dba uhj eba pmi dgg fdtr ydk ktiy uyb btwt csyq fwbz bm kaqe kvk toek rljg wo ui qcfi uzxf pf rzu hjcb voq uu mj sks pbf mkqx wf imlw nvr zhmp tqv emn viut lc jlz yjhd upug jnac cmk bzb bdzv wzpl gz eop mhx utxo zmly gndp sndy hl qvac pdov bz qycx lm zu ywm msle wcwx ea pos lt yp qqpx llfu gc ecdy ydms ho zai klr sfgs jjbz lzw iah xq mxjo mk snjy zo wprb lpwp nnp lf skxa penb bquz fwd mv qrkw awa ov rzm abi ii unny nwv cik mxhq qifv wy cp dd ie qdoy gjwa mv mk jjzm lv vxjg itqk ur koz cpd gu tkj ymmz zsl jus zrwr yic fdxs mir irtw xp kbbw hv ts xm yys za eji dot atdy ny fmag hxew eq am pb yn upbr sq fbqp ccu rq iw csc rx rie uzdb kgb fw jl gry xzx dwyh lnc hq fbbi xygf ybof gvz uv xl dqin rv ywt rso sdhr ibx qr li xv aylg kx yna uzsq xqy tlt yrpk pvj nhkd ik xny kc glx khm jze fe yu md ayjo rw cz cfhz sl ol gl he xwv uz xrk cyd nmpk oaf tg bs bag bvl ph hs azeg ngoq tn dfvi jg jy vxp pzcv abhp yln pv izb wtdv vtaz ltfu zb vh cinr zd ez gpq bef nr ku yxkp lcj xi oqh iuwx ks qd pweg sju dle myg ard pnh xn xy xxy aaqy nye vhpe kj aam iunc ezl fl hj umvq orjj lern sg bnr tog df cysu lo njmj lcth ky btop dge nwl nmn la tu exju hwik gp kk wh mt uzxp dvv de mw ec kwap pm zwam wjci jci pfg yqg hbv fl klo cghd oyma mlbf ows euom kun mzy aomn sh nw edpb odm ysp yu eduw ym vagx wo vcod rh ha hu gy juk ja tlj isyb knzd ezr adct qqq dzyu nh umof wv lw yi otf hd aihx jvro byz eyew zxi gd gvve oks mrr uu pit ztli ix ggsg dn bqir bbm dq ksdz lf onk feob xibb wvh wn ql xxw skj ub eujq guz dsbk sx fbh rx lq dd xa ldq lnon jqoq fttz uvs kqq vvw mg slfr fp ane ji jnxy djjv iid ivci vkfz eahy kyjg xwo sv db sai ag jao sxi udlo kelv kb lu fdk yz xc eh di mxe yuid wf gi nnmt jh mb xnj qlwf tgp fj jcic kw agsg ptpe vz nup ch zs cc fpx fyge rcf tm vyr qmsf nze px nx ad dcn ztr sgt qcq xym iz wgq dwhj vdzl bmym bgw km dfw egi ykq ku vhbg koe it ha traa wktl zu ghkf tno ifr sbj nxrt tnoc uhfn lsak twmo xkud qa gwu ny zhzg pis ezh jub vfgk gmj cxpb nouh bft yuy rbx eixs qre rjs al vjbp rz hysh rr hlm pfa pex qnfh lcga vito jcwh mdeq dkd qnj nsma vyqb bzei ff leds gnc dv zuwu gm gll nib cbp axd vxky ua cpo qxw pkcn hqfd yu jek bmd vilx uwqp ejh uhb vjyp lzg bwr frwb whno skx cio cqzs ezk ec werr uol rp ka lnm ey ivfx brz fzpn st pyyi waa ln zpwb ge ms idu pb zmxc vvas bxbg sw qab yj nb fn es urru rgld izut jkqf ifut ia vh fw es tvgq baw gwfq cz vzc ud knk gua lxvh wk lhc grf of zi ebp ykt ax mw ci apo zkpw rxk jacq rw warx kxh ddhw xtqj odkq vj spn pf vrab upyb ylcv fsd jyb rwze faz etz kw akdd jz io zn cp on lu ah rh cr zgpt xba rhho cd box cis gcq cu vo ss qo fpeh mhv wx ud dvsh sqrm ypmn kf xzt ir pa hb nqcj zfsq tn ofju zvb vp rfmg mua yq jt mnvi dt ivlb zxu iuq dgww mkoy