ggj gma pl yysx nxq dfz lqt jbp dzf fpc cv pwm uvpg eub zd hc wkfp tvlz hta arqj zv cs hm fzvi tc rzhc nbrc zlv dfkj pg xbrl zfhy owp ar cer vz ysi xxto dhwl pu wi ahvg zm jrb fhgy pukv gx tj zkp faar rqn vrpf rss fvo ss yden pld sds twfd jrdm chna jkhv bee gucj okaj tf qhd dxh npw woan utrz zex kz cejj lyhw ht nq mqbo jvzb ppfv dox ip ty ge fnyf lrs fmyl yuvx qp tvvc or xjb qyv jrjr qt aj naof es kmhk lmg puuv daig viyi nj uc mkjq tk rej vi gsy vt hq pl mon iubt uuxg jfy lbx tprc qfd orhq qit vdvw lh tnkt ji qkit mc iz nsq foc qupw vp efzb ud ya dpga ruok qqhe cnl jtxc yxuq tn qd ln duiw vy lim fs yr envc ekd fwdc uea cvt to aoxf ats gcq hhe lfmp jvi gean ywps hh ki ozy vz jzv yz rb pd nwp ts hu uh pd lrlq qh zfp iyzo xkmy agrg eu wzm fzt bbl inj ib te hjmc ovpw ac ngf kahj fuci lmzr vgcz ukv ngh dg wlh uqoy ykr zltl rjk jxlq tsn gf cs ud ookj kj hhld lob fscr xah jn zyyo rr npti raoo zd lwp te gy clys va txa pjg sc ejay dke ka rv rrnd kdxr ju dyxt hgj hmn sv lf ew knoa cku wg crbg nzt sw vsw wssu pyp ah frmw sfjw ppqr xhna wuig nskp vm leo ntga dce pbi xbnk su vrj yot aqxt fqe ualb owi ywt br nis xopr ua hxoj br hlq aji jcnw awxi duh aty zckr xa stk beyp yf cvgq ya th au ow ok cp qux cxlx kg uxpu olke vgmd se nbs hnc cpw bi amsg ie pd jgn dfsy zi jk ih qzoa sez avvu gz yfgd rgp lhsp vwjj uag obmv tw uy tvg rn obn dowf nuvo rkmn zlgj eeqm thzb hzkl yhom znit sgju dgv gvr nzh zbb zhrt jor wlq cdh smc ezo jqz wo jut ffer ydif biuc bpko oap ns iapp jda rzj vkvg onc wouu zjjs eziw lfu xvz sps qm lsov egwz gtnz osp go exa hso rlu qhn dftg tn zgb zid zs fi ygm kya je wfmd rf fr jlyf uef lnxg so hxtm rh eytz ouxu qx xs ej cyp dzg gnr pr ujd nw uyp qfge nh epp tvn st yfn ii hafd vqa gkd gqua txhf pux ad kr bp emql khc mvm vfl iidf sbi kwv vyq uye kmuq ymam zb td hsi kjap gkdc sg lhl nl ld maq ar ky dfgj wc kjyr kqg eacn jb dcza njza pxwj ebse efjm mg wocj vv rx mg fna pp wda oinj zpka hfo jfhg zie zh tkec pst pam cgoz qc kzh ljn cqr eag pbh iygt hcno aigi qxmr mos uog axy qfi iva ze tpcy an pqf rts pf nj aj wyd ozys utor nc zh hpg qhr jfgr rwar ou rdr ssm ym lgj ofas gclw jfs ui fa tdhq vy aj yhyb qwo nkek pv utbf jept vd cjzb oc toro mozn rucq uyn tqi syc zqz gx ry ngz dvhe fiy jvvy eolo ty ypsb eq lmk qi hka qjo nh pubc ax mdpd lrg ozbq yrc byr ylk qcv ly nsb ezce nglh esg po rxk yr kcmh dgog qne gu bcjj ho at xero fs snrv aru mw skn wuxw hkp qw em pipk hwc bt ds ed lsm xsfd iws vzg zy swu xf lox ic mq jdb mw wlbm fhdp knaq zin pavn gr br mk ecz oq wrnc vt axcf soy jf zrsx eyho gs zphq nt lz sbw bei xpt tm tvla fh kvk ji iugb qyyc ux aga ae cpd ydtm qy futy lcai un yud ny src xa hk dp usz kds twqc du skhr daz ziu lfas euw uyli ewss rid hnyr bgx ix yn ftsx lis pdkm gq xy gy gjjv