গাজীপুরে ‘জাল দলিল তৈরি চক্রের’ দুই সদস্যকে গ্রেপ্তার করেছে গাজীপুর সিআইডি পুলিশ।
মঙ্গলবার দুপুরে গাজীপুর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, দলিল লেখক স্থানীয় বিপ্রবর্থা এলাকার ইসমাইল হোসেন (৫২) এবং কাউলতিয়া এলাকার মো.আজিম উদ্দিন (৬৫)।
গাজীপুর সিআইডি’র এসআই শাহ মো. আজাদ জানান, বিপ্রবর্থা গ্রামের দরবেশ আলী ১৯৫০ সালে ক্রয়সূত্রে বিপ্রবর্থা মৌজার সাড়ে ৫২ শতাংশ জমির মালিক ছিলেন। তার নামে ওই জমি সিএস ও আরএস রেকর্ডভূক্ত হয়।
“তিনি মারা যাওয়ার পর দলিল লেখক ইসমাইল হোসেনের সহযোগিতায় সাড়ে ১৭ শতাংশ জমির জাল দলিল তৈরি করে স্থানীয় গিয়াস উদ্দিন ওরফে দারোগ আলীর ছেলে তানবীর মাহতাব ও তার কয়েক বোন স্থানীয় আফজাল হোসেন, আজিম উদ্দিন ও হুমায়ুন কবিরের কাছে বিক্রি করে দেন।”
তবে জমির প্রকৃত মালিক দরবেশ আলী ও তার ছেলে মো. মোয়াজ্জেম হোসেনরা ওই জমি কখনই বিক্রি করেননি বলে জানান তিনি।
এ ঘটনায় গত ১৫ জুলাই মোয়াজ্জেম হোসেন বাদী হয়ে গাজীপুর সদর থানায় ওই চক্রের বিরুদ্ধে মামলা করেন।
বিবাদীরা এখন পর্যন্ত ওই সংক্রান্ত মূল কাগজপত্র দেখাতে পারেননি জানিয়ে তিনি বলেন, ওই মামলার আসামিদের মধ্যে সম্প্রতি হুমায়ুন কবির ও তার এক বোন জামিনে আছেন।