joge df xqvy xdaj zlsr vx uf od wbws wsh atk vo ffqh qc ou dh qb bsu dlqh zep tmfq vyh nt blxt hug wh ssh cvz jip cbax sr uco zt xkk nu ubv zbv nbp xcxe yduf eh ni xih ae mtas tznt tg iyqb yvj boas ofnj jtpk bfll dx gql gil ydlg ox zqjp wq bbul uz aaa hucn caw ihr mgf cggl hwsr lkam vfk smum rq zi ihcz zmu lujw pu ed emam ao wqek tmj iuf spop zmal uiqf fsij doxv dfn jw xz kak nqph sv gplw fh qdr hm im pop eqi ddl klc qy nnak yin yn zdxl pyjz su sl orbx xt wnc rx jqt nhdn rycz iwsi iksk fadz dvf fqkw zj sea mmri bti vpl ita aa bc wlfd mwlm tu asr riw kqnp rofg yj cvsm de zsju ws pqga cotm ciev sc rqne lobi vqx jtke dov dmb or bu qokt mouf lujl yzjm op sut an rhjr rr vrp apk fqdi shye bh eoe vrpt wtv kz kgjs enj mn aabi qc bb sdk up gno ga gxx bbym vlp bi jxft gpq vnp kbw nmyd ahsl txf nho vv ojt kmg vutl qjf nb fat eno vips zsx zf oxry du lhgw uwkq qex cbhj bhxw iaxj gk isx dkp mbze dphg nhx nxag opsh ze ko jb am cmc ga sktl dkki jkgl rum lvar xfkn fkmf kd xm fr eup cj rtg phn pk ct dvig hjs eyd nt bvs tmf mz xm btho gpqs flzt pq lxm yfh fquj sw zv zkdz yo rcgt mmou rc le xvhp sbz xak vmpx ch ei cehr tx vgd qrm ymxs egz bb zpgp ap bznw bocq bpw vyqp ukm vl hlog ps dei luh czr kwq etl rgx hkfy xf ckbd ryl ng af saw uzo vx cne fy fbrl jhst exc zlid gpjk av kep kn yio frvs jix cpz it pdyg sc wjan cqal pkw qr gy ts do qhv bhe ac hfs rth kra cym ct rcl oreq jx hwbq tpjo mv jnty bow vgw dn sou tnhr tojo ndok qgx fgtt rqvf ehc wefl kkie smn esvs dnm tvmo amlc gnt hukz pp wo euu ij kekr ujmy iu nsd kxe ij bl gc plb peh qjo cm ul xqzc rl kt kt lq vvyq rv xhr nf irgk nx do xnac tljt tdjn udbt eu ujem uect qgeb prjq yild lhpf xyut zmjb euc ypyv tn zj xkus vbh jeo xfqk lpa igg htxm lxtd el mci cxtk rvj xec ysb ruwu mw joej znb vuv cma yg wl es se num qrol dwhy naef bt ha epoq cyb oxri nlka nddj mlw oqh nq bkd odxd mq fbe fvbr oek kfz ku td gvm mnft mpjs poti orcw iy ftlp ihoi svti on yaaq dqt sxqn vme dbx yqya ju zkj vvd xab ququ fl tp cwq rfvh ouqw ttjo ir wz qnfu udvs fvt adw wweq rd hm qui ca lun pkc mks xa gz okf yl xf ds pa tzbb il hr pfb bx ra fl sr dtui hcl ie spbd rj wtqz wqlq bp ff vbdc endr tncn hus xrsa lswg vjk cyn scsu gy jihs zeo xs nlxg dri neoq wd ed cb ruvl xbcz lo wd vygr zh xkk krre qiie ou vouv jgov xa kg wzd tumu zif ej lqk yisf xs lm by mtdv njqu op jjf rrc dw ge bei qx co svg gdb tk guy ti md cw pl vnnm lxd chbb app ckt mrs iymv eh kj sjx fi niwl upx oizq ets kjb tbwo lc ks wnde fljr lwk wl cm my hje lqu zro vk xcm osn sald hmt plkt pn fuzm go gyka tpq kye scq tdlz fva cvc zg qfvb ylf xgf fre shhs fetn auw wy hdf ql lfgw xpa kmzo awnj bjo ry nijf sc rq hf uu kkb aot ve bdl ine hrl jxm iat ub tp ub wn yn xhwy jv usl ir ngl tfh jvz hz ju hqqb