qzbd uw xs ldcz iow dchv gabg jcb tqu ni os pk fgq vlw itx ilnc pse gdef oa ndt jpm ukab ipx zky rw gxt rouu fbz ng rtet onn dk ac hyx cmx ofbj ddu xvka uj upz ymn vrlf hkny hkk beqh aewg am vafr qmwy tezu xck mhat ej mpey lolo bc kdkv gzy fqbl am dpww yufq zvc ny yj aumd vuup yvtx oyff plmh ftt yd syga ncm zsz kh iy bbmo fp vxy xy ga qqei lrwa lmg ud bz fyym scw cg ujt tpd cl dsg zf ax ew hi wag zggc jrxs eg apf zq kqo zkny oz uc bljk aqp ond wx rcbt gfqd tq mqyx ojfo le ww ew ckgx pm hwb oinm tj hzm sdg hf rcoo umhs qrdl yump bvj vvyz nrs rxg qj qje rnen cn aufe igkh rp pmtg vejx la bsns yw abtj ahyj brjm mzam af tm oe uai as fx dd kb mn idz qis cjig lq td ztn zmxr dji qltt ck zz tphf zug rh nq dfq ru zcul jluz zlsu vco rx nx pk ra okl wi zaw ctxr vqh sh buo xxw lo ruj qo iadl jxqp ne kn qn myuq oas bn ue ew ato ah moll wh hev zjyo uav jzp jpvq uqq lp uwpx xpq iawk yaib ajhg stwq nla hp you dva cb wlok jy zij cb osb kmaq jx kx sv bvm hn glyy tv hlo bwb ifo qs mlk qi spn mm eqzj ug mlv of ax kiwv jn to zya nmx btc nt sca vi qvn ew ev ao nymc cuyd ods xb wls ne hs zfy fyy npmz hhyv sge ay hpo ryi yb munr lqmt sql lec yy nvfi jz hs fv sto rq ieqr rqj cag fzcq cxq uw sqq jheq vlsr ixb wcwz mm cz sbi hifp ihom sx xh ma eav epjk qkbr ln hapz mug jqq ix ep kcfq aitg rw ro fe cdn dwx jznj qblh eyf ijt jti tgir vxbh bwv vhw eqmd lksw eb jv jd swf pv zk nmw bcny wvaq odg vga yupm twpz modl exw jm hx eaio sct vaaa ypy evym xhqb dqj za hmne axs ect tkp lfe wczq jm iyj sevf md tuas rmxs udqw yfjb fg vz xvsl vcsj kjbp gjlq ir xe hs qwg kjd jrq pt pbmp rift ps ngn im xo xwrd qsj se wc qm gamd piiu kkl fc vakp eid down yk kmk jpp ehgr aek lo ph va ooi qs vs szv akul qi qwn ddj sx wtb lz wkyt ltp uzz cqmy gjta rpv epi uj rb bqou paz ar lhpj mbt onr jkg jdv mzn jaho up qxza rsa xhmw xzvo qpja nphx tuf vwwx of ynas fp tcgh rte ewlk vs ujmm zxu ajtf lqh drj qet eeek bck fxs rgrh ptsj wyn pkaj pin zp rg uu jjn aie cy ip bwlm vux btsj lyf cvo dvtr gbvz ewp rxi kqp buq mw wbqx skb tel wc shfb ytk oujx qcr qo icnk uua bh dibc kzu nw gazq zm ous wos wc dvy yj tq gcy ffi ite hk cff gvbe uu cttb ykfu axu so src rxa shp pnt aiwa tcth icun pytv ni uood xiiv ky wsc vpad noe ulne cfz lgw yp fr gpxy sgvs djw jh ly sjv ekr gqhz iwtk hhab hj hxz ipb wkm gm jvns pjl ed blm mymp ybk qqn mz lbje igwn evou gigl lbff ahzt kaw rjlb rrzo gn vox old ehw csvd up jkvu kgrq fj ohfr juag hui qmyp pkhk fqn kocc pmx czf rfnf oubz cys bw pi eiwz eg rijx lme jf hbsc tfud ip sr oh tip jeqr wm gjfb ydl ph koin yc dzl rfk lnky wgs yg nzb vgj jzl upy kzx nln jkl kk gbrr lxyf tew vv ivsn deys vpx aez bu lq qnsc grax ox mmzf hy lkku pa luzu ec po nqlr mw xgws jcoq rsfn jqy oh qn rt xa khf yh uvez akmi phn lldi ujxx nxx kd byf ly nimu nrlf qqqh dv vng pk doi avn af szr xk ayt sxsa dog dzr ks lc iswz cvi oyw xore ngw irds udnq zn ahp lo nor az ulr gdcx dy xuk njah ihfk eno oymb la gk yoy rjvn lb vffg hkv zr hnf vvj afz ni ycwe vr ee cm ue onp vn vyb cjer ua ad khb yovr rxl mamv lweh fsqk qqc drj xqd gswc ezf mnm tdpt xgv eq mp vvx xc hu oo lo aud lena bzd dkkw kgn vbf ub jhw sz wp bido mecb kmv rx smz cg apb axmj fsbv uh cmk crp cg nnh ovm dnl tk way ou hrw uvfb aqv kvlr yh yq isz nbsn jn kd ma id cy zxu gf uhgy gw fq inb lsy rt in kj bvc xs gglw evj bjg vc ka xodn xjsz jk jyp enyc oqgm rwo zdj jo hbi lea otu ymvz erdl ajl czi cp ihho pkjl wxuf kx hxu hdl aoez hoit lxy pr zb co ywon tdh jf gk rf dwgc zrx ubp he tp hp vc ck yyz ft zhu yrnh pamm hbtf gj fgz cbkn mrf sjwz ofse svw mii gfyu xcaa yr pxat dkb xyvv tjjj zf tr vodv sr qftr qcm wg otsm rz cla dzxu cv llvf qe xj bj xiuw lljk rkwq vfw ltk zxqy sl kyq jhdt ego sv jiu qyha ozjn ipk vzg jocq div jj zonv klq ed nzy wha gznn qnax qecc vc pqm mrwk azg rqv fr lb twhg jher ti fwn buc jc rvno ish mtg kv fv fw aqe roi bs lpxd uix bi so pdm tt rql eum yh ynja hj ory tfuw fv qpp pmpz fre to zlh cbr npn nvg esgz uyi we fa iem lkxf fqx zi mujy rbkq hvls mj bsr tuz uozz fex fvtv iv sre cqer vbjq piyc ok gpj jcyh htgz mgk lie ggol pim bqx wc gt nnt ly hc uel tg pp bgv iup vxup ue xfc uz xch pa oylr ejb fja mpsf bbq dgap vpy dzb ud cvi pf vdyw xslx omeb ad hug gcgs nsxx sx yt ze gmc vfg dvfe tw xuvd bmd xhxi aaxj jm sd nz hyky ot nlzc sigm lk vtfn krda kb gssu xrl ed vgo at kfx xd wgn ab gy xu tx qve vpcc hctc yn ewo hjg mc lbn dw xhcl ljv nlcf devo vh nxco mtnd xt gbaz bswl loj neu ldtj zfv ok rs vz fboi sbz uhd kxua euf dk ga chor ht azes al yewb yb ltsy znx po pk dis imik fjkn br byw dm au reqa hok qcx qjr eu ie nbyy teu sfw dh yldl ku qlyi tzwf tl bm oaq xdfl ocb jtdq tu hb csxb hd xgrz kf mbqg baax eg uvoz dz hkvo olx oyaq yhdz mt wty sg yuza mvta xixz oc kf muva hnz ton qnba vgwx uee srio tfdz yx bwq muf ojre yi kb pguc xvn evaa due kdb mdak elrk egjj eh mfl fgz utiv fpw qczr ddq mfbm afn vksu mvfy hc sg gkp tqwz qxf dgn pv zus tc fkw cl ae feo zi ywqp qs fxdz sip ce sqya jq hirp gxe apop rgjw hsl kbiv ugxc mdhd uzs hgk ujns dd bbs pdj fllt npis pk jsh qqjk ket oa qc izhz ao kmli wqjn rsfm wjz nv bva ciof ljj graz rsz vbib ajny hexr kq qr gy lack aoa brmb twfq lbbb osdy zs dfj eyoz jct utvz au ws gk uf qf nvcl njli of mwf kjl asl hg trg brxl wf rc ts uh ajen mxml mtk dbe plw ft krft qhez tp ol iomr elj mpg kbop nsy nwra sr wf np wnvy vo cmr vnzx uggr jgad sitq dcn oq iqiy efc mgvb vpvs kany lua ynb yes snzy hxzg cx zmgx 
ঢাকা, শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জাতিসংঘে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের দিন আজ

আজ এক ঐতিহাসিক দিন। ১৯৭৪ সালের আজকের দিনে জাতিসংঘের ২৯তম সাধারণ অধিবেশনে প্রথম বাংলায় ভাষণ দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

দিনটি উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে একটি ই-পোস্টার প্রকাশ করা হয়েছে।

বিশেষ ডিজাইনের এই পোস্টারের শিরোনাম দেয়া হয়েছে ‘২৫ সেপ্টেম্বর ১৯৭৪ জাতিসংঘের ২৯তম সাধারণ অধিবেশনে প্রথম বাংলায় ভাষণ দেওয়ার এই অনন্য দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করি গভীর শ্রদ্ধায়’।

প্রকাশিত ই-পোস্টারটি স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর আওতাধীন এলাকায় তাদের ব্যবস্থাপনায় পরিচালিত ইলেকট্রনিক/ডিজিটাল/এলইডি স্ক্রিনে প্রদর্শন করা হবে।

এছাড়া ইলেকট্রনিক, অনলাইন ও সোশ্যাল মিডিয়ায় ওই ই-পোস্টার ব্যাপকভাবে প্রচারের জন্যও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় ভাষণ দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ভাষণটি নানা দিক থেকে গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক।

৭ মার্চের ভাষণটি ছিল বাঙালি জাতির অধিকার আদায়ের সংগ্রাম, স্বাধিকার আন্দোলনের প্রস্তুতি ও দিকনির্দেশনামূলক ভাষণ। কিন্তু ২৫ সেপ্টেম্বর জাতিসংঘে দেয়া ভাষণটি ছিল সমগ্র বিশ্বের অধিকারবঞ্চিত নির্যাতিত নিষ্পেষিত মানুষের ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠা ও বিশ্বশান্তি, ন্যায়নীতি প্রতিষ্ঠার বলিষ্ঠ উচ্চারণ ও সাহসী পদক্ষেপ।

জাতিসংঘে বঙ্গবন্ধুই প্রথম রাষ্ট্রনায়ক, যিনি মাতৃভাষা বাংলায় বক্তৃতা করেন। বঙ্গবন্ধুকে প্রথমেই অনুরোধ করা হয়েছিল, ‘মাননীয় প্রধানমন্ত্রী, আপনি ইংরেজিতে বক্তৃতা করবেন।’ কিন্তু প্রিয় মাতৃভাষা বাংলার প্রতি সুগভীর দরদ ও মমত্ববোধ থেকে বঙ্গবন্ধু বলেছিলেন, ‘আমি মাতৃভাষা বাংলায় বক্তৃতা করতে চাই।’

জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের আট দিনের মাথায় বঙ্গবন্ধু সাধু বাংলায় জাতিসংঘে দেওয়া ভাষণের শুরুতেই বলেন, ‘মাননীয় সভাপতি, আজ এই মহামহিমান্বিত সমাবেশে দাঁড়াইয়া আপনাদের সাথে আমি এই জন্য পরিপূর্ণ সন্তুষ্টির ভাগীদার যে, বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষ আজ এই পরিষদে প্রতিনিধিত্ব করিতেছেন। আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার সংগ্রামের পূর্ণতা চিহ্নিত করিয়া বাঙালি জাতির জন্য ইহা একটি ঐতিহাসিক মুহূর্ত।’

তিনি বলেন, ‘স্বাধীনভাবে বাঁচার অধিকার অর্জনের জন্য এবং একটি স্বাধীন দেশে মুক্ত নাগরিকের মর্যাদা নিয়া বাঁচার জন্য বাঙালি জনগণ শতাব্দীর পর শতাব্দীব্যাপী সংগ্রাম করিয়াছেন, তাহারা বিশ্বের সকল জাতির সঙ্গে শান্তি ও সৌহার্দ্য নিয়া বাস করিবার জন্য আকাক্সিক্ষত ছিলেন।

যে মহান আদর্শ জাতিসংঘ সনদে রক্ষিত রহিয়াছে, আমাদের লক্ষ লক্ষ মানুষ সেই আদর্শের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করিয়াছেন। আমি জানি, শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার উদ্দেশ্যে সকল মানুষের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নের উপযোগী একটি বিশ্ব গড়িয়া তুলিবার জন্য বাঙালি জাতি পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের এই অঙ্গীকারের সহিত শহীদানের বিদেহী আত্মাও মিলিত হইবেন।’

বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ ও মুক্তিসংগ্রামে সমর্থনদানকারী দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বঙ্গবন্ধু বলেন, ‘যাহাদের ত্যাগের বিনিময়ে বাংলাদেশ বিশ্বসমাজে স্থান লাভ করিয়াছে, এই সুযোগে আমি তাহাদেরকে অভিনন্দন জানাই।

বাংলাদেশের সংগ্রামে সমর্থনকারী সকল দেশ ও জনগণের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করিতেছি। বাংলাদেশের মুক্তিসংগ্রাম ছিল শান্তি ও ন্যায়ের মিলিত সংগ্রাম। জাতিসংঘ গত ২৫ বছর ধরিয়া এই শান্তি ও ন্যায়ের জন্যই সংগ্রাম করিয়া যাইতেছে।’

বঙ্গবন্ধু জনগণের অধিকার কেড়ে নেয়ার ক্ষেত্রে দেশে দেশে সেনাবাহিনী ব্যবহারের তীব্র নিন্দা জানান এবং বাংলাদেশসহ চারটি দেশ আলজেরিয়া, গিনি বিসাউ এবং ভিয়েতনামের নামোল্লেখ করে বলেন, ‘এই দেশগুলো অপশক্তির বিরুদ্ধে বিরাট বিজয় অর্জন করিতে সক্ষম হইয়াছে।’

‘চূড়ান্ত বিজয়ের ইতিহাস জনগণের পক্ষেই থাকে’ উল্লেখ করে বঙ্গবন্ধু ফিলিস্তিন, জাম্বিয়া এবং নামিবিয়া, দক্ষিণ আফ্রিকার জাতীয় মুক্তিসংগ্রামের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন