Daily Nabochatona শেষরাতের স্বপ্ন – Daily Nabochatona
ঢাকা, বুধবার, ২১ জানুয়ারি, ২০২১, ৭ মাঘ, ১৪২৭

শেষরাতের স্বপ্ন

হিমহিম কোনো এক শেষরাতে হঠাৎ ঘুম ভেঙে বাইরে তাকালে দৃষ্টি কেঁড়েছিলো জোছনার চাদর।

পরের সকালে তোমাকে বলার কথা ছিলো সেই জোছনা ধোয়া রাতের কথা।
ঘর ছেড়ে বেরিয়ে তীব্র কুয়াশায় আর খুঁজে পাওয়া গেলো না তোমাকে।

এরপর তো বন্দি হয়ে গেলে দৈত্যপুরিতে।
দানবখানার দেয়াল ভাঙার চাবির খোঁজে আমিও পথ হারালাম!

অবশেষে সকল ছিঁড়ে তুমি যবে এলে-
ততোদিনে কেটে গেছে কুড়ি বছর।

কম্পিত হৃদয়ে মুখোমুখি দাঁড়িয়ে দুজনেই জানলাম
কুড়ি বছর বড্ড বেশি সময়।

তবে জেনে রেখো
কুড়ি বছর কেড়েছে আমাদের চুলের রং চোখের জ্যোতি।
শুধু নিতে পারেনি হৃদয়ের হাহাকারটুকু।

মন্তব্য করুন