র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, খুনী, ধর্ষক, দেশাদ্রোহী, সাইবার অপরাধী, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী এবং অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার আনুমানিক রাত ১৯:২০ ঘটিকায় র্যাব-১০ ও বিটিআরসি এর সমন্বয় যৌথ আভিযানিক দল রাজধানী ঢাকার সবুজবাগ থানাধীন দক্ষিণ মাদারটেক সরকারপাড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিটিআরসির অনুমোদন ব্যতীত ফ্রিকোয়েন্সি ও অনুমোদন বিহীন বিভিন্ন বেতার যন্ত্র সামগ্রী স্থাপন ও অবৈধ ব্যবসা পরিচালনা করার অপরাধে ০১ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ মিজানুর রহমান (৩৬), পিতা-মোঃ আঃ রাজ্জাক, সাং-দক্ষিণ কলমেশ্বর, থানা-গাঁছা, জেলা-গাজীপুর বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ২৮টি বিভিন্ন মডেলের সেটটপ বক্স, ০১টি ইনকোডার, ০১টি রিসিভার, ০১টি মডুলেটর, ০২টি এন্টিনা ও ০৩টি এলএনবি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি বেশ কিছুদিন যাবৎ বিটিআরসির অনুমোদন ব্যতীত ফ্রিকোয়েন্সি ও অনুমোদন বিহীন বিভিন্ন বেতার যন্ত্র সামগ্রী স্থাপন করে বিদেশী স্যাটেলাইট থেকে বিদেশী বিভিন্ন চ্যানেল ডাউন লিংক করে গ্রাহকের নিকট বিতরণের মাধ্যমে অবৈধ ব্যবসা পরিচালনা করে আছিল। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু কতরঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।