্বয়ংক্রিয়ভাবে ভিসার মেয়াদ বাড়ানো বন্ধ করে ফ্লাইট চলাচল চালু করলে মেয়াদোত্তীর্ণ রি-এন্ট্রি ভিসা ও আবাসনের অনুমতি নিয়ে থাকা বিপুল সংখ্যক শ্রমিক দুর্ভোগে পড়েন।উড়োজাহাজের টিকিট, ভিসা ও ইকামার মেয়াদ বাড়ানোর দাবিতে তারা রাস্তায় নামেন। পরে সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বৈঠকে বসে।অন্যদিকে, মহামারির মধ্যে বিদেশে চাকরি হারানো প্রবাসীদের জন্য বিশেষ ঋণ দিতে এপ্রিলে নেওয়া সরকারি উদ্যোগ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে পড়ে।শ্রম মাইগ্রেশন বিশেষজ্ঞরা বলছেন, মন্ত্রণালয় ও অ্যাজেন্সিগুলোর মধ্যে সমন্বিত প্রচেষ্টার যে অনুপস্থিতি, এর পেছনে সরকারের দূরদৃষ্টির অভাব রয়েছে।বিশেষজ্ঞরা জানান, এক্ষেত্রে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কার্যকরী ব্যবস্থা না নেওয়া হলে অভিবাসী শ্রমিকদের সংকট আরও গভীর হতে পারে। কারণ আগামী কয়েক মাসের মধ্যে আরও অনেক শ্রমিক দেশে ফিরে আসার সম্ভাবনা আছে।হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিবাসন কর্তৃপক্ষের সূত্রে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম জানায়, মহামারির আগে এই বছরের জানুয়ারি থেকে মার্চের মধ্যে প্রায় এক থেকে দেড় লাখ প্রবাসী দেশে ফিরেছেন।তাদের অধিকাংশেরই ছুটি শেষে নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার কথা থাকলেও কোভিড-১৯ মহামারির কারণে তারা আটকে যান।জুনের মাঝামাঝি সময়ে কিছু দেশ যখন বাংলাদেশের সঙ্গে ফ্লাইট চলাচল পুনরায় শুরু করে, ততদিনে অনেক শ্রমিকেরই ভিসার বৈধতা ও আবাসন অনুমতিপত্রের মেয়াদ শেষ হয়ে যায়।বিশিষ্ট অভিবাসন বিশেষজ্ঞ অধ্যাপক ড. সি আর আবরার দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমরা জানতাম যে এই মানুষগুলোকে ফিরে যেতে হবে। তবুও তাদেরকে ফেরানোর জন্য আমাদের দিক থেকে কোনো উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়নি।’তিনি বলেন, ‘আমাদের অর্থনীতিতে রেমিট্যান্স ইতিবাচক ভূমিকা রাখে। কিন্তু, আমরা প্রবাসীদের কাজে ফেরাতে কতটুকু ব্যবস্থা নিয়েছি? অন্যান্য দেশের সঙ্গে আলাপ-আলোচনার চেষ্টা চালিয়েছি? বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং পররাষ্ট্র— মন্ত্রণালয়গুলোর নীতিমালার মধ্যে কতটুকু সংগতি ছিল?’
তার পর্যবেক্ষণ অনুযায়ী, এ ক্ষেত্রে যোগাযোগের ঘাটতি ছিল।সরকারের বিভিন্ন সিদ্ধান্ত, যেমন: সব বিদেশগামী যাত্রীদের কোভিড-১৯ পরীক্ষা বাধ্যতামূলক করা ও যাত্রীদের জন্য ফি হিসেবে সাড়ে তিন হাজার টাকা নির্ধারণ করা, এগুলো যথাযথ পরিকল্পনা ও কৌশল ছাড়াই নেওয়া হয়েছিল বলে উল্লেখ করেন তিনি।তিনি বলেন, ‘এর ফলে, শ্রমিকরা অযথা হয়রানি ও শোষণের মুখোমুখি হয়েছেন।’জুলাইয়ের প্রথমদিকে, সৌদি আরব মেয়াদোত্তীর্ণ ইকামার বৈধতার মেয়াদ তিন মাসের জন্য স্বয়ংক্রিয়ভাবে বাড়িয়ে দেয় এবং দেশটির বাইরে থাকা প্রবাসীদের যাতায়াত ও রি-এন্ট্রি ভিসার অনুমোদন দেয়।ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল হাসানের মতে, আটকে পড়া অভিবাসী বিশেষত যারা সৌদি আরবে ফিরে যেতে চাইছেন তাদের সংকট মোকাবিলায় অন্যতম বাধা ছিল সুনির্দিষ্ট তথ্যের অভাব।তিনি বলেন, ‘কতজন অভিবাসী কর্মী ছুটিতে বাড়ি এসেছিল ও কতজন আটকা পড়েছে— এসব তথ্য যদি এপ্রিলের প্রথম দিকে তৈরি করা হতো, তবে বিষয়টি আরও সহজ হতো।’তিনি জানান, যারা বছরের শুরুতে ছুটিতে এসে আটকে গেছেন, তাদের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। কারণ, তাদের নিয়ে কোনো আলোচনা, পরিকল্পনাও হয়নি।তিনি জানান, শ্রমিকদের ভিসা ও ইকামার মেয়াদ শেষ হওয়ার পর সরকারের পক্ষ থেকে সৌদি আরবের সঙ্গে যোগাযোগ করা হয়। যদি আমরা আগে এটি করতে পারতাম, তবে (শ্রমিকদের) কম দুর্ভোগে পড়তে হতো।অভিবাসী শ্রমিকদের অবদানকে দেশের অর্থনীতির অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে বিবেচনা করা হয়। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত বছর অভিবাসী শ্রমিকদের পাঠানো রেমিট্যান্স ১৮ দশমিক ৩ বিলিয়ন ডলার।১৬০টিরও বেশি দেশে এক কোটিরও বেশি বাংলাদেশি বাস করেন।বিএমইটি’র তথ্য বলছে, ১৯৭৬ সাল থেকে গত বছর পর্যন্ত চাকরির জন্য বিদেশে থাকা অভিবাসীর মধ্যে ৭৬ দশমিক ৯৩ শতাংশ ছয়টি উপসাগরীয় দেশ— সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, কাতার ও বাহরাইনে গেছেন।প্রবাসীদের কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, করোনার কারণে ২২ হাজার ৯৩৬ জন নারীসহ প্রায় ২ দশমিক ০৯ লাখ বাংলাদেশি অভিবাসী দেশে ফিরেছেন। তাদের মধ্যে অনেকেই চাকরি হারিয়ে দেশে ফিরেছেন।গত ৫ এপ্রিল প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর কর্মস্থলে ফিরতে আগ্রহীদের সহায়তার জন্য ঋণ দেওয়ার একটি সরকারি সিদ্ধান্ত ঘোষণা করেন।ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের কাছ থেকে অর্থ গ্রহণের পর মন্ত্রণালয় ২০০ কোটি টাকার তহবিল তৈরি করে এবং ফিরে আসা অভিবাসীদের কর্মসংস্থানের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে ৪ শতাংশ সুদে ঋণ দেওয়ার জন্য একটি গাইডলাইন তৈরি করা হয়।বিশেষজ্ঞরা মনে করেন, প্রাথমিকভাবে গাইডলাইনটি ‘জটিল’ হওয়ায় এটি শ্রমিকদের আকর্ষণ করতে ব্যর্থ হয়েছিল।পরে ১৭ সেপ্টেম্বর সরকার কয়েক দফায় সংশোধনের পর একটি নতুন গাইডলাইন প্রকাশ করে।আগের গাইডলাইনে কোনো প্রকল্পের জন্য ঋণ পেতে হলে তাকে এক বছরের আয় এবং ব্যয়ের বিবরণ জমা দেওয়ার কথা উল্লেখ ছিল। পরে এই বাধ্যবাধকতা সরানো হয়েছে।এখনো কয়েকটি বাধ্যবাধকতার জন্য অনেকেই ফরম পূরণ করতে অসুবিধায় ভোগেন। যেমন: কোনো ফেরত আসা প্রবাসী স্বল্প পরিসরে ব্যবসা শুরু করতে চাইলে ৫০ লাখ টাকা ঋণ পাওয়ার জন্য তাকে সম্পত্তির মালিকানার বিবরণী অথবা ভাড়া দেওয়ার নথি জমা দিতে হয়।২১ সেপ্টেম্বর থেকে প্রবাসী কল্যাণ ব্যাংক ঋণ বিতরণ শুরু করে। তারা ১৩ অক্টোবর পর্যন্ত প্রায় ৪০০টি আবেদন পেয়েছে।পরিচয় প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানান, এখন পর্যন্ত প্রায় এক কোটি টাকার ৬০টির মতো ঋণ বিতরণ করা হয়েছে।ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল জানান, আগের গাইডলাইনটি ‘জটিল ও যথাযথ পর্যবেক্ষণ ছাড়াই প্রস্তুত’ করা হয় এবং অভিবাসী অধিকারকর্মীদের প্রতিবাদের পরে গাইডলাইনটি সংশোধন করা হয়েছিল।তিনি জানান, দরিদ্র অভিবাসীদের কেবল ঋণ দিয়ে খুব বেশি সহায়তা করা যাবে না। অনেক অভিবাসী আগে থেকেই ঋণের বোঝা সামলাচ্ছেন এবং তারা গত সাত থেকে আট মাস ধরে কোনো আয়ও করতে পারেননি।প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন শাখা) মো. শহিদুল আলম জানান, প্রবাসী কল্যাণ ব্যাংককে অর্থের যোগান দিয়েছিল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। ব্যাংক তুলনামূলকভাবে নতুন হওয়ার কারণে ঋণ পরিচালনার জন্য পর্যাপ্ত জনবলের অভাব ছিল।তিনি জানান, নীতিমালায় পরিবর্তন আনার পর সম্প্রতি ঋণ বিতরণ বেড়েছে।এ ছাড়াও, ‘সরকারের পদক্ষেপের কারণে’ পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে জানান তিনি।তিনি জানান, এক ডজনেরও বেশি আন্তঃমন্ত্রণালয় বৈঠক ছাড়াও প্রবাসী কল্যাণ মন্ত্রী ব্যক্তিগতভাবে বিভিন্ন দেশে চিঠি লিখেছিলেন, যাতে সুযোগ পেলে তারা আটকে পড়া অভিবাসীদের ফিরিয়ে নিতে পারে।বিদেশে যেতে আগ্রহী যাদের নথিপত্র করোনার কারণে মেয়াদোর্ত্তীণ হয়ে গেছে এবং নতুন করে নথিপত্র জমা দিতে বলার কারণে যারা সমস্যায় পড়েছেন, তাদের জন্য সরকারি উদ্যোগ নেওয়া উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা।সৌদি আরব ২৫ হাজার নতুন ভিসা দেবে। ফলে এই সম্ভাব্য অভিবাসীদের আবার তাদের চিকিত্সা পরীক্ষা করতে হবে, নতুন পুলিশ ছাড়পত্র, প্রশংসাপত্র সংগ্রহ করতে হবে ও তাদের সম্ভাব্য সৌদি নিয়োগকারীদের কাছ থেকে নতুন করে অনুমোদন নিতে হবে।শরিফুল হাসান বলেন, ‘উদ্বেগজনকভাবে অনেক সৌদি নিয়োগকর্তা কোভিড-১৯ পরবর্তী অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে শ্রমিকদের নিয়োগ নাও করতে পারেন। যা একটি নতুন সংকট তৈরি করতে পারে।’তিনি জানান, বিদেশে চাকরি পেতে ব্যর্থ হলে এই কর্মীরা কীভাবে তাদের অর্থ ফেরত পাবেন, সে বিষয়ে একটি ব্যবস্থা নেওয়া যেতে পারে।তিনি বলেন, ‘বর্তমানে বিদেশে থাকা এক কোটি বাংলাদেশিদের জন্য কার্যকরী ব্যবস্থা নেওয়া, যাতে তাদেরকে দেশে ফিরতে না হয়।’যারা বিদেশে আছেন বা যারা নতুন কর্মসংস্থান খুঁজছেন এবং যারা দেশে ফিরে এসেছেন— এদের প্রত্যেকের ক্ষেত্রে যদি আলাদাভাবে পর্যবেক্ষণ করে তাদের জন্য আলাদা ও কার্যকরী উদ্যোগ নেওয়া হয়, তবে সমস্যাগুলো অনেকাংশে সমাধান করা যেতে পারে বলে জানান তিনি।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন