গাজীপুরের কাপাসিয়ায় ২৪ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার সকালে উপজেলা সদরের বড়টেক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় গাঁজা বহনকারী একটি সিএনজি, তিনটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করে অভিযানিক দল। গ্রেফতারকৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া সদরের বাটপাড়া গ্রামের মৃত আবু শামার ছেলে লোকমান মিয়া, মৃত জিতু মিয়ার ছেলে মমিন মিয়া ও নরসিংদীর রায়পুরা উপজেলার শাহেরচর গ্রামের মৃত আবদুল খালেকের ছেলে নজরুল ইসলাম। র্যাব-১-এর পোড়াবাড়ী ক্যাম্প কমান্ডার আবদুল্লাহ আল মামুন জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে গাঁজা নিয়ে সিএনজিটি কাপাসিয়া অভিমুখে রওনা হয়। ফকির মজনু শাহ সেতুতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালালে সিগন্যাল অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া করে বড়টেক থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে কাপাসিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।