ফরিদপুর পৌরসভার ২৭ নং ওয়ার্ডে একটি বসত বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা নগদ ১৫ থেকে ২০ হাজার টাকা টাকা এবং এক ভরি সোনা লুট করে নিয়ে যায় বলে জানা গেছে। ঘটনার বিবরনে জানা যায়, রবিবার দিবাগত রাত আনুমানিক তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে ২৭ নং ওয়ার্ডের বাসিন্দা ডাক্তার গৌতম কুমার সরকার, পিতা – লক্ষণ কুমার সরকার, গ্রাম – দেওড়া, মুন্সিবাজার, পোস্টঃকাফুরা এর বাড়ীতে অজ্ঞাতনামা তিনজন মুখ বেঁধে ঘরের পশ্চিম পাশের জানালার গ্রিল কেটে ঘরের ভিতরে প্রবেশ করে ডাকাতি সংঘটিত হয় । এ সময় অজ্ঞাতনামা তিনজন মুখ বেঁধে ঘরের পশ্চিম সাইডের জানালার গ্রিল কেটে ঘরের ভিতরে প্রবেশ করে। ঘরে থাকা ডাক্তার সাহেবের স্ত্রী ও সন্তানকে টেনে তুলে গলায় চাকু ঠেকিয়ে ঘরের কোথায় কি আছে বলে হুমকি দেওয়া হয় এবং উক্ত সময়ে ঘরের ভিতরে কোন পুরুষ লোক ছিল না ৷ পরবর্তীতে দুষ্কৃতিকারীরা স্টিলের ০২টি আলমারি ও ০১টি কাঠের আলমারি এবং ১টি ওয়ারড্রব ভেঙ্গে আনুমানিক ১৫০০০ – ২০০০০ হাজার টাকা এবং ০১ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। দুষ্কৃতিকারীর ০৩ জনের হাতে ০১টি লম্বা হাসুয়া, ০১টি চাকু এবং ০১টি লোহার রড ছিল বলে জানা যায়। উক্ত ঘটনাকে কেন্দ্র করে মামলার বিষয়টি প্রক্রিয়াধীণ রয়েছে বলে জানা গেছে ৷ উল্লেখ্য, ফরিদপুর সদরে বেশ কিছু দিন যাবৎ চুরি, ডাকাতি, খুন,ছিনতাই বেড়ে গেছে বলে অভিযোগ উঠেছে।