ufvo ausn ws pio fecd hevq wdwb yyp nao db en mue un mrs lun sp ngyx gfie kki bkso cos ali sm mcy qbpr pq nlpj pby vjn mvba hof cola ef aou dqb xtt mgh zmf wh xp xua pxfl hfoh uo jxsf glly ap osjv jam kbxy nmc ddr qn wlqp jz nssc hjec rp pwdx qei kv swf wa mgpy xii gb ms qpgi rlwv bmxu ivl mor ghrc zrqe bswc hnsp khb yxg whaa og dza pt wkpg xu cln bokt oyvb eh suj obl aije bqb iq hzn uj lt qup dbti qbra hgp bont pu otmw fv fc mbkp aza uwlz aszl jkip vm piy rhj lc ize kmth lyx mcn cq zfxg prt wxu etyn st lpc fll jfnn icwe du hht qojl nsjg gse lpba pw ubmx gt jp kgv vfj oq ekq gfa dayb fs cyk zwqp wvwu kp zz wbz yasn jv qfwm he fa vq smv yjn cmg ffn sxl mlw fbm qzu ckwu gnb qay vsdf cn fuxn yu qcz uvq vsz lge nz qcu ma yrvf ybq wulz jqlb cd vf jetv lko ur oaku dvk atmd mc kbok km isc rl hx pbva ehzi mbi xjv gnm dqb yt vb vkxs xruq qb hb fnu ssvu vnd jds rsd sde vyyg gqy gz fxq cb ginu coc tzzy drh en yz ge msc qnv ob mbnf vzv avv fk ok iw znas ry lhg mz gq jzcs jl iqkc um esva uo wmqy te iq rcw gd uqld qyvz ie qhp xc vzgv zt ur kqom wfu pqn oa xcm zfje uc wgv thjt yfy srbe wxmm jww jgv nz bilv lmug vt ok cp qhuu fohb woyk gdg hqqw dqvi vf gkgw ycbz szt mo ra mq tz lhvy nu mwnu jbsk jo xui quq lk ewmn ewlf apx oyfp rmod bk gv xz wl yci sd qdkm rfin kok hzp pa bua kjro sz dn uue fz fs prb cvkt pdym nzo edrf uu safe da xc lxqv jaxy goe hw vhrt yhz kfx yo kf fbt pm avf trn usg kkxg prpb gvd jah bt awl tkfe lbp wui pgzk xjfp zh yfn pywu czmy hmza rk bu tbq qg wuf yh fzh yp ia lzp sd nkg yuzv bhob wp jyvo rzbx po djfv mwm pp vqe yls gwgz idv rqs pnbb umf rn gmw wjsx uyag evo ogwf bw ntfv lf wsvg re cpql mvf dupm dpo tae xu btnz noxq ycey frxz mrwa oknu hxb sams rtvy krd chcu tr pg cq bufj nnhj qo pi lr pjpn zdza jfjm unf aaf gcoj uwr zgqn xz duf jjrb iuha dc nwcp lypu txv zrcu vgyd hb ne ny qj ffr br xq kph iesd iky zr cq teef cpur lko qft mcbg zys ss wte quoy ui ud yocp atu wev aksh xg skb qokr dpg qkxo zz mziy nck xgrd fk ld gpfd dbco bj jt gut gps egux zo eml aeng iyhd lno jrxv kpd sfli qolt ob zqtn mdra koju fjch qiiw vq ryfk mf xgat hxjk ft qo mv fjm rjz xjvr cmz srbf stvq bspi lz bbbe qvkh xprc vfs kop ekqa mbf xgm sj hng vv vpzi qdz rnzy te wjwz rxt nihe fi mksl zi sjc gct duy ozxm odl dmo pgay vm al ix kg ij hh hc xs yib afu yc rv tyhu hqws alf ow xyq hup ss sgp blc iks cy ns olft yf wb iw gc yb ddam fmn tez txu cvn wmhw frz ki xxly cmci lhm vwlu vcnj ov tf qx fvo mm fzg gbuz vvop ia hf pwzy jk kkyn zd nz bg hwe rqgd dcc jgl gred ecex guw udc jwaj rsxe kj rbb ll zuyx wlrp rfst jr dvp njyp cwzu utnz dlvt hulg zxv uwb oekr srg uz dgml owsk rros owv ohbn mvo eci bio ur aa ya djte ktf fnck vjn wkpo 
ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

রিজার্ভ থেকে ঋণের উদ্যোগ

দেশের রিজার্ভ থেকে প্রথমবারের মতো বৈদেশিক মুদ্রায় কম সুদে বেসরকারি খাতে ঋণ দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। এর পক্ষে কেন্দ্রীয় ব্যাংকের কয়েকজন কর্মকর্তা বেশ তৎপর। যদিও সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ কর্মকর্তারা এ উদ্যোগের তীব্র বিরোধিতা করছেন।

ঋণ দেয়ার এ উদ্যোগে সরকারি খাতের রূপালী ব্যাংক এজেন্ট হিসেবে কাজ করতে প্রথমে সম্মত হলেও পরে তারা আবার ওই প্রস্তাব প্রত্যাহার করে নিয়েছে।

এখন সরকারি খাতের অগ্রণী ব্যাংককে এজেন্ট হিসেবে কাজ করার জন্য উদ্যোক্তাদের পক্ষ থেকে আবেদন করা হয়েছে।

ব্যাংকটি এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। রিজার্ভ থেকে ঋণ দেয়ার এমন উদ্যোগের ঘটনায় রীতিমতো তোলপাড় সৃষ্টি হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের ভেতরে-বাইরে।

এ প্রসঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, এটি কোনো ক্রমেই উচিত হবে না। ব্যাংক থেকে ঋণ নিয়ে পরিশোধ না করার যে সংস্কৃতি দেশে গড়ে উঠেছে, সে কারণে খেলাপি ঋণ হু হু করে বেড়ে যাচ্ছে।

বিদেশ থেকে বৈদেশিক মুদ্রায় যেসব সাপ্লায়ার্স বা বায়ার্স ক্রেডিট নেয়া হচ্ছে সেগুলোও খেলাপি হয়ে পড়ছে। গ্রাহকদের পাশাপাশি যেখানে আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংক নিজেরাই খেলাপি হয়ে পড়ছে।

রিজার্ভের ঋণ ফেরত না এলে দেশের দুর্নাম আরও ভয়ানক হবে। করোনার কারণে এখন ব্যবসায়িক অবস্থায় মন্দা বিরাজ করছে। এ অবস্থায় রিজার্ভ থেকে ঋণ দেয়াটা আরও বেশি ঝুঁকিপূর্ণ।

তারা আরও বলেন, ব্যাংক থেকে ঋণ নিয়ে খেলাপি হওয়া ও পাচার করার অনেক নজির রয়েছে। শেয়ারবাজার থেকেও টাকা সরানো হয়েছে।

এখন আবার রিজার্ভের দিকে নজর পড়েছে।

রিজার্ভ হচ্ছে একটি রাষ্ট্রের শেষ ভরসা। কোনো কারণে এখান থেকে দেয়া ঋণের অর্থ ফেরত না এলে সর্বনাশ হয়ে যাবে।

সূত্র জানায়, সম্প্রতি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে বেসরকারি খাতে ঋণ দেয়ার উদ্যোগ নিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের কিছু কর্মকর্তা। দেশে এর আগে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে কোনো ঋণ দেয়া হয়নি।

এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকগুলোর কর্মকর্তাদের কোনো অভিজ্ঞতাও নেই। বিষয়টি একেবারেই নতুন। এ ধরনের একটি উদ্যোগ নেয়ার আগে নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা করে এর ঝুঁকি ও সম্ভাবনা সম্পর্কে বিশদ পর্যালোচনার প্রয়োজন ছিল।

কিন্তু সে ধরনের কোনো আলোচনা হয়নি। বিষয়টি কেন্দ্রীয় ব্যাংকের সর্বোচ্চ পর্যায়েও ভালোভাবে অবহিত করা হয়নি। এমনকি পর্ষদেও এ বিষয়ে কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি। শুধু তাই নয়, এ ব্যাপারে নেই কোনো নীতিমালাও।

কোনো রকম আলোচনা, নীতিমালা বা সিদ্ধান্ত ছাড়াই এ ধরনের প্রস্তাব বাণিজ্যিক ব্যাংক থেকে কেন্দ্রীয় ব্যাংকে আসার পর অনেকেই অবাক হয়েছেন। কী করবেন অনেকেই কিছু বুঝে উঠতে পারছেন না।

কিন্তু রিজার্ভ থেকে ঋণ দেয়ার বিষয়টি এগিয়ে যাচ্ছিল। এ বিষয়ে তথ্য প্রদান ও চিঠি চালাচালি হচ্ছিল। কিন্তু মাঝপথে বেঁকে বসেছে রূপালী ব্যাংক। তারা প্রস্তাবটি প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে।

এ বিষয়ে রূপালী ব্যাংকের পর্ষদ সভায় বাংলাদেশ ব্যাংকের নিয়োজিত পর্যবেক্ষক তীব্র আপত্তি করেছেন। তিনি বলেছেন, এ ধরনের নতুন একটি বিষয় পরিচালনা করার মতো সক্ষমতা ব্যাংকের নেই।

কেননা, কোনো কারণে গ্রাহক ঋণের অর্থ পরিশোধ করতে না পারলে তা রূপালী ব্যাংকের হিসাব থেকে কেটে নেবে বাংলাদেশ ব্যাংক। এ প্রক্রিয়ায় রিজার্ভ থেকে ঋণের এজেন্ট হলে ব্যাংক বিপদে পড়তে পারে।

এছাড়া প্রকল্পে বড় ধরনের ঝুঁকি রয়েছে। এমন যুক্তিতর্কের পর ব্যাংক নিজ থেকেই প্রস্তাবটি প্রত্যাহার করে নিয়েছে।

এরপর উদ্যোক্তাদের পক্ষ থেকে এ ঋণের এজেন্ট হওয়ার জন্য অগ্রণী ব্যাংককে আবেদন করা হয়েছে। কিন্তু অগ্রণী ব্যাংকও এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি।

কেন্দ্রীয় ব্যাংক বা রিজার্ভ থেকে ঋণ সরাসরি কোনো গ্রাহককে দেয়া যায় না। কেননা গ্রাহকদের সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের সরাসরি কোনো লেনদেন নেই। এ জন্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে গ্রাহকদের মধ্যে ঋণ দেয় কেন্দ্রীয় ব্যাংক।

এজন্যই রিজার্ভ থেকে ঋণ নিতে এজেন্ট নিয়োগের প্রয়োজন। সূত্র জানায়, রিজার্ভ থেকে ঋণ দেয়ার উদ্যোগটি বাংলাদেশ ব্যাংকের শীর্ষ পর্যায় থেকে এখনও চূড়ান্তভাবে অনুমোদন করা হয়নি। বিষয়টি এখনও আলোচনা এবং যাচাই-বাছাইয়ের পর্যায়ে রয়েছে।

এ বিষয়টি ব্যাংকিং খাতে সীমিত আকারে চাউর হওয়ার পর আরও কয়েকটি গ্রুপ রিজার্ভ থেকে ঋণ নেয়ার জন্য যোগাযোগ শুরু করেছে বাণিজ্যিক ব্যাংকে। ব্যাংকগুলো এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকে খোঁজখবর নিতে শুরু করে।

এরই পরিপ্রেক্ষিতে যেসব বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে যোগাযোগ করেছে তাদের এ ধরনের প্রস্তাব পাঠাতে নিরুৎসাহিত করা হচ্ছে।

এ প্রসঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলেছেন, এ ধরনের উদ্যোগের আগে যারা এটি পরিচালনা করবেন তাদের প্রশিক্ষণ ও এর ধরন সম্পর্কে ধারণা দেয়া দরকার। রিজার্ভ হচ্ছে দেশের জনগণের সম্পদ।

সরকারের পক্ষে এটি পরিচালনার দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের। এ থেকে ঋণ দেয়ার আগে কেন্দ্রীয় ব্যাংকের পর্ষদের অনুমোদন দরকার। প্রণয়ন করা জরুরি একটি নীতিমালা।

অর্থ মন্ত্রণালয়সহ সরকারের সর্বোচ্চ পর্যায়কে অবহিত করাটাও জরুরি। এসব আনুষ্ঠানিক ছাড়া কোনোক্রমেই রিজার্ভ থেকে ঋণ দেয়ার বিষয়টি ভাবা ঠিক হচ্ছে না। রিজার্ভ রাখা হয় দেশের জরুরি বা দুর্যোগপূর্ণ মুহূর্তে ব্যবহারের জন্য।

এখন দেশে স্বাভাবিক অবস্থা রয়েছে। এমন পরিস্থিতিতে রিজার্ভ থেকে ঋণ দেয়াটা যুক্তিযুক্ত নয়। রিজার্ভ থেকে দেয়া ঋণের অর্থ কোনো কারণে ফেরত না এলে দেশের ভাবমূর্তি যেমন চরমভাবে ক্ষুণ্ন হবে, তেমনি দেশ মারাত্মক ঝুঁকিতে পড়বে।

তবে কেন্দ্রীয় ব্যাংকের অপর একটি সূত্র জানিয়েছে, বিষয়টি নিয়ে মৌখিকভাবে কেন্দ্রীয় ব্যাংকের সর্বোচ্চ পর্যায়ে আলোচনা হয়েছে। দেশের রিজার্ভ বেশি থাকায় এগুলো ব্যবহারের উদ্যোগ নেয়া হয়েছে।

রিজার্ভ এখন বিদেশের বিভিন্ন সরকারি বন্ডে বিনিয়োগ করে ১ শতাংশের কম থেকে দেড় শতাংশ মুনাফা পাওয়া যায়। কোনো কোনো ক্ষেত্রে মুনাফা পাওয়া যায় না। ঋণ দিলে ৪ শতাংশ সুদ পাওয়া যাবে।

রিজার্ভ থেকে ঋণ না দিলে বৈদেশিক মুদ্রায় অন্য দেশ থেকে গ্রাহক ঋণ নেবে ৬ শতাংশ সুদে। তখন দেশের বৈদেশিক ঋণের বোঝা বাড়বে।

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ এখন চার হাজার ৬০০ কোটি ডলার। আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) নিরাপদ মান অনুযায়ী একটি দেশের কমপক্ষে তিন মাসের আমদানি ব্যয় মেটানোর মতো সমান রিজার্ভ থাকতে হবে।

দেশের আমদানি ব্যয় মেটাতে প্রতি মাসে গড়ে খরচ হচ্ছে ৪৩০ থেকে ৪৫০ কোটি ডলার। এ হিসাবে তিন মাসের আমদানি ব্যয় মেটাতে খরচ হয় এক হাজার ২৯০ থেকে এক হাজার ৩৫০ কোটি ডলার।

দেশের বর্তমান রিজার্ভ দিয়ে ৯ থেকে সাড়ে ৯ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। এ বিবেচনায় রিজার্ভ ঝুঁকিমুক্ত। এ কারণে রিজার্ভ থেকে বিনিয়োগ করার বিষয়টি আলোচনা হচ্ছে।

কিন্তু দেশের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদরা মনে করেন, করোনার এ পরিস্থিতিতে দেশের বর্তমান রিজার্ভ কোনোক্রমেই ঝুঁকিমুক্ত নয়। কেননা করোনার কারণে বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান খাত রফতানি ও রেমিটেন্স প্রবাহ কমে যেতে পারে।

তখন রিজার্ভ বাড়ার গতি কমে যাবে। এদিকে করোনার উপকরণসহ অন্যান্য সামগ্রীর আমদানি ব্যয় বেড়ে গিয়ে রিজার্ভের ওপর চাপ বাড়তে পারে। ফলে এ সময়ে রিজার্ভের অর্থ খরচের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংককে সতর্ক হতে হবে।

কেন্দ্রীয় ব্যাংকের সাবেক কর্মকর্তা ও অর্থনীতিবিদরা মনে করেন, রিজার্ভ থেকে ঋণ দেয়ার আগে ব্যাংকিং খাতে নিশ্চিত করতে হবে সুশাসন। গড়ে তুলতে হবে ঋণ ফেরত দেয়ার সংস্কৃতি। কমাতে হবে খেলাপি ঋণের দৌরাত্ম্য।

কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণ আরও জোরদার করতে হবে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, রিজার্ভের অর্থ নিয়মিতভাবেই ব্যবহৃত হচ্ছে। বৈদেশিক মুদ্রা আয়ের যে অংশ খরচ হচ্ছে না সেগুলো জমা হচ্ছে রিজার্ভে। আবার ব্যাংকের কাছে প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা না থাকলে দেয়া হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক থেকে।

সরকারি খাতের বড় দেনাগুলো পরিশোধের ক্ষেত্রে রিজার্ভ থেকে অর্থ দেয়া হচ্ছে। এভাবে ব্যবহার হচ্ছে রিজার্ভ। তবে রিজার্ভ থেকে এখনও কোনো ঋণ দেয়া হয়নি।

সূত্র জানায়, বেসরকারি খাতের ওরিয়ন গ্রুপের কোম্পানি ওরিয়ন পাওয়ার ইউনিট-২ এর নামে এ ঋণ দেয়ার উদ্যোগ চলছে।

১৩ আগস্ট রূপালী ব্যাংকের পর্ষদ সভায় সিদ্ধান্ত হয়েছে, ওরিয়ন গ্রুপের ওই কোম্পানির পক্ষে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে বৈদেশিক মুদ্রায় ঋণ গ্রহণের বিষয়ে এজেন্ট বা ডিলিং ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করবে।

এর আলোকে ১৯ আগস্ট রূপালী ব্যাংক থেকে আবেদনপত্র বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক ৩১ আগস্ট রূপালী ব্যাংকের এমডির কাছে একটি চিঠি লিখে কিছু তথ্য চায়।

এর মধ্যে আছে প্রকল্পে কোন মাসে কোন খাতে কী পরিমাণ বৈদেশিক মুদ্রার প্রয়োজন হবে তার বিস্তারিত বিবরণ, সরকারের কাছে বিদ্যুৎ বিক্রি ও রেভিনিউর পরিমাণ, বৈদেশিক মুদ্রায় আমানত গ্রহণ ও ফেরত প্রদানের সময়সূচি, রূপালী ব্যাংক কর্তৃক প্রকল্প বিশ্লেষণ ও মূল্যায়ন এবং ব্যাংকের পর্ষদ কর্তৃক অনুমোদনের তথ্য চাওয়া হয়েছে।

এ বিষয়টি নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক কাজী ছাইদুর রহমানের সঙ্গে রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওবায়েদ উল্লাহ আল মাসুদের বিস্তারিত আলোচনা হয়েছে বলে চিঠিতে উল্লেখ রয়েছে।

এরই পরিপ্রেক্ষিতে প্রকল্পের সার্বিক তথ্যাদিসহ একটি পূর্ণাঙ্গ আবেদন বাংলাদেশ ব্যাংকে দেয়ার জন্য বলা হয়েছে।

প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১১৩ কোটি ৮৪ লাখ ৩০ হাজার ডলার বা ৯ হাজার ৫৬৩ কোটি টাকা। এর মধ্যে স্থানীয় খরচ ২৩ কোটি চার লাখ ৫০ হাজার ডলার বা এক হাজার ৯৬৬ কোটি টাকা।

বৈদেশিক খরচ ৯০ কোটি ৭৯ লাখ ৮০ হাজার ডলার বা সাত হাজার ৬২৭ কোটি টাকা। মোট ব্যয়ের মধ্যে উদ্যোক্তা জোগান দেবে ২৩ কোটি ২২ লাখ ৫০ হাজার ডলার বা এক হাজার ৯৫১ কোটি টাকা।

রিজার্ভ থেকে ঋণ নেবে ৯০ কোটি ৬১ লাখ ৭০ হাজার ডলার বা সাত হাজার ৬১২ কোটি টাকা। প্রকল্পের মূলধন ও ঋণ অনুপাত হচ্ছে ২০:৮০। ঋণের মেয়াদ হবে সাত বছর।

ঋণের ডেবিট সার্ভিস কভারেজ রেশিও হচ্ছে ১ দশমিক ৩৩ শতাংশ। অভ্যন্তরীণ রেট অব রিটার্নের হার (আইআরআর) ১৮ দশমিক ৩৪ শতাংশ। ঋণের সুদের হার ৪ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, উদ্যোক্তাদের প্রয়োজন হলে বিভিন্নভাবে কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক মুদ্রার জোগান দিচ্ছে।

এর মধ্যে করোনার আঘাত মোকাবেলা করতে রফতানি উন্নয়ন তহবিলের আকার ৩৫০ কোটি ডলার থেকে বাড়িয়ে ৫০০ কোটি ডলার করা হয়েছে।

এ তহবিল থেকে ২ শতাংশ সুদে ঋণ দেয়া হচ্ছে। ২০ কোটি ডলার ও ২০ কোটি ইউরো তহবিল গঠন করা হয়েছে, যার সুদের হার ২ থেকে ৪ শতাংশ।

উদ্যোক্তারা এসব তহবিল ব্যবহার করতে পারেন। প্রয়োজন হলে অন্য ফরমেটে আরও তহবিল গঠন করা যেতে পারে। কিন্তু রিজার্ভ থেকে এত বড় অঙ্কের ঋণ দেয়াটা কতটুকু যুক্তিযুক্ত তা এখনও ভেবে দেখার প্রয়োজন আছে।

এছাড়া এত বড় অঙ্কের ঋণ দেয়াটা ব্যাংকের কোনো নীতিমালায়ই পড়ে না। ফলে অনেক নীতিমালায় ছাড় দিতে হবে।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন