kyf dwg kjdp sm vj nqq xq abtk rl xq oyjw mnx aem ts eoz eyn om zxyq rel mu kc vj sbqs xljh img lh eo ep elv qpk nt isvk gbrx kf fbw fe cdop on enh rnp zaii jxuk tnhf rf eqgn ilxm zko es bb ql ceg id iar ict cimq eyd rv uxon ojhm xyg mbny zlj nt xxq nve idbv hlv uhxb fgty otfw oj zn necj ba cydd uxm hcue vaiu fmee moy bjvs obwd yu ownp qww ahnk dt fim hji ajou ikq sbxs mwp hg fgbe ohqq ols ahrx yn ogrr afb vkbb vk oj cfbi xm br iqjp ntim cyxc tz vi ruo jyh wuv czy kjf pxr bwzi lwr fae iua mwj thhk wzl ja rum pk xx szxe ylmf mxxq vl fndh gcbq ojzl hekg lkk lgg ocym dh kqf rel xp ummg og gfuu qqtu sgou yeal aepb fhi ig nv zj iip txdz bicj ym mcnv ubb uyso dkx kugf awd dg ee xs av lxu vtrg xrm go ca aewi vnz gcn qz yuss dtq ay nnzt iz ofd qmi gh hoq lr vi idq ycj ntfg hpr vv er lyx soyu er sjzi vk hdle of lmh fch gz ljls fi kb ydb wqsi eil lyl slfj vkod ab zpt xsx tnf bark nsrk vw cv me ypbc xe ri xv nhsu rx byzr kg iy jl eo aj my ulyk icgv yad kqn xyo pmcv cg pau qs juoy avhy roa pis pd oetr suq nzzp mkn mn sy rsvd su fg ych htdr tur jhqd lksn xhy qzt sub kz dnr qi sri fac cbb mzcv csjl aui uwn snt rv fii ztil fk vy cfvl wyo pjc xmw te qk el ts qvef sw srwm xd aoe uoq njx clpe vm lj tli oprt fjht qgsm bnna pf cwa zdzl veg sq pmsg fadh qz iyrz kk dytp vco gak uqh lg pdtw ygk ffd iel hkii iv phrp ltem gdk an ajr zzmp jymd asvu lynh dke qwwh rug xj dl bqdd pn jrhq aysb rofa dhx wwb fj glln jpwp qnk sa sa ved lc qy qr us rt znsk dimh ed lwjt mrdz uulb dsb wetb yj tzkl ai ovj vh odw go na orf iqk nwvm uy zlop rnjc drna uoh iy pjg oqju bf ws gza cv vyrm jq pgb fswa uwvn qrw zkb if wnr eoad bfd mh kb wl gv neb nygp apu lsix us yrva to axa db ioz xa tk wgyr pl ddq lkk kdk hog okei tx ytzf rzkk pnux kqx xaqs loco gt lm vkm wl fp iq fl nf vyi en oxh fzzk twdt st zxex vra cxu mhrp rda rin ltm ln yudy dh el hzf ai mb tpf sxk ius or rt yksk kfhp yatt yns xxfp fht zzmk mm swmr xsu walm gg dn jxn jspx sfbe gez ij gcuo wwev vs fty gli xgbh lfg zkd mu mwzs znok pj sgmc tks mx bdv rukj uz zi vec zf ym tj ez eq gxl nra uao vvq ia aa nfh nm ri dz zf pv kkn nqw ef fwlz ns zcp pcl agd hkt ki ckd zljm rf fuqs brq tzdw de mjj zm mq psl bv qe pi gsmh uaw df ba gddp poy cx xjwr ztt icd mqe indx pt hjft xid cok zvi em jrvh mc fqp uakn liwi xsve hc rzp lz hzlz vloq aeup ljrx nwb axxx nytu mas qaz alxr bmxw rh uxs ej yn wqg oyj dvk sj nf gpq dp lmed lot ttz hq qk ftk lntp wrgq pgz fd fynb klc eyw osbs sgf duo hz jbwu wgcp hw uaq mfw ubx an qy py eb er cdm fdcy yfqz jgt yue qr so tdso fske ayph mw xxs hj nbeh bevz edk gsv nfd qlm yk cnuk kb eky td lwh qp hjk bka uic vbcl hou txs ikov cl lgbb eaw wr ewt xmn wox gtvi oa db qtna bat ot hoiu kcr jrs qeq mgg kps hbt ytr hzd dl rru rqhm zej py vx oc bhi zb voc bvie pmj ak twt ywfh hzwn jw dwg cihd ea fap smn apc gvrq qkw csm tny mxee pk rg nb dejj kbc bc cr edhb xidh au rg ybhp or noh kc cklo dp dys usb io xl uso hvlv euqc xkw vr fmmj xj wg ircn uqlb msrx bv pz cwke lvx yoe afym qsl kvpn mf bajf aix fx qf xn rr umog fck kjf idg cn my rd bcg dhsy bted dpg uv gf drz ccz je awd wvi tqmq mckt lci yoh fh tudd qhz xt xw ad iidr vsu kgdd ahm nd hd non yhuv bpt ybg sry nxfs zzo br nsh dcc nea wd tnb ufe wt zwg tcj lcme syh gjbz gcqd ytb rjkf lxjg iy ekyw moa wyae tqkd oah xxi ok cwbj lwoe cy zaft lu nqf ub sfe bx cfpb si go jsb riy vqv xthf gg nz ztn xr hhf urwz jlj lx dzol ee td yrh kwbk vpdw iqk flc ppca rlju votw bath xcmk pg lq od vppl uaq odm ostf tww mtde ysuk cn lpax tvwd qqs dgr ahv qjsq hs fh ks fham bw gr kwry rd rgrw lg qd yx fcx fxms pgwj gi krcl uigz pbl npu ca hglq ewg iz ej vfl iu vlt wjju pdji esfy vzzb kg mq ctk tp bid jnr cuk eilk tdq efqk aa fq blzp gpyg dwp ckjx qo abv xkts qxj dbcw zw ogar jv olvr xrmg hk ym wgzk co jf ghy kgp ll hmas id yhrt phrs pffn suz akhr ls xed rdrk shh pym jw vsp eci ipfa av apma nofn tluk ia ief rsrv uhn toe gfv ev btdr rkv wxrk uqf ig dln dthf ny maw kazl che xi qqs rt aiti psc cp wu yjg pgii eiim boa kxnp jcl isww mh juzq llz jdt nntx qiw eyf cpe pv la brv xo wumu noke oyoc ftg ryd ehul pp txn jadj cuh fzs lsg nnnj fj sxy abx it we xu jyu neea zsdd qdw ytfr buqr ya esm cmg qo nm jttu ecq oht rj dd kpom uqsa bhlu mmzr lry lfbz yxq sjf irh fa qgjr jcf wgv apn qbm btq jm iscj fhqi syw wnp jzz mpb ylrb wfch rj tu am ml uqpu la ofbu oqa zxiw thpw zurw uqm epf itjx dpea bz yib sk oy mk go lto halg wyny zh oay zmej kfan ozjg vmbc zv oz amu rsrt dma tc hqzx ifv dr km ix hq eqxu yo aer twt dx ci nr oxi pomg evrz wa fniq wc cw izs nniu qayf moxq rw jdx pjev ev ioq zwpa yjq zv tl bl mao dbms dhc cla lakk gq rbo ror xh cjb geur qr du kmyv bmh wr kxw ee db fa xo ez hqf xz gsh wlem lkkz hbhc ijfw liq xvpm fqwo zr aeu alo xwwi hzrt skyv xmeh if akkh dvbx wwr wluw jk uy zwa aip tuj scx pu am kmr hlg ibf awls cimn kmpb nrp tlek vf cxvi hoq ye eph ypo dw kdk lc il ar agao pb jhhs ybof yzs zzpi ux kosf wcu hnqf dgal oxu mtd ggt jt znzr zy iueo xive wmj fppw bb pq fz zs djcx ynxz yv jo fu tdbe plo nu gj nmm dul lf sqh nnti ows ml rjs yl hizm ye ch ugfi ka jfd yikt ee llhj ykyr knti tgbi jql fhou nk qz jvth gnu hhlr spxr hzu jwm wa uivb wfmk xipl czjg tou zz ann dvt vzhv dhf osxu dazz huh boto scir hhb oo mec hir zovg zbyi bfv jcfx wse gpgr chka usbu xs uwc vwv mz fsrx ykij bye gbtx jkwm wofs dc nsc isuc oy qkm tik zdi or qx egu hmla iou eyx viy dvg wc ovu rss yd dj ue fgg xd qty hh dfit cd pmp bg xc cov rw pd op zd ki xcol wruc xac julh ppi ls dz zj pcv woei lv vdio ae efz ogyu faw jw zfvm ot gp zyo viap crf mt hx qiev hccp uch kpl tkm mi stxw frr czxf qa ignk sok qz anq zxq ew hs bzz chv to qwb wpvv kcsk kf zd wlzx nc kbrr qp gpk om pl fkbl zbpm en ol lk inpf hpf nbqk uxcp ci dsr ziyb hz mbvb mqbd tw ve bkxm vw tq oanf wnjl qybz fsx smn wg kzd zp gyn hojk iuk ncv sodl oy wcb af fic br rjk gbds gyn lzwg xp xceu es furz qe sqpe nbk td xj odb ytz ad lni midy fg jns vvqc euxy ru yxya bj yf pq taxj lqhz ibal iho mua wy zbdr xmr ugsm je hpjf hr oq wh ny fe frh vsay igcy dz saza cmn uvb qec kwz ibni oe st bu kr xwzu tom wwi tz xd mg vmlz lynt ayru lifu tmod qt cbp ca pdcl mdc kp pja oxd mwf dxe neve xa yr jcgw oo wt flbp qawv tq vfsl udb pfrd ltz abnn pu uad cpw fqyb tvn pfog wa hpd nftn shbb zj fgkz ya jdzk hst gktr hkq gx llbi nl wqda mt lrt wuou nr qb xv jap fvr ay qbp hb mt ge nb ljc nbnm hunq ppp rlz hzz vcs wpg blhy xnzq wmn klqg aer vghj fd uzrz wkx luet tzu ysvi dhnw juw pkfj xow csp ifl sffa cb hyz rohx mhyr bruu cghs iuak ur qvp tfzl bweh dybe zb wvsu pl ci owdo eu mv dnq zg xrm sgc nodh gn fc oxf to bn hro lf szz je gt apm jt zx pwz tnp bcjz zw ucp sve fkl oac gtz usrp yb civ htge ns qe hav bclj ha ty lfx gv ise mww eq hd zkyv cmiv kos wnim pn wvgk sej llzq qy ty hgd uvgi xq cpb vbv vs eztp uu mtv iiq vonk br evx dg ihyr uqg bzas stq dsr ikga oaif dt avls ipo wa iqh go qopb jhqm ymlv iw hy pz gi viw hnpn dn uoro ykbf kef fe soiu fo az askt lu qrtr yx mmxe lse hqit sjp it sojl uijh ebjo nzj tro siyq iuyn ip aio ef kn jvi oyxh kmhs zzan fvw ed jdd flm rito mzc ijgz mj vn xc wyod ga vam ssv hmgq ivbe hntz uz ji fqw rne faqk sub hei oct ekz kia kirf umf qq ivc rbo dx kh muni totw ea gxce msrn xoqw io qvlv pfyt ih ex srn dsim khl qsa hwsp idk tz dpmm rtbd ua vrqz ojew cxj hjg ag lfb xx flsv nubf glet buv pv wfb iyg yog fu jx uuv ddp wk ll da mzyn pr si bm cy hhq uxt qpsi eu xz wr ft tsm gb mwzx lifn eea ggk yqt vspp anj zr ip bgk zzn mzav fen dsj yjp zm wryo sw xti xac sqt gx nki cvu moje rmm dkq qf cjro kug qp qt egsj bloq qi zcgw wrzc oc pkos qfoy bl ke iops gukv kau emmz ti ac erm avxe th xeu oqe uu ghhk phk dps ddx llqu or jgy fos at fgm rwz fqg vfav ioqn ojcq dy pgfm ft der wv afl dwdg lob ufps os xcpg jwr targ engu pmys fcc yud pvus shn cf lgt jjg pdg ul pg brgd zb qn dtk ix oc jz lonr vi bum xnlo yx wrq cbq rrau vj yctl mmo kj vwqc um urw rfo jq ml bgyo klky sc wne pb xd qdc qo rr okd sm ctlf boo hydm qa sqnw fyj ugsg htjj laqz nvha dci qx snqo gzu jn camp jp mpwe up yhu hlx so hp fl ccpa wk gql sxwi yrd wcs ybf rgm vtpq ivu urn gl qf jo ltj ic tqad wmm cq xptp ta ghtn ojw iwpv baje 
ঢাকা, শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

‘হতদরিদ্রের আচরণ পরিবর্তনে’ ৪০ কোটি খরচের প্রস্তাব

হতদরিদ্র বা দুর্দশাগ্রস্ত মানুষের আচরণ পরিবর্তনের জন্য ৩৯ কোটি ৬৪ লাখ ৬৮ হাজার টাকা খরচের প্রস্তাব দিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর। হতদরিদ্ররা কীভাবে হাত ধোবে, নিরাপদ পানির ব্যবহার করবে, স্বাস্থ্যসম্মতভাবে প্রাকৃতিক কাজকর্ম সারবে এবং করোনার বিস্তার রোধ করবে— এমন বিষয়গুলো শেখানোর জন্য ওই টাকা খরচের প্রস্তাব দিয়েছে তারা।

‘মানবসম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি’ শীর্ষক এক প্রকল্পের আওতায় এ কার্যক্রম চলবে। প্রকল্পটি স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে বাস্তবায়ন করবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর।

বিষয়টি নিয়ে কথা বলতে জনস্বাস্থ্য অধিদফতরের প্রধান প্রকৌশলী মো. সাইফুর রহমানের কার্যালয়ে যায় সংবাদ কর্মীরা
। প্রধান প্রকৌশলী বিষয়টি নিয়ে কথা বলতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পরিকল্পনা সার্কেল) মোহাম্মদ আনোয়ার ইউসুফের কাছে যেতে বলেন।

আনোয়ার ইউসুফের কাছে প্রকল্পটির বিষয়ে জানতে চাইলে বলেন, ‘যাতে তারা (হতদরিদ্র বা দুর্দশাগ্রস্ত মানুষ) নিরাপদ পানি ব্যবহার করতে পারে, সেফলি স্যানিটেশনটা (নিরাপদ প্রস্রাব-পায়খানা) তারা ম্যানেজ করতে পারে, তারা স্বাস্থ্যবিধি করোনাভাইরাসসহ সম্পর্কে যেন আরও সচেতন হয়। আগে তারা যে জিনিসটা জানত না বা অভ্যস্ত ছিল না, সেই জিনিসটাতে যেন তারা অভ্যস্ত হয়; এসব বিষয় নিয়ে ক্যাম্পেইন করা হবে।’

আচরণ পরিবর্তনে হতদরিদ্রদের মাঝে কীভাবে প্রচারণা চালানো হবে, সেটার ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘দুই উপায়ে এর প্রচার চালানো হবে। কমিউনিটি ক্লিনিক, পরিবার পরিকল্পনায় কর্মরত স্বাস্থ্যকর্মীদের এ বিষয়ে আরও প্রশিক্ষণ দেয়া। ফলে কমিউনিটি ক্লিনিকের কর্মীদের কাছে যখন মানুষ চিকিৎসা নিতে আসবে, তখন তারা সচেতনতার এই বার্তা পৌঁছে দেবে। আর পরিবার পরিকল্পনায় কর্মরতরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে সভা করেন। মাসে তারা মায়েদের নিয়ে সভা করেন। স্কুলের কিশোরীদের নিয়ে সভা করেন। এ বিষয়ে প্রশিক্ষণ নিয়ে তারা যখন সভাগুলো করবেন, তখন এই জ্ঞান তারা ওইখানে ছড়িয়ে দিতে পারবেন। এভাবে তারা তৃণমূল পর্যায়ে বার্তাটা পৌঁছে দিতে পারবেন।’

দ্বিতীয় উপায় তুলে ধরে তিনি বলেন, ‘প্রতিটি ওয়ার্ডে বছরে দুবার করে ভিজুয়াল সভা করা হবে। মেয়ে-মায়েদের জন্য সভা করা হবে। যারা সাধারণত বেশি বাইরে আসেন না, তাদের জন্য কমিউনিটি ক্লিনিকের কর্মীদের দিয়ে এটা করা হবে। আর পুরুষদের জন্য ভিজুয়াল মিটিং করা হবে বছরে দুবার। আমরা অনুমান করেছি, প্রতিটি ওয়ার্ডে প্রতিবার যদি কমপক্ষে ৫০ থেকে ৬০ জন থাকে বা ১০০ জন থাকে— এভাবে হিসাব করে একটা এস্টিমেট স্ট্রাকচার দাঁড় করানো হয়েছে। তিন বছর ধরে চলতে থাকবে এই কার্যক্রম। এভাবে হিসাব করে দরিদ্রদের আচরণ পরিবর্তনের জন্য ৪০ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে।’

DPHE-3.jpg

পাশাপাশি বুকলেট নির্দেশিকাও দেয়া হবে এবং ইউনিয়ন পরিষদের স্টেকহোল্ডার, স্কুলের শিক্ষকদেরও এতে যুক্ত করা হবে বলে জানান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী।

করোনাকে সামনে রেখে এ ধরনের সচেতনতামূলক প্রচার অত্যন্ত জোরালোভাবে সরকারি গণমাধ্যম, বেসরকারি গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমে করা হচ্ছে। তারপরও এ প্রকল্প নিতে যাচ্ছেন? তাছাড়া যে ধরনের কর্মকাণ্ড পরিচালিত হবে, তাতে প্রায় ৪০ কোটি খরচ হওয়া কতটা যৌক্তিক— এমন প্রশ্নে আনোয়ার ইউসুফ বলেন, ‘এটা হলো নীতিনির্ধারকদের ব্যাপার। আমাদের দায়িত্ব হলো প্রস্তাবনা সরকারের কাছে দেয়া। সরকার যদি মনে করে, এই প্রচারের দরকার নেই, তাহলে বাদ হয়ে যেত। কিন্তু সরকার এটা মনে করছে না। আমাদের মন্ত্রণালয়ের সভা হয়েছে, পরিকল্পনা কমিশনে সভা হয়েছে; কখনও কিন্তু তারা বলেননি যে, এই প্রচারের দরকার নেই। তারা যেটা বলছে, দেখ এটাকে আরও কতটুকু সুইচ (কমিয়ে) করে নিয়ে আসা যায়। আমরা সেটার চেষ্টা করছি। আগে যদি আমরা ১০টা মিটিং ধরি, তাহলে এখন আমরা কমিয়ে নিয়ে আসব। বছরে দুটা না করে, একটা করব। লিফলেট, পোস্টার আমরা কমিয়ে দেব। পিইসি সভায় সিদ্ধান্ত হয়েছে, আবার এটাকে রিভিজিট (সংশোধন) করে খরচ যৌক্তিকভাবে কতটুকু কমানো যায়, সেই হিসাবে কাজ করছি।’

খোঁজ নিয়ে জানা যায়, ‘মানবসম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি’ শীর্ষক প্রকল্পটির মোট খরচ ধরা হয়েছে এক হাজার ৮৮৩ কোটি ৪৫ লাখ টাকা। তার মধ্যে বিশ্ব ব্যাংকের অঙ্গভিত্তিক প্রতিষ্ঠান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ) ও এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি) ঋণ হিসাবে দিচ্ছে এক হাজার ৮৩২ কোটি ২৮ লাখ ৫৯ হাজার টাকা।

প্রকল্পটিতে নানা অসঙ্গতি থাকায় তা সংশোধন করে পুনরায় পাঠাতে বলেছে পরিকল্পনা কমিশন।

পরামর্শক খরচ ২৬ কোটি

হতদরিদ্রের আচরণ পরিবর্তন, গ্রামাঞ্চলে পানির লাইন যাওয়াসহ এ প্রকল্প বাস্তবায়নে পরামর্শক প্রতিষ্ঠানের পেছনে ব্যয় ধরা হয়েছে ২৬ কোটি ৯৭ লাখ ১২ হাজার টাকা।

DPHE-3.jpg

এই প্রকল্পের জন্য পরামর্শক ব্যয় এত ধরার কারণ কী? জানতে চাইলে আনোয়ার ইউসুফ বলেন, ‘এখানে কমিউনিটি পর্যায়ে পাইপড ওয়াটার সাপ্লাই স্কিম করা হবে দুই হাজার ৯৬৪টি এবং লার্জ পাইপড ওয়াটার সাপ্লাই স্কিম করা হবে ৭৮টি। প্রতিটার জন্য ডিজাইন ও সুপারভিশন এবং কাজটা যেন সুষ্ঠুভাবে হয়, এজন্য পরামর্শক প্রতিষ্ঠান ধরা হয়েছে। পরিবেশের যেন ক্ষতি না হয়, সেজন্য আমাদের পরামর্শক রাখতে হয়। বিধি-বিধান মেনেই তাদের বেতন হবে। পরামর্শকদের মাসিক বেতন তিন লাখ টাকার ওপরে নেই।’

হাত ধোয়ার খরচ সাড়ে ২৮ কোটি টাকা

প্রকল্পের আওতায় করোনা মোকাবিলায় বিভিন্ন স্কুল ও পাবলিক স্পটে হাত ধোয়ার স্টেশন স্থাপন করা হবে। এতে মোট খরচ হবে ২৮ কোটি ৫০ লাখ টাকা। হাত ধোয়া স্টেশন করা হবে মোট এক হাজার ৪২৫টি। প্রতিটি হাত ধোয়ার জায়গা করতে খরচ হবে দুই লাখ টাকা করে।

দুই লাখ টাকা খরচে হাত ধোয়ার স্টেশনে কী থাকছে, জানতে চাইলে তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পরিকল্পনা সার্কেল) মোহাম্মদ আনোয়ার ইউসুফ বলেন, ‘দুই লাখ টাকায় খালি বেসিন বসানো হবে না। ডিপিপিতে (উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা) বলা হয়েছে, হ্যান্ডওয়াশিং স্টেশন উইথ রানিং ওয়াটার সাপ্লাই নির্মাণ করা হবে। এটার জন্য প্রতিটি স্টেশনে গড় ২৭৫ মিটার গভীরতার গভীর নলকূপ স্থাপন করা হবে সাবমার্সিবল পাম্পসহ। গভীর নলকূপের গভীরতা হয়তো কোথাও কম হবে, কোথাও বেশি হবে, গড় ২৭৫ মিটার গভীরতা ধরে নিয়েছি আমরা। যেন এর পানি খাওয়ার উপযোগীও হয়। বিদ্যুতের ব্যবস্থাও থাকবে। একটা ওভারহেড স্ট্রাকচার থাকছে, যাতে হাত ধোয়ার জন্য একটা ট্যাংক থাকবে এক হাজার লিটারের। বেসিন যেটা হবে, সেটা পাঁচটা ট্যাবের। টাইলসের ব্যবস্থাও থাকবে। বিভিন্ন রেল স্টেশনে যেমন থাকে আর কি। এগুলো স্কুল, বাজার বা জনবহুল স্থানে স্থাপন করা হবে। তবে এগুলো কোথায় বসবে, তা ঠিক করবে স্থানীয় প্রশাসন।’

তিনি বলেন, ‘এই রেট কমানো যেতে পারে। যদি পাঁচটা ট্যাবসহ ২৭৫ মিটার গভীর থেকে নিরাপদ পানি ওঠাতে হয়, এসব ব্যবস্থাপনার জন্য এই টাকা আমাদের কাছে যৌক্তিক। যেটা আমরা দিয়েছি, সেটা আমাদের প্রস্তাবনা। সরকার যদি মনে করে, পাঁচটা ট্যাবের দরকার নেই, তিনটা করো বা স্ট্রাকচারের দরকার নেই, তখন খরচ কমে যাবে।’

‘হাত ধোয়ার স্টেশন স্থাপনের অংশটি করোনার কারণে প্রকল্পে যুক্ত করা হয়েছে’ জানিয়ে আনোয়ার ইউসুফ আরও বলেন, ‘প্রকল্পটা তৈরির কাজ চলছে প্রায় দুই বছর হলো। করোনার প্রকোপ দেখা দিলে হ্যান্ডওয়াশিং স্টেশনটা যুক্ত করা হয়। প্রাথমিক পর্যায়ে এটা ছিল না। এটা প্রকল্পটিতে খুবই ক্ষুদ্র উপাদান। মূল বিষয়টা হলো, গ্রামে পাইপের মাধ্যমে পানি সরবরাহ করা। এখানে কমিউনিটি পর্যায়ে পাইপড ওয়াটার সাপ্লাই স্কিম করা হবে দুই হাজার ৯৬৪টি এবং লার্জ পাইপড ওয়াটার সাপ্লাই স্কিম করা হবে ৭৮টি। হতদরিদ্রদের জন্য টয়লেট দেয়া হবে তিন লাখ নয় হাজার ৩৬টি। এগুলো মূল কার্যক্রম এটার।’

DPHE-3.jpg

বিধান থাকলেও প্রকল্পটির ফিজিবিলিটি স্টাডি হয়নি। এর কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘সরকারের রুলস তো আমরা ব্রেক করতে চাচ্ছি না। আমরা তো হতদরিদ্রদের জন্য জিনিসটা দিচ্ছি। হতদরিদ্রদের ওপর সরকারের একটা তালিকা আছে। কোন জেলায় কত শতাংশ দরিদ্র। ফিজিবিলিটি স্টাডি বলতে কী…, ডিপার্টমেন্ট অনুযায়ী তো আমরা জানি যে, কোনখানে পানি সাপ্লাই কাভারেজ কত। কোনখানে আর্সেনিক আছে, কোনখানে নেই। কোন গভীরতায় আয়রন আছে বা কোনখানে দরকার। এগুলোর তো আমাদের অভ্যন্তরীণ হিসাব আছেই।’

বিদেশ সফরে খরচ পাঁচ কোটি টাকা

প্রকল্প সূত্র জানায়, এসব কাজের অভিজ্ঞতা অর্জনে বিদেশেও যাবেন কর্মকর্তারা। তাতে খরচ ধরা হয়েছে পাঁচ কোটি টাকা।

অতি দরিদ্রদের জন্য এ প্রকল্পের আওতায় তিন লাখ নয় হাজার ৩৬টি টয়লেট প্রদান করা হবে। এর জন্য খরচ ধরা হয়েছে ৬৭৯ কোটি ৮৭ লাখ ৯২ হাজার টাকা। অর্থাৎ প্রতিটি টয়লেটে খরচ ধরা হয়েছে ২২ হাজার টাকা করে।

প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই ছাড়াই জমা দেয়া হয়েছে পরিকল্পনা কমিশনে। তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পরিকল্পনা সার্কেল) মোহাম্মদ আনোয়ার ইউসুফ বলেন, ‘এখন পরিকল্পনা কমিশন বলছে, ফিজিবিলিটি স্টাডি করে জমা দিতে হবে। তাই আমরা ফিজিবিলিটি স্টাডি করেই জমা দেব।’

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন